ফুল প্রকৃতির সৌন্দর্য

in hive-170554 •  2 months ago 
আসসালামু আলাইকুম

ফুল হচ্ছে প্রকৃতির সৌন্দর্য ফুল ছাড়া যেন প্রকৃতিকে মানায় না। সব মানুষই ফুল পছন্দ করে। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ফুল মানুষের মন ও মানসিকতা কে প্রফুল্ল করে। ফুল হচ্ছে ভালবাসার প্রতীক। অনেকে অনেক ভাবেই ভালোবাসা প্রকাশ করে তবে ফুলের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করাটা হচ্ছে সেরা। ফুল এমন একটা জিনিস যেটা দেখলে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। তাই আমাদের সবারই উচিত বাড়িতে ফুল গাছ লাগানো। এতে যেমন বাড়ির সৌন্দর্য বাড়ে তেমনি মনও ভালো থাকে। ফুল বিভিন্ন উৎসবে সৌন্দর্য বৃদ্ধি করতে ব্যবহার করা। ফুলের ঘ্রাণে মন সতেজ হয়ে যায়। অনেকে অনেক ভাবে ফুলের বাগান করে থাকে কেউ শখের বসে কেউবা বাণিজ্যিক ভাবে। আমার ইচ্ছে আছে ফুলের বাগান করার। আমি আমাদের বাড়ির ছাদে ফুল বাগান করতে চাই। এতে করে ফুল সম্পর্কে আমার আরো ভালো ধারনা হবে। ফুল যারা ভালোবাসে তাদের মনটাও আস্তে আস্তে ফুলের মতো হয়ে যায়। অনেক ফুল আছে যা ফুলের পরে ফলে পরিনত হয়।

20240916_105541.jpg

20240916_105519.jpg
যুগের পর যুগ চলে যাবে কিন্তু ফুল যেমন এখন মানুষের পছন্দের চিরকাল এমন পছন্দেরই থাকবে। কারন সময় চলে গেলেও ফুলের যে সৌন্দর্য তা কখনো শেষ হবে। সৃষ্টিকর্তা ফুলকে এমন ভাবে তৈরি করেছে। ফুলকে আপনি যত দেখবেন ততই মুগ্ধ হবেন। ফুল নিজে মানুষকে তার দিকে আকৃষ্ট করে এটা ফুলের একটা আশ্চর্য গুন। তাই আপনি এবং আপনার পরিচিত সবাইকে ফুল গাছ লাগাতে উৎসাহিত করুন। তাহলে সবাই ফুলের সৌন্দর্য সম্পর্কে জানতে পারবে এবং ফুল গাছ লাগাবে এতে আস্তে আস্তে আমরা সবাই একটা সুন্দর শৃংখলার মধ্যে থাকতে পারবো।

20240917_170402.jpg

20240917_170349.jpg
ফুলের রানী বলা হয় গোলাপকে। গোলাপ ফুলের রানী হলেও অন্য সব ফুলও কিন্তু রানীর থেকে কম না। এক ফুল আরেক ফুলকে দেখে ঈর্ষান্বিত হয় আর বলতে থাকে কতো সুন্দর আসলে সেও জানে যে সে নিজে কতো সুন্দর। দিন দিন আমাদের সমাজে ফুলের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে কেননা ফুল সৌন্দর্য বৃদ্ধি করে ও মন ভালো রাখতে সাহায্য করে। তবে আমরা আমাদের দেশ থেকে বাহিরে দেশে ফুল প্রিয় মানুষ বেশি দেখতে পাই। তারা ফুলকে তাদের জীবনের একটা অংশ মনে করে। ফুল তাদের বাড়ির সৌন্দর্যের পাশাপাশি তাদের মর্যাদা ও বৃদ্ধি করে।

20240916_094330.jpg
ফুলের মর্যাদা অনেক বেশি তাই আমরা বিভিন্ন প্রোগ্রাম এবং ভিআইপি দের স্বাগতম জানানোর জন্য প্রথমেই ফুল দিয়ে থাকি। ফুলের সম্পর্কে যতোই বলি না কেনো সেটা কম হয়ে যায়। এক কথায় বলতে ফুল হলো আল্লাহর এক অনন্য সৃষ্টি। তাই আমরা বেশি বেশি ফুল গাছ লাগানোর চেষ্টা করবো।

আশাকরি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে এটিকে আরো সুন্দর করে তুলবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

ধন্যবাদ সবাইকে
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

The flowers are looking so good.

Thank you so much!

Loading...