সামরিক ইতিহাসে প্রথমবার যুদ্ধবিমানের ব্যবহার: ২৩শে অক্টোবর, ১৯১১
১৯১১ সালের ২৩শে অক্টোবর, ইতালীয়-ওসমান যুদ্ধের সময়, ইতালীয় পাইলট ক্যাপ্টেন কার্লো পিয়াজা প্রথমবারের মতো সামরিক ইতিহাসে যুদ্ধবিমান ব্যবহার করেন। তিনি Blériot XI উড়িয়ে লিবিয়ায় ওসমান সেনাদের ওপর দিয়ে যান এবং তাদের অবস্থানের ওপর নজরদারি করেন। এই ঘটনাটি ছিল প্রথমবার বিমানের মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ।
এই উদ্ভাবন সামরিক কৌশলে একটি বিপ্লব ঘটায়, যেখানে বিমানকে প্রথমে নজরদারি এবং পরবর্তীতে আধুনিক যুদ্ধের অন্যতম প্রধান অংশ হিসেবে দেখা হয়। কয়েকদিন পর, ইতালীয় পাইলট জুলিও গাভোত্তি প্রথম বিমান থেকে বোমা নিক্ষেপ করেন, যা ভবিষ্যতের যুদ্ধগুলোতে বিমান শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার আভাস দেয়।
@dser77 , আমাদের কমিউনিটিতে Crypto রিলেটেড পোস্ট, thediarygame, art/drawing, Papercraft, Photography, Travel, Recipe & কমিউনিটির কনটেস্ট পোস্টগুলোকে বেশি গুরুত্ব সহকারে দেখি। কাজেই আমি আপনাকে অনুরোধ করবো এসকল পোস্টের যেগুলো আপনি পারের সেই পোস্টগুলো আপনি আমাদের মাঝে শেয়ার করেন।
বিস্তারিত জানতে আমাদের কমিউনিটি ডিসকর্ড সার্ভারের সাথে যুক্ত হন : https://discord.gg/Yr3HKtD9S8
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit