আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আল্লাহ তাহালার অশেষ রহমতে।
আজকে সকাল সাড়ে দশটা বাজে ঘুম থেকে উঠি আমি। তারপরে মুখ ধুয়ে গোসল করা হয় আমার। রেডি হয়ে একটা দোকানে যাই নাস্তা করার জন্য। দোকান থেকে আমি কিনে নিয়ে একটা পাউরুটি আর একটা মেরেন্ডা। কিছুক্ষণ ওই জায়গায় দাঁড়িয়ে থাকে আমি এগুলা খাওয়া শেষ করি। তারপরে আমি আমাদের জিদ্দা কিচেনের দিকে যাই। কিচেনে যাওয়ার পরে কিছুক্ষণ পরে একা আঙ্কেল বলে একটা রং চা বানিয়ে খাওয়াও তো। বলতেছে সবাই কাজ করতেছে কারো হাত ফ্রি নাই এজন্য তুমি ফ্রি আছো একটু চা বানায় সবাইকে খাওয়াবো। তারপরে আমি রং চা বানিয়ে সবাইকে দিয়ে দি।
তারপরে আমি গিয়ে একজনের সাথে কিছুক্ষণ পার্সেল বানাই। ফটোতে যে খাবারগুলো আছে সেভ খাওয়ার গুলো হচ্ছে ফিলিপাইনিদের। আমি ফিলিপাইনি সেপ কে জিজ্ঞেস করলাম এগুলোর নাম কি। বলল এগুলার নাম হচ্ছে চিকেন চিলি সস। তারপর আমি কিছুক্ষণ তার সাথে এগুলো প্যাকিং করলাম। আমাদের সুপারভাইজার আসলো আর আমি জিজ্ঞেস করলাম আমি কবে যাব এই জায়গা থেকে। বলল আমি মেন হেড অফিসে কল করেছি বলল কালকে যেয়ে দেখতে টিকিট পাওয়া যায় কিনা তারপর সিদ্ধান্ত নিবি কি করা যায়। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে।
তারপরে বিকাল বেলা আমাদের ইস্টরে কম্পিউটারের কালি শেষ হয়ে যায়। কম্পিউটারের কালি টা আনার জন্য আমি বিকাল সাড়ে পাঁচটা বাজে মার্কেটে যাই। মার্কেট থেকে চলে আসি আমি আমাকে সুপারভাইজার সাথে কিছুক্ষণ কথা বলি। আমাকে বলল আমার সাথে কিছুক্ষণ বসে থাকো তারপরে একসাথে দুজন রুমে যাব। তারপরও ওনার সাথে কিছুক্ষণ বসার পরে এই জায়গায় বিকাল ছয়টা বেজে গেছে।
আমাদের এ জায়গায় ছয়টা বেজে গেছে মানে বাংলাদেশে নয়টা বাজে তখন। তারপর আমি ডিসকর্ডে স্টিম ফর বাংলাদেশের মিটিং এ অংশগ্রহণ করি। কেননা আমি কিছুদিন এদিক-সেদিক ঘুরার কারণে আমি যাই একটিভ হতে পারিনি। আমার যদি কিছু ভুল থাকে আমি এই জায়গা থেকে শিখতে পারি। আমরা এই জায়গা থেকে অনেক কিছু শিখতে পারি। যেমন কি কিভাবে ট্যাগ ইউজ করা হয় এবং কি বানস্টিং 25 কিভাবে ব্যবহার করা হয়। আরো অনেক কিছু শিখতে পারি আমরা এই জায়গা থেকে। এজন্য আমি স্টিম পর বাংলাদেশের মডারেটর ও এডমিন থেকে ধন্যবাদ জানাই। আমাদেরকে শিখার জন্য এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য।
তারপরে আমি রাইতে নয়টা বাজে আমার সুপারভাইজারের সাথে তার রুমে যায় খাবার খাওয়ার জন্য। আমি তাদের সাথে খাওয়ার খেয়ে কিছুক্ষণ কথা বলি। তারপর আমি বর্তমানে যে রুমে থাকি সেই রুমে আসতে আমার রাতের সাড়ে এগারোটা বেজে গেছে। রুমে এসে কিছুক্ষণ মোবাইল দেখে তারপরে শুয়ে যাই।
অবশেষে এটাই বলব। ভুল মানুষেরই হতে পারে। আমিও একজন মানুষ। তাই আমার যদি কোন ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আল্লাহ তায়ালার রহমতে।
https://twitter.com/arohaman066/status/1708456524580815347?t=Q7UjuAblhKFb7_NGZ9Q56w&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks you upvote my post. Be well, stay healthy, take care of yourself.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Team Newcomer- Curation Guidelines For October 2023 Curated by - @karianaporras
Note:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks you Team Newcomer @karianaporras support me . Be well, stay healthy and take care of yourself.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much for sharing your diary game with us. Hope you have a great time and share more good time moments with us.I pray that you can always stay with me. I wish you all the best
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার এত সুন্দর কিছু মূল্যবান সময়টা দিয়ে আমার পোস্টটা দেখার জন্য।এবং কি এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আপনাকে আবারো ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে আমি প্রতিদিনের আপডেট টা দেওয়ার জন্য। আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি নিজের একটু খেয়াল রাখবেন দয়া করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit