আমি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে প্রাণীর ফটোগ্রাফি করেছি।
প্রিয় বন্ধুরা,
আমার নিজের লেখা ব্লগটা পড়ার জন্য সকলকে অনুরোধ করা হলো ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, বন্ধুরা আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনাদের মাঝে আবার হাজির হলাম। আজকেও আমি আরেকটি নতুন লেখা নিয়ে আছি। আশা করি আমার লেখাগুলো পড়ে এবং ছবিগুলো দেখে সবার ভালো লাগবে।
আমি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় গিয়ে প্রাণীর ফটোগ্রাফি করেছি। প্রাণীটির নাম জেব্রা। এই প্রাণীগুলো আফ্রিকান প্রজাতির। জেব্রা দৈর্ঘ্যে 5 ফুট এবং উচ্চতা 4-5 ফুট। তারা ঘাস খেতে ভালোবাসে।। এবং তাদের প্রধান খাদ্য ঘাস। এরা দলে দলে থাকতে ভালোবাসে।
আমি যে প্রাণীগুলোর ছবি তুলেছি অধিকাংশ প্রাণীগুলো খাচায় ব্ন্দী করে রেখেছে। অর্থাৎ
প্রাণীগুলি চিড়িয়াখানার খাঁচায় বন্দী ছিল। তাই তারা তাদের নিজস্ব মনের মতো দলবদ্ধভাবে থাকতে পারে না। এরা প্রাণীগুলো সব সময় আটকা থাকে।তাদের স্বাধীনতা বলতে কথা নেই। কারণ তাদের লালনপালনের দায়িত্ব মানুষের।
যতদূর দেখি চিড়িয়াখানার সব প্রাণীই কষ্ট পাচ্ছে। তাদেরকে বন্দী করে খাঁচায় রাখা হয় এবং এতে তাদের স্বাধীনতা নষ্ট হয় কারণ বনে প্রাণী থাকবে।অথচ তারা আটকা। বাগানে পাখি থাকবে এবং পশুপাখিদের মনোরম পরিবেশ থাকবে পরিবেশ কত সুন্দর হবে।
অথচ এই প্রাণীগুলো মানুষকে দেখানোর জন্য এইসব প্রাণীদেরকে খাঁচায় বন্দি করে রাখা হয়।। কিন্তু পশুদের যাতে কষ্ট না হয় সেজন্য তাদের যথাযথ লালন-পালন করতে হবে। পশুরা নিয়মিত খায় কারণ সুস্বাস্থ্য বজায় রাখতে হবে।
আগে এখানে অনেক জেব্রা ছিল কিন্তু এখন অনেক কমে গেছে।কিছু দিনের মধ্যেই কিছু নতুন জেব্রা চালু হওয়ার কথা। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় অনেক পশু-পাখি আছে।তাই এখানে গিয়ে আমি অনেক পশু-পাখির ছবি তুলেছি।
ধীরে ধীরে ছবিগুলো বিভিন্ন পোস্টের মাধ্যমে সবাইকে দেখাবো। আজকে জেব্রার ছবি দেখিয়ে প্রাণীর কথা লিখেছি।আগামীকাল আরো প্রাণী নিয়ে লিখব ইনশাআল্লাহ।
বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি। আশা করি আপনাদের মাঝে যে কথাগুলো শেয়ার করলাম তা অবশ্যই ভালো লেগেছে। তাই যদি ভালো লেগে থাকে অবশ্য মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন আল্লাহ হাফেজ
Device | Name |
---|---|
Android | Redmi Note 7S |
Camera | Dual 48+5 Megapixel |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @emdadul12 |
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit