কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর।

in hive-170554 •  last year 

কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুনাময় মহান রাব্বুল আলামিনের নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি। আমি আজকেও আপনাদের কাছে একটা টপিক শেয়ার করব। টপিকটার নাম হলো:-কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর।

IMG_20230912_164849.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তা হল কিছু ফুলের ফটোগ্রাফি।আপনারা অনেক ফুল দেখেছেন, অনেক ফুলের ফটোগ্রাফি দেখেছেন। তবে আজকের ফুলের ফটোগ্রাফিগুলো আশাকরি আপনাদের সকলের ভালো লাগবে।আমরা সবাই জানি ফুল পবিত্র জিনিস।

তাই ফুলকে ভালোবেসে ফেলে দিও না। মানুষকে ভালোবেসে ভুলে যেও না। ফুল হল পবিত্র জিনিস। তাইতো ফুল থেকে সুগন্ধি তৈরি করা হয়। যা একেবারে পবিত্র। যেমন আমরা অনেকেই জানি জেসমিন ফুল আহরণ করা হয়। এবং তা থেকে সুগন্ধি তৈরি করা হয় এবং সেই সুগন্ধি সুগন্ধযুক্ত।

IMG_20230912_140018.jpg

যেকোনো ফুলের ফটোগ্রাফি দেখতে খুব সুন্দর। ফুলের ফটোগ্রাফি পছন্দ করে না এমন কেউ নেই।ফুলের ফটোগ্রাফি সাধারণত সবাই পছন্দ করে। আমাদের দেশে ১৪ই ফেব্রুয়ারিকে বিশ্ব ভালোবাসা দিবস বলা হয়।যদিও এটি একটি বাজে প্রথা।কিন্তু বাংলাদেশে এটা সর্বজননিবেদিত যে ১৪ই ফেব্রুয়ারিতে সবাই ফুল কিনতে ব্যস্ত হয়ে পড়ে। একটি ফুলের দাম তখন ৩০০ বা ৪০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবুও ১৪ ফেব্রুয়ারিতে পর্যাপ্ত ফুল কেনা হয়।

এছাড়া অনেক দেশেই ফুলকে রাষ্ট্রীয় প্রতীক হিসেবে ধরা হয়। যেমন : বাংলাদেশের জাতীয় প্রতীকে শাপলা ফুলের উপস্থিতি বিদ্যমান রয়েছে। ফুল আমাদের পরিবেশে অনেক বড় অবদান রাখে। পৃথিবীতে খাদ্য হিসেবে ফুলের মধুর কোনো তুলনা নেই।

IMG_20230912_140108.jpg

এমনকি ফুলের মধু এমন একটি খাদ্য যা অনেক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা সম্ভব। আবার ফুলকে কখনো কখনো ভালবাসার প্রকাশ মাধ্যম হিসেবে ধরা হয়। বর্তমানে প্রেমিক-প্রেমিকাগণ গোলাপ ফুলের মাধ্যমে ভালবাসার প্রকাশ করে থাকেন। বর্তমান সমাজ ব্যবস্থায় সামাজিক অনুষ্ঠানে ফুলের চাহিদা অনেক বেশি।

ফুলের চারা সবার ঘরেই থাকে। তাইতো প্রায় সবার বাড়িতে ফুলের বাগান করে থাকে। এবং ফুল গাছের যত্ন নেয়। প্রায় সবার বাড়িতেই ছোট ছোট ফুলের বাগান আছে। আমার পরিবারের সকলেই ফুলকে ভালোবাসে। তাই আমাদের বাড়ির পাশে ফুলের বাগান করেছি।অন্যদিন আমার ফুলের বাগানের ফুলগুলো শেয়ার করব।

IMG_20230912_144110.jpg

আমি যে আপনাদের মাঝে যে ফুলগুলো শেয়ার করেছি তা হলো আমাদের কলেজের পাশে ফুলের বাগান রয়েছে। সেই ফুলের বাগান হতে ফুলগুলো তুলে রেখেছিলাম। তাই আজকে এই ফুলগুলো শেয়ার করলাম।আশাকরি এই ফুলের ফটোগ্রাফিগুলো আপনাদের সবারই ভালো লাগবে।

আসলেই ফুলের ফটোগ্রাফগুলি কোথা থেকে এসেছে তা বিবেচ্য নয়। জিনিসটি হল আপনি ফুলের ফটোগ্রাফগুলি কীভাবে পছন্দ করেন? ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন।। তাহলে বুঝবো ফুলের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে কি না।

বন্ধুরা আজকে আর লিখছি না। আজকের মতো এখানে শেষ করছি। বন্ধুরা আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে। যদি ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আজকে আর লিখবো না। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে আসবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
AndroidRedmi Note 7S
CameraDual 48+5 Megapixel
LocationBangladesh 🇧🇩
Short by@emdadul12
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Many many thank you for your support❤️❤️❤️

আরে বাহ আজকে দেখছি,, আপনি খুব সুন্দর ভাবে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে ফুল ভালবাসার প্রতিক,, ভালোবাসার মানুষকে ফুল দিয়ে,, ভালোবাসা কথা জানানো হয়ে থাকে।

আপনি ঠিকই বলেছেন,, ফুল থেকে মৌমাছি মধু সংরক্ষণ করে। আবার সেই মধু মানুষ সংরক্ষণ করে মানুষের জীবনে কাজে লাগায়। মধু আমাদের স্বাস্থ্যের জন্য কথাটা উপকারী,,, সেটা হয়তোবা সবারই জানা।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।