The diary game||Betterlife||17-06-2023

in hive-170554 •  2 years ago 

আমার ডায়েরী গেম ।
রোজ:-শনিবার -জুন -২০২৩

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ? আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি । স্টিমীটের এডমিন মডারেটর এবং ইউজারদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আমি আমার আজকের ডায়েরি গেম আরম্ভ করছি। এতটুকু আশা রাখি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং ভালো লাগাতে পারব ।

saving_1686852797389.jpg

সকাল
সকাল বেলা আমি প্রতিদিন মতো ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে । নাস্তা করার জন্য প্রস্তুতি গ্রহণ করি।

IMG_20230613_115711.jpg

সকালবেলা সকালের নাস্তা শেষ করে আমি ডিউটি যাওয়ার জন্য ডিউটির পোশাক পরিধান
পরতে আরম্ভ করি । এবং ডিউটি বের হয়ে যায় বাসায় থেকে তারপর আমি আমার গাড়িতে নির্ধারিত সময়ে গাড়িতে উঠে পড়ি ।

IMG_20230609_060458.jpg

গাড়িতে উঠে পড়ার পর আমার গন্তব্যস্থলে গাড়ি ছেড়ে দেয় । আমার কাজের জায়গায় যাওয়ার পর সেখানে কিছুক্ষণ দেরি করে তারপরে আমার কাজ আরম্ভ করি।
এই ছিল আমার সকালের কাজ ।

দুপুর
আমি কাজ করতে আরম্ভ করার পর দুপুরবেলা আমার কোম্পানির থেকে দায়িত্ব সময় দেয় দুপুরে লাঞ্চ করার জন্য ।

IMG_20230612_223947.jpg

দুপুরে লাঞ্চ আমি শেষ করে । শিখনের জন্য আমি সেখানেই রেস্ট করি । রেস্ট করার পর আমার ফরমেন আমাদের সবাইকে ডাক দিয়ে তোলে । তারপর আমরা ঘুম থেকে উঠে আবারো কাজ আরম্ভ করি । এইভাবে দুপুরে কাজ করতে বিকেল গড়িয়ে যায় ।

বিকেল
বিকেল বেলা আমি আমার ডিউটি শেষ করে আমি যখন বাসায় আসি । বাসায় এসে রান্না করার জন্য আমি যখন রান্নাঘরে যাই । তখন আমার গ্যাসের চুলা আর জ্বলে ওঠে না । তখন আমাদের অনেক বিরক্ত হয়ে যায় তারপর আমরা নতুন ছুলা কিনার জন্য । আমরা তো তিনজন মার্কেটে গিয়েছিলাম এবং মার্কেটে গিয়ে আমরা পছন্দ মত ছোলা কিনে নিয়ে আসলাম ।

IMG_20230612_195301.jpg

এবং মার্কেট থেকে বাসায় এসে প্যাকেট খুলে চেক করলাম যেন সবকিছু ঠিকঠাক আছে কিনা । চেক করার পর আমি রান্না ঘরে গিয়ে গিয়েছিলাম তারপর সেগুলো গ্যাসে সিলিন্ডারের সঙ্গে যুক্ত করে। রান্না করার উপযোগী করি ।

রাত
রান্নার কাজ শেষ করে রাতে খাবার রান্না করলাম । এবং রাতে খাবার দাবার শেষ করে পোস্ট তৈরি করার জন্য পোস্ট রেডি করি ।

IMG_20230613_201736.jpg

26uUsAjKTsXCBRzTxRJWxpz7qLMdK4Nq6Ha3QAmrmWNLCRjiBH34AQA5d4TJsF4yshLU3NcKHysTmrUFymyr9uSPKybpfqkqTntBEt6AHfGKJ1csY9sd5SnADWGu8raWmKMsuVdMnsTrbt1mxvmDu6zK8snFDu3jitBMjt.png

Photographyoriginal
Photo@ashikkhan
DeviceVivo
Model20y
Locationain, Dubai

আমার w3w লোকেশন কোড।

https://w3w.co/tuesdays.reboot.panting

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Thank you very much for sharing a beautiful post, definitely stay active and comment, all the best for your post.
DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25
Community beneficiary 10 %
Voting CSI[ ? ] ( 0.00 % self, 12 upvotes, 9 accounts, last 7d )
Period2023-06-20
Transfer to VestingPowerUp : 109.342 STEEM
Cash Out
0
Result Club100

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.