আমার ডায়েরী গেম ।
রোজ:-শনিবার -জুন -২০২৩
সকাল
সকাল বেলা আমি প্রতিদিন মতো ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে । নাস্তা করার জন্য প্রস্তুতি গ্রহণ করি।
সকালবেলা সকালের নাস্তা শেষ করে আমি ডিউটি যাওয়ার জন্য ডিউটির পোশাক পরিধান
পরতে আরম্ভ করি । এবং ডিউটি বের হয়ে যায় বাসায় থেকে তারপর আমি আমার গাড়িতে নির্ধারিত সময়ে গাড়িতে উঠে পড়ি ।
গাড়িতে উঠে পড়ার পর আমার গন্তব্যস্থলে গাড়ি ছেড়ে দেয় । আমার কাজের জায়গায় যাওয়ার পর সেখানে কিছুক্ষণ দেরি করে তারপরে আমার কাজ আরম্ভ করি।
এই ছিল আমার সকালের কাজ ।
দুপুর
আমি কাজ করতে আরম্ভ করার পর দুপুরবেলা আমার কোম্পানির থেকে দায়িত্ব সময় দেয় দুপুরে লাঞ্চ করার জন্য ।
দুপুরে লাঞ্চ আমি শেষ করে । শিখনের জন্য আমি সেখানেই রেস্ট করি । রেস্ট করার পর আমার ফরমেন আমাদের সবাইকে ডাক দিয়ে তোলে । তারপর আমরা ঘুম থেকে উঠে আবারো কাজ আরম্ভ করি । এইভাবে দুপুরে কাজ করতে বিকেল গড়িয়ে যায় ।
বিকেল
বিকেল বেলা আমি আমার ডিউটি শেষ করে আমি যখন বাসায় আসি । বাসায় এসে রান্না করার জন্য আমি যখন রান্নাঘরে যাই । তখন আমার গ্যাসের চুলা আর জ্বলে ওঠে না । তখন আমাদের অনেক বিরক্ত হয়ে যায় তারপর আমরা নতুন ছুলা কিনার জন্য । আমরা তো তিনজন মার্কেটে গিয়েছিলাম এবং মার্কেটে গিয়ে আমরা পছন্দ মত ছোলা কিনে নিয়ে আসলাম ।
এবং মার্কেট থেকে বাসায় এসে প্যাকেট খুলে চেক করলাম যেন সবকিছু ঠিকঠাক আছে কিনা । চেক করার পর আমি রান্না ঘরে গিয়ে গিয়েছিলাম তারপর সেগুলো গ্যাসে সিলিন্ডারের সঙ্গে যুক্ত করে। রান্না করার উপযোগী করি ।
রাত
রান্নার কাজ শেষ করে রাতে খাবার রান্না করলাম । এবং রাতে খাবার দাবার শেষ করে পোস্ট তৈরি করার জন্য পোস্ট রেডি করি ।
Photography | original |
---|---|
Photo | @ashikkhan |
Device | Vivo |
Model | 20y |
Location | ain, Dubai |
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit