I am @kuhinoor From Bangladesh.
আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভাল আছি। সর্বপরি আপনাদের মঙ্গল কামনা করছি।
আজ আপনাদের সাথে শেয়ার করব পাউডার পাফ ফুলের সম্পর্কে।
পাউডার পাফ।মণিকুন্তলা।তুলি ফুল। উদ্ভিদ তান্ত্রিক নাম Calliandra Haematocephala.এই ফুল গাছের আদি নিবাস ব্রাজিলের। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই ফুল গাছের আনাগোনা দেখা যাচ্ছে। ফুটন্ত ফুল দেখতে তুলি ব্রাশের মত উজ্জ্বল লাল রঙের রেশমি কোমল ।
অসম্ভব রকম সুন্দর এই ফুল গাছের দেখা মিলে রমনা পার্কের লেকের পাড়ে। চারপাশে ফুটে আছে আকর্ষণীয় সুন্দর এই ফুলটি।
পাউডার পাফ। ক্যালিয়ান্ড্রা (Powder puff flower) Fabaceae পরিবারের Calliandra গণের একটি ফুল গাছ। অসম্ভব রকম সুন্দরী ফুলের রূপ আছে কিন্তু সুভাষ নেই।
পাউডার পাফ সেই দলেরই একটি ফুল। সুদূর ব্রাজিলে এ ফুলটি স্থান করে নিয়েছে বাংলাদেশের বিভিন্ন গার্ডেন কিংবা পার্কে।
এই ফুলটির সাধারণত দুটি রঙের দেখা যায়। সাদা ও লাল রঙের। সাদা ও লাল ভালোভাবে লাল ফুলের রং একটু বেশি চোখে পড়ে। গাছটি দেখতে মৃতবৎ,পাতাগুলো দেখতে তেতুল পাতার মত। গাছটি মাঝারি আকৃতির গুল্ম জাতীয় বৃক্ষ।
কাণ্ড ও ডালপালা গিঁটযুক্ত এবং মেটে রঙের। নিজের এই শত শ্রী আড়াল করতে যেন প্রায় বছর ফুল ফোটে। রাজপতি ফুল দেখতে অসম্ভব সুন্দর।
ফুল গুলো দেখতে করুই ফুলের মত। ফুলের কলিগুলো গুচ্ছ আকারে একসাথে 20 -25 টি কলি থাকে। ফুলের কলি গুলো দেখতেও বেশ সুন্দর মনে হচ্ছে এটি অন্য আরেকটি ফুল।
এই গাছের হয় অনেক সুন্দর। চিকুন চিকন সিমের মত ফল আসে গেছে, এবং সেখান থেকে বীজ হয়। চারপাশে সৌন্দর্য ছড়ানোর এক অপরূপ ফুলের মহিমায়িত মণিকুণ্ডলা গাছ। রমনা পার্কে এমন সুন্দর ফুল গাছের দেখা মিলল।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহাফেজ
First of all, the flower photography you did was very good. And especially when a bee was sitting on the flower. I am really happy to see this scene.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit