12-12-2023
@evaakther
আসসালামু আলাইকুম.
সবাই কেমন আছেন?
আশা করি সবাই অনেক ভাল আছেন.আমি ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার এস্টিমেট আইডি @evaakther আমি আজ কে সাদা কাগজে একটি লাল শাড়ি পরা মেয়ের ছবি একেঁ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার অনেক ভালো লাগবে। ছবি আঁকতে আমার অনেক ভালো লাগে যদিও নিজের মন খুশি তবুও চেষ্টা করি, মন খারাপ হলে খেয়াল খুশী মত আঁকতে । বর্তমানে মোবাইল টিভি বিভিন্ন ডিভাইস থাকার কারনে দেখা যাচ্ছেযে এইসব চারুকলা ভুলেই গিয়েছি। আগে তো স্কুল এও চারুকলা, কারুকলা বেশি ছিল একটা পরিক্ষা ছিল চারুকলা পরিক্ষা যেখানে এঁকে নিয়ে যেতে হতো। নিজের হাতে মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে হতো, শিশুদের ছবি কিংবা চিত্র কিংবা রঙের প্রতি দুর্বলতা বেশি।সে কারণে সকল বাচ্চাদের কে শিক্ষকরা ‘চারুকলা ও কারুকলা’ প্রশিক্ষণ দেওয়া দরকার, যাতে তাঁরা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ভালোভাবে বিষয়টি বোঝাতে পারেন। এবং শিল্প কি এইসব বিষয়ে জেন জানতে পারে।
সত্যি আগের দিন গুলো খুব মিস করি।
তাহলে এবার আমার আঁকা ছবি টি দেখা যাক :-
ছবিটি আঁকতে আমার যা যা লাগবে তা হলো:-
- -একটি সাদা খাতার পেজ ,
- -একটি স্কেল
- -কম্পাস
- -পেন্সিল
- রং
- একটি রাবার
- -একটি কাটার
প্রথমধাপ:
প্রথমে আমি সুন্দর একটি খাতার পেজ নিয়েছি এর পর খাতার মাঝ খানে 12 সেন্টিমিটার করে দুটি দাগ টেনে দিয়েছি।
দ্বিতীয় ধাপ :
এর পর আমি পর্দার জন্য একটি আঁকা বাঁকা করে দাগ দি।
তৃতীয় ধাপ :
এর পর আমি মাঝের দাগ থেকে একটি দাঁড়িয়ে থাকা মেয়ের বডি ও শাড়ির আচল টি এঁকে দিব।
তারপর মেয়ের বডি টা আঁকা হয়ে গেলে, আমি বারান্দার গিরিল গুলো একটি স্কেল এর সাহায্য সুন্দর ভাবে দিয়ে দিব।এবং একটি কম্পাস দিয়ে চাঁদ আঁকব। এবং পর্দার বাকি অংশ টি সম্পূর্ণ করব ।
চতুর্থ ধাপ :
এরপর আমি ব্লাউজ এ কালো রং করি আর কানের দুলটিকে লাল রং করে দি ।
পঞ্চম ধাপ :
আমি আমার পছন্দ মত শাড়িতে লাল রং করি কেননা আমার মনে হচ্ছে লাল আর কালো রং টা খুব ভালো মানায়।আমার পছন্দের একটি কালার।
** ষষ্ঠ ধাপ :**
তারপর বারান্দাটি আমি কালো রংয়ে সাজিয়েছি।
** সপ্তম ধাপ :**
এবং সব শেষে পর্দা তে আকাশি রং দিয়ে আমি আমার ছবি আঁকাটি সম্পূর্ণ করলাম।
- আর্ট করাতে প্রফেসনাল না হতে পারলে যে আর্ট করা যাবে না তা কিন্তু নয়,ভুল থেকেই তো আমরা সঠিক টা জানতে পারব তাই না। তবে চেষ্টার কোনো বিকল্প নেই।
আমরা যদি পারি না কথাটি না বলে চেষ্টা করি তাহলে সব কাজেই সেরা হওয়া যায়।
আজ এই পযর্ন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Team Newcomer- Curation Guidelines For December 2023 Curated by - <@goodybest>
Note: Try and engage meaningfully with fellow users, comment and upvote on their post, as this will help you to have good Voting CSI
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit