রোজ রবিবার
সবাইকে স্বাগতম
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি। আজকে আমি Steem For Bangladesh কমিউনিটিতে প্রথম পোস্ট আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে আমার সারাদিনের কাজকর্ম অর্থাৎ ডায়েরী গেম নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন দেরি না করে আমার আজকের বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করা যাক:-
সকালবেলা ঘুম থেকে উঠে বাহিরে গিয়ে হাটাহাটি না করলে আমার যেন দিনটা ভাল কাটে না। তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভোরের স্নিগ্ধ বাতাসে শরীরটাকে জুড়িয়ে নিতে অনেক ভালোবাসি। সকালবেলা ঘুম থেকে উঠলেই ছোটবেলার সেই মায়ের বাণী গুলো মনে পড়ে যায়।
আগে ঘুম থেকে টেনে তুলে আমাদেরকে বলা তো সকালে উঠিয়া আমি যেন মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আমাদের বাংলাদেশের মানুষ জন বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিয়োজিত। সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখা যাবে কিছু লোক তার কাজে বের হয়েছে। আমরা সাধারণত আমাদের দেশের কোন পেশাকে আমরা ছোট বলে দেখি না। আজ কনকনে ঠান্ডা এবং প্রচুর পরিমাণে কুয়াশা আর এই কুয়াশায় মাছ ধরার জন্য ভোরবেলা বেরিয়েছে একদল জেলে।
আমরা যেখানে ঠান্ডায় কাতরাচ্ছি রুম থেকে বের হচ্ছি না এই সময় তারা পানিতে নেমে মাছ ধরবে এবং সেগুলো বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসবে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমি বাসায় ফিরে আসি এবং নাস্তা করে নেই। বাসায় টুকটাক কাজকর্ম এবং ভিডিও দেখতে দেখতে দুপুর ঘনিয়ে আসলো। দুপুরে একটু খাওয়া দাওয়া করে বাসার সাথে ঘুরাঘুরি করছিলাম পরে দেখলাম পাশের বাসার একটি বড়ই গাছে ভালোই বড়ই ধরেছে।
সেখান থেকে হাত বাড়িয়ে গাছ থেকে কয়েকটি বড়ই পারলাম। আসলে খেতে বেশ ভালোই লাগছিল অনেকদিন পর আবার সেই বড়ই এর সিজোন। এগুলো ভালোভাবে ধুয়ে তিন থেকে চারটা খেতে না খেতেই আমার দাঁতের অবস্থা পুরো শেষ। আমি আমার রুমমেট এর পরামর্শে লবণ দিয়ে দাঁত মাজি তারপর যাই হোক আমার অবস্থা একটু নরমাল হয়ে যায় আমি সবকিছু খেতে পারি। এভাবেই পেরিয়ে গেল আমার দুপুরবেলাটি এখন ঘনিয়ে আসলো বিকেল বেলা।
বিকেলবেলা একটু হাটাহাটি করে বাজারের কাছে একটি দোকান রয়েছে সেই দোকানে একটু চা খেয়ে নিলাম। চা খেলে আমি রাত্রি যাপন করতে পারি তাই আমি প্রায় চা খেয়ে আমার অর্ধেক রাত অতিবাহিত করি অনলাইন প্লাটফর্মে। চা খেয়ে শরীরটাকে একটু গরম করে নিলাম এরপর দেখি শীত বেড়েই যাচ্ছে তাই আমি একটি পান মুখে দিলাম। পান খেতে বেশ ভালোই লাগে আমি প্রায় জর্দা দিয়ে পান খেয়ে থাকি। অবশেষে ঘুরাঘুরি করার পর আমি বাসার দিকে ফিরে আসি।
তো বন্ধুরা এই ছিল আমার আজকের উপস্থাপন করা ছোট্ট একটি পোস্ট। আশা করি আপনাদের সবার ভালো লাগবে সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি সকলে ভালো থাকবেন।
ডিভাইস | Realme c15 |
---|---|
ফটোগ্রাফার | @mdparvaj |
বিষয় | ডাইরি গেম |
🙋♂️আমার পরিচয়🙋♂️ |
---|
https://twitter.com/ParvejAkter1/status/1733883417518129467?t=OmeEeyFIQ-0Y2IGLQ4vvYQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit