আমাদের গ্রামে বন্ধুদের সাথে ছোট ধরনের একটা বনভোজনের আয়োজন করেছিলাম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুনাময় মহান রাব্বুল আলামিনের নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি। আমি আজকেও আপনাদের কাছে একটা টপিক শেয়ার করব। টপিকটার নাম হলো আমাদের গ্রামে বন্ধুদের সাথে ছোট ধরনের একটা বনভোজনের আয়োজন।
বন্ধুরা ছবিতে দেখতে পারছেন আমাদের গ্রামে আমার বন্ধুদের বাড়িতে একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করা হয়েছিলো। দীর্ঘদিন ধরে এই পিকনিকটা আয়োজন করার কথা ছিল। কিন্তু কেউ রাজি ছিল আবার কেউ রাজি ছিল না। তাই আমরা কয়েকদিন আগে পিকনিকটা করেছিলাম অর্থাৎ পিকনিকটা করেছিলাম গত ৬ তারিখ রোজ বুধবার।
তখন আমি কিছু ছবি তুলে রেখেছিলাম যা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আসলে মাঝে মাঝেই আমরা এ ধরনের ছোট খাটো পিকনিকের আয়োজন করি। কারণ আমরা যখন ফ্রি থাকি সে সময় সকল বন্ধুরা মিলে এই ধরনের পিকনিক আয়োজন করে থাকি।
এখন আসা যাক পিকনিকের ব্যাপারে কি করা হয়েছিল। আমরা সাতজন বন্ধু মিলে এই ছোটখাটো পিকনিকের আয়োজন করেছিলাম। তাই পিকনিক বাবদ জনপ্রতি ১০০ টাকা করে চাঁদা তুলে এই পিকনিকটা আয়োজন করা হয়েছিল। দেখা গেছে জন প্রতি ১০০ টাকা করে মোট ৭০০ টাকা উঠেছিল। তখন এই ৭০০টাকা দিয়ে আমাদের গ্রামের বাজার হতে ৪০০ টাকা দিয়ে একটা মোরগ আনা হয়েছিল।
এবং বাকি ৩০০ টাকা দিয়ে পেঁয়াজ আদা রসুন এবং মুরগির মসলা এবং আরো অন্যান্য কিছু আনা হয়েছিল। এছাড়া বাড়ি হতে যার যার মত চাউল আনা হয়েছিল। কারণ যেহেতু আমাদের টাকা কম ছিল ।তাই চালটা যার যার মত যার যার বাড়ি হতে আনা হয়েছিল।
তাই আলহামদুলিল্লাহ পিকনিকটা মোটামুটি ভালই হয়েছিল। আমাদের এই পিকনিকের রাধুনী ছিল আমার বন্ধু জুয়েল।ছবিতে দেখতে পারছেন আমার বন্ধু চুলা পারে রান্না করছে। এ সময় আমি কিছু ছবি তুলে রেখেছিলাম। আমাদের পিকনিকে মোরগ দিয়ে বিরানী রান্না করা হয়েছিল। আলহামদুলিল্লাহ মোরগ দিয়ে বিরানী রান্না টা খুব ভালো হয়েছিল।
বিরিয়ানিটা খুবই স্বাদ হয়েছিলো। তাই বন্ধু জুয়েলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোটখাটো পিকনিকে এত সুন্দর বিরিয়ানি তৈরি করার জন্য। আসলে আমাদের পিকনিকটার আয়োজন ছোট হলেও অনেক মজা ও অনেক আনন্দ হয়েছিল। কারণ সকল বন্ধু মিলে একত্রে বসে এক জায়গায় পিকনিকে খাওয়া-দাওয়ার মজাটা অন্ন্যরকম অনুভূতি জাগায়।
তাই এক কথা বলতে গেলে আমাদের পিকনিক টা ছোট হলেও অনেক মজা হয়েছে। যা কখনো বলে শেষ করা যাবে না । আসলে বন্ধুরা মিলে পিকনিক করলে অনেক ভালো লাগে এবং বন্ধুরা মিলে পিকনিক করলে সবার মাঝে ভালো লাগার জন্ম হয় এবং একে অন্যের সাথে পরস্পর ভালবাসা জন্মায়। তাইতো আমরা সময় পেলেই মাঝে মাঝে সকল বন্ধুরা মিলে এ ধরনের পিকনিকের আয়োজন করে থাকি। আসলে পিকনিক যেখানে করা হোক না কেন সেখানেই অনেক আনন্দ ও মজা হয়।
বন্ধুরা আজকে আর লিখছি না। আজকের মতো এখানে শেষ করছি। বন্ধুরা আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে। যদি ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আজকে আর লিখবো না। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে আসবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
Device | Name |
---|---|
Android | Redmi Note 7S |
Camera | Dual 48+5 Megapixel |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @emdadul12 |
গ্রাম অঞ্চলে পিকনিক গুলো একটু আলাদা আমেজের হয়।সত্যি কথা বলতে পিকনিক বলতেই মনের ভিতর যে ছবি ভেসে ওঠে তা কেবল গ্রামের পিকনিকেই হয়।আপনি আপনার বন্ধুদের সাথে পিকনিক করেছিলেন।নিশ্চয় অনেক মজা হয়েছিল।সুযোগ পেলে আমাদের উচিত এমন সব আয়োজনের।
ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটা পোষ্ট আমাদের উপহার দেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য করার জন্য। ভালো থাকবেন ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Many many thank you for your support ❤️❤️❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit