আমার ডায়েরী গেম।
রোজ-: বুধবার ২৮শে জুন ২০২৩ ।
সকাল
সকালবেলা আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে । গোসল করে আমি ঈদের নামাজ যাবার জন্য প্রস্তুতি নিলাম । তারপর আমি রুমে এসে নামাজ পড়ার ড্রেস পরিধান করি ।
তারপর আমি মিষ্টিমুখ করে আমি নামাজে চলে গেলাম । ঈদের নামাজ পড়তে গিয়ে মনটা অনেক ভালো হয়ে গেল সেখানে অনেক লোকের সমাগম ছিল ।
ঈদের নামাজ শেষ করে আমার বন্ধুর সাথে একটা সেলফি নিলাম ।
দুপুর
ঈদের নামাজ পড়ে এসে আমি কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিলাম এবং শুয়ে ছিলাম । তারপর যখন দুপুর হয়ে গেল আমি দুপুরের খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিছিলাম ।
দুপুরের খাবার শেষ করে আমি কিছুক্ষণ ফোন চাপাচাপি করলাম । তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম ।
বিকাল
বিকাল বেলা আমি ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে আমি এক মার্কেটে গিয়েছিলাম । সেখানে গিয়ে আমি মনোমুগ্ধকর হয়ে গেছি মার্কেটে এত সুন্দর আয়োজন দেখে ।
আমি মার্কেটে গিয়ে দেখি সেখানে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে । সেখানে গিয়ে কিছু ফটোগ্রাফি করলাম তাদের সাথে । এবং তারাও আমার সাথে ফটোগ্রাফি করতে আনন্দ উপভোগ করল । এবং তাদের সাথে বিদায় জানিয়ে আমি আরো কিছুক্ষণ ঘোরাফেরা করলাম ।
তারপর আমি বন্ধুদের সাথে পুরা মার্কেট ঘোরাফেরা করলাম । তারপর আমি রুমে চলে আসি ।
রাত
রাতে বাসায় এসে আমি কিছু মিষ্টিমুখ করলাম । এবং কিছু তরল পানি খেয়ে আমি কিছুক্ষণ রেস্ট করলাম । তারপর রাতের খাবার খেয়ে আমি পোস্ট তৈরি করার জন্য । রেডি হয়ে পড়ি এই ছিল আমার আজকের ডায়েরী গেম ।
Photography | original |
---|---|
Photo | @ashikkhan |
Device | Vivo |
Model | 20y |
location | ain, Dubai |
¡Congratulations!
This post has been supported through the account Steemcurator06. for containing good quality content.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit