আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের মাঝে নতুন একটা কনটেন্ট নিয়ে হাজির হলাম আশা করি সবার ভালো লাগবে। আমি আপনাদের মাঝে নতুন তাই ভুল হলে বলবেন সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ,, আমাকে সাপোর্ট করবেন। এবার আমার গল্পে ফিরি।
ঝাউডাংগা বাজার : সাতক্ষীরা তে এমন কোন মানুষ নাই যে এই ঝাউডাংগা বাজারের কথা শুনিনি। অনেক আগে থেকে এই বাজার শুরু হয়েছে এখানে সপ্তাহে ২ দিন বড় বাজার হয় শুক্রবার আর সোমবার ধান পাট,সরিষা ইত্য্যদি, বড় মাছ বাজার দক্ষিন অঞ্চলের মানুষ বেশির ভাগ মাছের চাস করে লাভবান হয়েছে। এখানে প্রতি দিন নিতৃ নতুন কাচা সবজির মাছ বেচে কেনা হয় দূর দূরন্ত থেকে মানুষ এই বাজারে কেনা কাটা করতে আসে।
মাছের বাজার : আমরা মাছে ভাতে বাঙালি তাই যে যার সাদ্ধের ভিতর দিয়ে প্রতি সাজে মাছ না হলে ভাত মুখে ওঠানে না। কিন্তু বর্তমানে যুগে মাছ কিনে খাওয়া কুব কঠিন আর মধ্যেবৃত্ত পরিবারের সামর্থ না থাকায় অনেকে সপ্তাহ পার হয়ে যায় তার পর ও মাচ মাংস কিনে খেতে পারে না।
আমার পছন্দের মাছ: আমার পছন্দের মাছের ভিতর তেলাপিয়া খুব প্রিয় একটা মাছ খেতেও খুব মজা আর শীত কালে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলে সেই মজাদার হয়। সিম আমার খুব প্রিয় একটা সবজি। পালংশাক শাক, শীত কালের এই সব সবজি কার না ভালো লাগে কিন্তু বর্তমান সময়ে আকাশ ছোয়া দাম সাবার স্বাদের ভিতর পড়ে না।
গ্রামের বাজার : যারা গ্রামে বাস করে তারা কতই না শান্তিতে বসবাস করতে পারে গ্রামের মুক্ত বাতাস কোন কোলাহল নাই,, ছোট বেলায় আব্বুর সাথে বাজার করতে যেতাম আব্বু বলবে কোন সবজিটা আমার প্রিয় সেই গুলো কিনে নিয়ে আসবো পেকেট ভর্তি বাজার কত রকম খাবার আর ৩০০ টাকার ভিতর বাজারে পেকেট ভর্তি হয়ে যাবে আমি বাজারে পেকেট বাড়ি আনতে পারতাম না। সেই দিন গুলো কি আর ফিরে পাবো কখনো না সুধু মিস করা ছাড়া কতই না ভালো ছিলো সেই দিন গুলো অভাব ছিলো না অভিযোগ ছিলো না,,, আর এখন মনে অশান্তি নিয়ে জীবন যাপন করতে হয়।
আজকের মতোই এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। পাশে থাকার চেষ্টা করবেন সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় বন্ধু,
আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আপনার পোস্ট দেখে আমরা আনন্দিত। যেহেতু আপনি একজন নতুন সদস্য এই প্লাটফর্ম ও আমাদের কমিউনিটির, তাই আপনার পোস্ট করার বিষয়ে কিছু দিকনির্দেশনা প্রদান করতে চাই যা আপনার এই প্লাটফর্ম এ চলার পথকে আরও সুগম করবে। 👇👇
প্রথমত আমি আপনাকে সকল এচিভমেন্ট টাস্ক গুলো সম্পর্কে ধারণা অর্জন করার জন্য পরামর্শ প্রদান করব কারণ এটা আপনাকে এই প্লাটফর্ম এর সকল বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা গ্রহণ করতে সাহায্য করবে।
আপনার প্রথম এচিভমেন্ট এর পর আপনি আপনার ব্লগিং চালিয়ে যেতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন যে একটা মানসম্মত পোস্ট এর জন্য আপনাকে আপনার পোস্টে ৩০০ শব্দের বেশি শব্দ ব্যবহার করতে হবে।
আমাদের কমিউনিটিতে সকল প্রকার প্লাগিরিজম বা AI ফ্রি কন্টেন্ট শেয়ার করতে পারবেন তবে আপনি Diarygame, Any kind of Crafts , Drawing or Art , Recipe, Photography, Travel etc কন্টেন্ট শেয়ার এর মাধ্যমে আপনি শুরু করতে পারেন। এছাড়া আমাদের কমিউনিটি কর্তৃক আয়োজিত যেকোনো কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবেন।
আপনার পোস্ট অনুযায়ী পোস্টের যথাযথ টাইটেল ও ট্যাগ ব্যবহার করবেন যা খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করবেন না যা বিভ্রান্তকর এবং নিন্দানীয়।
আর এটা মনে রাখবেন যে যেকোনো প্রকার চুরির বিরুদ্ধে আমাদের কমিউনিটি টীম ব্যবস্থা গ্রহণে তৎপর। তাই অনলাইন থেকে কপি করা পোস্ট, পোস্ট Plagiarism করা & AI দ্বারা তৈরি কনটেন্ট এড়িয়ে চলতে হবে। আর অনলাইন থেকে কপিরাইট যুক্ত ছবি শেয়ার থেকে বিরত থাকুন অর্থাৎ যে ছবির মালিক আপনি নন। এর পরিবর্তে আপনি কপিরাইট ফ্রি ছবির সাইট যেমন pixbay, pexels, freepik etc ব্যবহার করতে পারেন।
উপরোক্ত বিষয় এর বাইরে Steemit সম্পর্কিত যেকোনো বিষয়ে জানতে আমাদের কমিউনিটি ডিস্কর্ড সার্ভারের সাথে সংযুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। । ডিসকর্ড লিংটি : https://discord.gg/Yr3HKtD9S8
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit