হ্যালো স্টিমিয়ানস্ ;আমি @jubayer687728 বাংলাদেশ থেকে
এক অসার ভালোবাসার গল্প |
---|
অনেকেই বলে কফি তাদের দিনের শুরু কিন্তু কফি আমার জন্য দিন রাত সব এবং মাঝ রাতের সঙ্গীও।কেউ যদি আমার কাছে জানতে চায় তোমার প্রিয় সঙ্গী কে, আমি সাথে সাথেই উত্তর দেই আমার কফির মগ।যদিও অতিরিক্ত কফি আমাদের জন্য ক্ষতিকর,ক্ষতি জেনেও একটু ভালো লাগার জন্য, আমার কফির প্রতি ভালোবাসা কেমন, চলুন সেটা আপনাদের সাথে খোলাসা করি।
সকাল
আজকে কফি ছাড়া থাকবো, শরীর ঠিক রাখতে হবে।( ৫ মিনিট পর) এক কাপ কফির সুগন্ধ পেলে মন বলে, আজও শুরুটা কফি দিয়েই হোক, কালকের বিষয় কালকে দেখা যাবে।তাই আবার আমি কফির মগে ডুব দেওয়া শুরু করি।হোক না কিছু ক্ষতি!তাতে যদি কোনোাবে মনকে প্রশান্ত করা যায়,এটাই বা সে কোথা থেকে।
copyright free image source
দুপুর
কাজ করতে ভালো লাগে না? কেউ বলে একটু পানি খাও নয়তো একটু সময় নাও। আর আমি? আমার মাথা বলে এক কাপ কড়া কফি বানাও আর খেয়ে নাও সব চাপ নিমেষেই নাই হয়ে যাবে।এ যেনো এক অন্যরকম জীবনসঙ্গী,কখনো পিছু ছাড়তেই মন চায় না!আমি আবার নাসর বান্দা,কেউ আমাকে ছাড়তে না চাইলে আমিও তাকে ছাড়ি না।কেউ আমাকে একটু চাইলে,আমি তাকে খুব বেশি করে চাই।
বিকেল
সবার তো বিকেলের গল্পে চা নাহলে তো চলে না। কিন্তু আমি এক কাপ কফি হাতে জানালার পাশে রাস্তা দিয়ে যাওয়া সবাইকে দেখি আর ভাবি কবে বাড়ী ফিরবো।তখন মন বলে এইতো আর কয়েকটা দিন।কফির স্বাদ সব শান্তনা দেয় আমায়।কফির প্রতিটি চুমুকে মনের মধ্যে জাগ্রত হয় আবেগে ঘেরা বাড়ি ফেরার ঠুনকো ভালোবাসা।এক নিমিষেই কোথায় যে হারিয়ে যায় সেটা নিজেও বুঝতে পারি না।
copyright free image source
সন্ধ্যা
আবারো কাজের মাঝে সময় গড়িয়ে যায়।যদি পড়ার ফাঁকে যদি একটু আরাম দরকার হয়,তখনও কফির কোনো বিকল্প নাই আমার কাছে।তখন যেনো কফির উৎসুক মনের মধ্যে উঁকি দিতে থাকে।তখন যেনো মনে হয় এক ঘন্টা পড়ার টেবিলে সাড়ে তিন কাপ কফি হতে ভালো হতো।এমন চিন্তও মাথাটা একদম ফ্রেশ করে দেয়।একটা কথা আছে না?পাগল সুখ মনে মনে,ওয়ান অব দ্যেম আই।
রাত
রাত গভীর হয় তখন নিজেকে বলি এখন ঘুমানো যাক।কিন্তু চোখের সামনে কফির মগটা দেখলে মন বলে ওঠে,আরে এটাই তো দিনের শেষ মূহুর্ত, লাস্ট আরেক কাপ হয়ে যাক।মনের মধ্যে কেউ একজন হুট করে বলে ওঠে,ঘুম তো তোর একটু পরেও হবে,আয় একটু হয়ে যাক।তারপরও যখন ঘুম আসে না, তখন আরো এক কাপ কফি বানিয়ে বসি। মজার বিষয় হচ্ছে,কফির সাথে নির্ঘুম রাতও ভালো লাগে আমার।
copyright free image source
শেষ কথা
কফি আমার জীবনের ছন্দ, কাজের প্রেরণা আর আমার অলস সময়ের সঙ্গী। এটা হয়তো সবার জন্য না।কিন্তু আমার জন্য আবেগ, অনুভূতি একটা অভ্যাস আর ভালোবাসা।
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you brother For review my post💐
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Twitter (x) promotion link
https://x.com/Jubayer687728/status/1828924017484734690?t=tlQet0Hlkikr9jFoNQSa5w&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit