আমার ডায়েরী গেম ।
রোজ:- বৃহস্পতিবার ১৩/০৬/২০২৩
সকাল
সকালবেলা আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে এবং ফ্রেশ হয়ে নেই । তারপরে সকালে নাস্তা করার জন্য প্রস্তুতি গ্রহণ করি ।
সকালে নাস্তা শুরু করলাম রুটি এবং ডিম ভাজি দিয়ে সকালে নাস্তা শেষ করার পর আমি আমার ডিউটি যাবার যে গাড়ি কোম্পানি দিয়েছে মাইক্রোবাস সেখানে গিয়ে আমি গাড়িতে উঠে পড়ি । তারপর আমি আমার কাজের জায়গায় গিয়ে ।
আমি মেশিন প্রথমে জায়গায় নিয়ে যাই তারপর মেশিন টা সেট করলাম । মেসেজ চেক করার পর আমি মেশিন স্টার্ট দিলাম । যখন পানি উঠতে আরম্ভ করল সেখানে আমি গিয়ে চেক করলাম আমি ভালোভাবে আসতে চে কিনা দেখলাম।
ভালোভাবে পানি জায়গা মত যাচ্ছে এবং পানি জমা হচ্ছে ।
দুপুর
দুপুরবেলা আমি বভকআট মেশিন দিয়ে আমি মাটি মিক্স করতে আরম্ভ করি । কিছুক্ষণ কাজ করার পর কাজ শেষ হয়ে যায় ।
আমার সাথে যারা সহকর্মী কাজ করতেছে তারা কাজ শেষ হয়ে যাওয়ার পর মেশিন বন্ধ করে বসেছিল। আমিও তাদের সাথে বসে ছিলাম । তারপর আমি দুপুর হয়ে যায় দুপুরে খাবার জন্য আমাদের বাসায় আসা লাগে আমরা বাসায় এসে হাতমুখ ধুয়ে দুপুরে খাবার জন্য প্রস্তুতি গ্রহণ করি ।
দুপুরের খাবার শেষ করে কিছুক্ষণের জন্য আমি ঘুমিয়ে পড়লাম । তারপর ঘুম থেকে উঠে আমি আবারো ডিউটিতে চলে আসি ।
বিকাল
বিকেলবেলা আমরা ডিউটি থেকে বাসায় এসে কিছু কাঁচা বাজার করার জন্য আমরা মার্কেটে গিয়েছিলাম ।
বিকেলবেলা আমরা দুই বন্ধু বাজার করা উদ্দেশ্যে মার্কেটে যাওয়ার পরে দুজন বসে আগে খুব খুদা লাগছিল তারপর আমরা সিঙ্গা রা এবং সমস্যা দুজনে খাবার শেষ করি ।
তারপর আমরা বাসায় এসে রাতের জন্য রান্না বান্না কাজ আরম্ভ করি ।
রাত
রাতে রান্নাবান্না শেষ করে রাতের খাবার আরম্ভ করতে যাওয়ার সময় কিছুক্ষণ ফোন চাপাচাপি করলাম ।
রাতের খাবার শেষ করে আমি পোস্ট করার জন্য কলেজ তৈরি করতে আরম্ভ করি।
Photography | original |
---|---|
Photo | @ashikkhan |
Device | Vivo |
Model | 20y |
location | ain Dubai |
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit