প্রিয় বন্ধুরা,
আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আজকেও আমি আপনাদের সাথে একটি ডায়েরি গেম শেয়ার করব। তা হলোঃ আজকের দিনটা ব্যস্ততার মধ্যে দিয়ে পার করেছিলাম।
আমি প্রতিদিনের মতো আজকে ভোর ৬ টায় ঘুম থেকে উঠেছিলাম। এরপর ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি যখন আমাদের বাড়ির ভিতরে বসেছিলাম। তখন ছোট বোন আমার কাছে এসে আমার কোলো বসেছিলো।আমার ছোট বোন আমার সাথে অনেক দুষ্টমি করেছিলো।আপনারা ছবিতে দেখতে পারছেন আমিও আমার ছোট বোন হাসাহাসি করতাছি।
এই সময় আমার বড় ভাই ছবিগুলো তুলেছিল যা আপনাদের মাঝে শেয়ার করলাম। এরপর কিছুক্ষণ ছোট বোনের সাথে মজা করে সকালবেলা একটু বের হয়। এই সময় দেখি যে সকালে মক্তবে পড়ার জন্য গ্রামের কিছু ছেলেমেয়েরা মক্তবে যাচ্ছে।
এই ছবিগুলো দেখে সেই পুরোনো শৈশবের কথা মনে পড়ে গেল। আমরাও এই ছোট বেলায় এমন করে মক্তবে যেতাম। আসলে ছোট বেলায় অনেক মজা হতো। সেই কথাগুলো এই ছবিটা দেখে মনে পড়ে গেল। ছবিটা তুলে আমি বাহির হতে এসে সকালের নাস্তা সম্পন্ন করি।সকালের নাস্তা সম্পন্ন করে ১ বা ২ ঘন্টা পরে কলেজের উদ্দেশ্য বের হয়। আমাদের কলেজের ক্লাস সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত ক্লাস চলে।
তাই কলেজে দুপুর ১ টা পর্যন্ত ক্লাস করি।এরপর ক্লাস শেষ করে বাড়িতে এসে গোসল করে। একটু বিশ্রাম নিয়ে। এরপর দুপুরের খাবার সম্পূর্ণ করলাম।দুপুরের খাবার হিসাবে ছিলো মুরগি মাংস এবং সাথে ছিলো সবজি তরকারি।
দুপুরের খাবার খেয়ে কিছু সময় বিশ্রাম নেয়।এরপর বিকালবেলা একটু সময় ঘুরাঘুরি করার জন্য বের হয়ে। আমাদের এলাকায় হাই স্কুল আছে সেই মাঠে বিকাল বেলা অনেকে খেলাধুলা করে। তাই এই উদ্দেশ্য বের হয়। কিন্তু বিকালবেলা তখন সেই হাই স্কুল মাঠে গিয়ে দেখি।অনেকগুলো মাছ বিক্রি করার জন্য সেই মাঠে মাছগুলো ভাগাভাগি করার জন্য ভাগ করছে।
আমি এই সময় সেখানে গিয়ে ছবি তুলেছিলাম।এবং তাদের জিজ্ঞেস করেছিলাম সবগুলো মাছ কত টাকা দাম। তখন একজন বললো যে ১০০০ টাকা।তখন আমি বললাম তাহলে তো ১০০০ টাকার মাছ ভালোই হয়েছে। আমাদের এখানে মাছের দাম তুলনামূলক অনেক কম।কারন আমাদের গ্রামের পাশেই যমুনা নদী থাকার কারনে দেখা যায় আমাদের গ্রামে মাছের দাম অনেক কমে বিক্রি করে থাকে।
আমি সেখানে কিছু সময় আলাপ আলোচনা করে কিছু সময় একা একা ঘুরাঘুরি করি।এরপর বাড়িতে চলে আসি।বাড়িতে এসে মসজিদে মাগরিবের আযান দিলে মসজিদে মাগরিবের নামাজ আদায় করি। এরপর নামাজ শেষ করে। ১ ঘন্টা সময় আমার পড়ার টেবিলে পড়ালেখা করি।
পড়ালেখা শেষ করে আমি রাতের খাবারটা আমার পরিবারের সাথে একসাথে সম্পন্ন করি।এরপর কিছু সময় বিশ্রাম নিয়ে ১ বা ২ ঘন্টা অললাইনে বন্ধুদের সাথে চ্যাটিং করি। এরপর রাতের নির্দিষ্ট সময় ঘুমে পড়ি।তাই পরিশেষে বলা যায় আলহামদুলিল্লাহ প্রতি দিনের মতো আজকের দিনটা অনেক ভালোই কেটেছে।
বন্ধুরা আজকে আর লিখব না। আজকের মতো এখানেই শেষ করছি । আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন । ভালো থাকবেন সবাই ।আল্লাহ হাফেজ।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Many many thanks for your support ❣️❣️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit