বিভিন্ন ফুলের ফটোগ্রাফি দেখতে খুবই চমৎকার।
প্রিয় বন্ধুরা,
আমার নিজের লেখা ব্লগটা পড়ার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করা হলো ।
বিভিন্ন ফুলের ফটোগ্রাফি দেখতে খুবই চমৎকার।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি আল্লাহর রহমতে। আজ আমি আপনাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করব এবং ফুল নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব।
আমরা ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন ফুল দেখি এবং সময়ে সময়ে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি করে রাখি। কিন্তু আপনি যদি আজকের ফুলের ফটোগ্রাফিগুলি লক্ষ্য করেন তবে নিঃসন্দেহে সবাই বলবেন যে এটি দুর্দান্ত। আমি খুব ভালো ফটোগ্রাফার নই।
খুব ভালো ফটোগ্রাফি করতে পারি না। তবে ভালো ফটোগ্রাফি করার চেষ্টা করি।আজকে ভালো ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। কিন্তু কতটা ভালো হয়েছে তা জানিনা। তাই আশা করি ফুলগুলো কেমন লাগলো তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।
চারটি ফুল, চারটি ফুলের রঙ, সেই বিভিন্ন ফুল। এই ফুলের ছবি তোলার পেছনে অবশ্যই কঠোর পরিশ্রম আছে। এই ফুলের ছবি তুলতে আমাকে বাগানে যেতে হয়েছিল। আমি সেখানে গিয়ে দেখলাম ফুলে ভরা।কোনটা রাখব আর কোনটা তুলব বুঝতে পারছিলাম না। তাই কয়েকটা ছবি তুলেছিলাম। এখন থেকে ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করব ভালো লাগলে মূল্যবান মন্তব্য করে জানাবেন।
আমরা সবাই ফুলের মত নিষ্পাপ জীবন চাই। কিন্তু ফুলের মত নিষ্পাপ জীবন যাপন করতে কি করতে হবে তা আমরা জানি না। বা জানার চেষ্টা করি না। ফুলের মত বাঁচতে হলে জানতে হবে কোনটা হালাল আর কোনটা হারাম। আর কোনটা হারাম আর কোনটা হালাল।
আপনি যদি একটি সুন্দর জীবনযাপন করতে চান এবং একটি নিষ্পাপ ফুলের মতো হতে চান। তবে আপনাকে সমস্ত পাপ ত্যাগ করতে হবে। আজ থেকে আমাকে আপনাকে নিয়োগ দিতে হবে এবং আমি কোন অপরাধ করব না ইনশাআল্লাহ।
আমরা সবাই জানি স্রষ্টার বিশাল সৃষ্টি জগতে ফুলের আছে সু- ঘ্রান।সারা বিশ্বময় আছে বিচিত্র রকমের ফুল। আমরা এই নান্দনিক ফুলের মধ্যে জবা, টগর, জুই, চামেলি, বেলি, গন্ধরাজ, রজনীগন্ধা, চেরীসহ বহু রকমের ফুল দেখি এবং চিনি। এগুলো ছাড়াও দেশ- বিদেশে আছে বহু জাতের, বহু রঙ্গের ফুল। এ কথা সত্য যে ফুলের কদর বিশ্ব ব্যাপী।
সুস্হ এমন কাউকে খুজে পাওয়া যাবে না যিনি ফুল, ফল পছন্দ করেন না। পছন্দের তালিকায় ফুল, ফল থাকলেও নগর বন্দর ও গ্রাম অঞ্চলে ফুল, ফল বাগান গড়তে আমরা অনেকেই উদাসীন।
নগরীর দায়িত্বশীল ব্যক্তিগন একটু উদ্যোগ নিলেই ভবনের ছাদে, আঙ্গিনায় বা রাস্তার ধারে ফুল- ফলের বাগান গড়ে তুলতে পারেন। সরকারি অফিস, বাসস্থানের ক্যাম্পাসে বাগান গড়ার উদ্যোগ দায়িত্বশীল ব্যাক্তিদেরই নিতে হবে। এতে অন্যরাও উদ্বুদ্ধ হবে, এগিয়ে আসবে।
আপনি যখন ভালো থাকার অঙ্গীকার করবেন। তখন আপনার জীবন হবে ফুলের মতো সুন্দর ও পবিত্র। আর এটা না করলে আপনার জীবন পাপে পরিপূর্ণ হবে। তখন জীবন থাকবে না। জীবনে থাকবে শুধুই অস্থিরতা।
তাই আসুন আমরা পাপমুক্ত জীবন গড়ে তুলি। সকল প্রকার পাপ পরিহার করি এবং সকল প্রকার নেক আমলকে আঁকড়ে ধরি।আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেদায়েত দান করুন।এবং সকলকে বোঝার তাওফিক দিন। আমিন
বন্ধুরা আজকে আর লিখছি না। আজকের মতো এখানে শেষ করছি। বন্ধুরা আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে। যদি ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে আসবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
Device | Name |
---|---|
Android | Redmi Note 7S |
Camera | Dual 48+5 Megapixel |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @emdadul12 |
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ফটোগ্রাফিটি অনেক সুন্দর হয়েছে,মনোমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit