আমার পরিচয় মূলক পোস্ট

in hive-170554 •  last year 
"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

সুপ্রিয় শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।

সুপ্রিয় শ্রোতা, আমি আমার পরিচয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। স্টিম ফর বাংলাদেশ কমিউনিটিতে মেম্বারশিপ পাওয়ার উদ্দেশ্যে।
IMG_20230525_013055.jpg
আমিমোঃ রাসেল
পিতা মৃতবজলুর রহমান
মাতা মৃতবিউটি বেগম
ঠিকানাবরিশাল, বরগুনা, বাংলাদেশ।

আমার ঠিকানা যদিও বা বরিশালে কিন্তু আমি ছোটবেলা থেকে বড় হয়েছি চট্টগ্রামে এবং পড়াশোনা করেছি ঢাকা বিকেএসপিতে।

চট্টগ্রামে কেন আমি ছোটবেলা থেকে বড় হয়েছি কারণ: আমার বাবা মারা যান যখন তখন আমার বয়স ছিল মাত্র দেড় বছর এবং আমার মায়ের বয়স ছিল মাত্র 18 বছর। আমার মায়ের বয়স কম থাকায় আমার নানা আমার মাকে দ্বিতীয় বিবাহ দেয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে এবং কয়েক ফ্যামিলির সাথে কথাও বলে দ্বিতীয় বিবাহ দেওয়ার জন্য সেই খবর আমার মা শুনতে পেলে আমাকে নিয়ে পালিয়ে চট্টগ্রামে চলে আসে আর সেই কারণেই আমার ছোটবেলা কেটেছে চট্টগ্রামে।

FB_IMG_1625370234376.jpg
এবার বলি কেন আমি ঢাকায় পড়াশোনা করতে গেলাম: আমি খেলাধুলা খুব পছন্দ করি খেলাধুলার মধ্যে ক্রিকেট খেলাটাকেই বেশি একটা পছন্দ করি। তাই আমি ক্রিকেট বলে খেলা ধুলা করা শুরু করি। এবং আমি আমাদের চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হই। সেখানে আমি ২০০৩ এবং ২০০৪ সালে আন্ডার ১৩ খেলি। আন্ডার ১৩ খেলা চলাকালীন আমি জানতে পারি বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান আছে যেখানে খেলাধুলা শেখানো হয় এবং সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট টিমে খুব সহজেই খেলা যায়। আর সেই প্রতিষ্ঠানটির নাম হল বিকেএসপি যার ফুল নাম হলো বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান। এবার আমি বিকেএসপিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করি আলহামদুলিল্লাহ পুরা বাংলাদেশ থেকে ২০০৫ সালে ১৭ জন ছাত্র ভর্তি করা হয়েছে তার ভিতরে আমি একজন ছিলাম।

FB_IMG_1623488490948.jpg

আমি এইচ লেভেলের সর্বোচ্চ আন্ডার নাইনটিন খেলেছি এবং ঢাকা প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন খেলেছি। ২০১০ সালে একটি অ্যাক্সিডেন্টের কারণে আমার খেলাধুলার ক্যারিয়ার বন্ধ হয়ে যায়। এই সম্পর্কে এর চেয়ে বেশি কিছু আর বলতে চাচ্ছি না দয়া করে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

IMG_20230705_175907.jpg
আমার ছেলে
IMG_20230627_181657.jpg
আমার মেয়ে

যাইহোক এখন আমার ফ্যামিলিতে আমি ও আমার স্ত্রী এবং আমার এক ছেলে এক মেয়ে কে নিয়েই আমার পরিবার। যেহেতু আমার বাবা-মার দু'জনের কেউই নেই তাই তাদের কথা আর বললাম না।


আমি বিগত ২-১ বছর ধরে অনলাইনে কাজ করছি। আমি স্টিম এর সাথে পরিচিত প্রায় এক বছর এরো বেশি সময় ধরে। কিন্তু স্টিমে এখনো পর্যন্ত তেমন করে কোন কমিউনিটির সাথে কাজ করা হয়ে ওঠেনি। তাই আমি বেশ কয়েকদিন ধরে একটি কমিউনিটির সাথে কাজ করার ইচ্ছা পোষণ করছিলাম মনে মনে কিন্তু বুঝতে পারতেছিলাম না কোন কমিউনিটিতে কাজ করব বা করা যায়।

বেশ কয়েকদিন ধরে স্টিম ফর বাংলাদেশ কমিউনিটিকে আমি ফলো করছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে এই কমিউনিটি তাই আমি এই কমিউনিটিতে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু কিভাবে শুরু করব তা তো আমার জানা নেই। তাই আমি আজ ঠিক করলাম একটি পরিচয় মূলক পোস্ট করব। যেমন ভাবনা তেমন কাজ ঠিক আজ পরিচয়মূলক পোস্ট একটি করেই ফেললাম।

আমি যদিও বা স্টিম এই সাইটটার সাথে বেশ কয়েকদিন ধরে পরিচিত তারপরেও আমি বলব আমি তেমন কোন কাজ শিখতে পারিনি আমি আশা করি এই স্টিম ফর বাংলাদেশ কমিউনিটিতে যদি আমি যুক্ত হতে পারি তাহলে এখান থেকে আরো বেটার কিছু জানতে পারবো এবং এর সাথে সাথে আমার অভিজ্ঞতাও বাড়িয়ে নিতে পারবো ইনশাআল্লাহ।

FB_IMG_1625370244826.jpg

আমাকে যদি এই কমিউনিটিতে কাজ করার সুযোগ দেওয়া হয় ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে ভালো কাজ করার। আমি ভালো কাজ বলতে যা বুঝাতে চেয়েছি কোন ধরনের কপি পেস্ট পোস্ট না করে সৃজনশীল পোস্ট করব। AI টুলস ব্যবহার না করে নিজস্ব চিন্তা ভাবনা থেকে পোস্ট করব ইনশাআল্লাহ।

এই বলেই এখানে আমার পরিচয় মূলক পোস্টটি শেষ করতে চাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিচয় মূলক পোস্টটি পড়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পরিচয় মূলক পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ। তবে আমরা আপনার কাছে আপনার করা "Achievement 1" post link টি চাচ্ছি যা দ্বারা আমরা আপনাকে Steemit platform এর একজন ভেরিভাই সদস্য বলে গণ্য করতে পারব। আমাদের কমিউনিটির সাথে সংযোগ স্থাপন করতে চাইলে আপনাকে অবশ্যই "Achievement 1" post link দিতে হবে। ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তথ্যটি জানানোর জন্য। ইনশাল্লাহ আমি এচিভমেন্ট ওয়ান পোস্ট আজ বা কাল করব এর আগে আমি করিনি। এখন যদি করি তাতে কি হবে।

হ্যাঁ, আপনি এখন Achievement 1 পোস্ট Newcomers' Community তে করে তারপর Steemit platform এ কাজ শুরু করুন। কেননা এই প্লাটফর্মে কাজ করতে হলে আপনার অবশ্যই Achievement 1 post ভেরিভাই হতে হবে। ধন্যবাদ।

আমি এচিভমেন্ট ১ পোস্ট করেছি। এই হল তার লিংক https://steemit.com/hive-172186/@mdrasel442/achievement-1-or-my-identiy-or এখন কি করবো প্লিজ একটু জানাবেন ধন্যবাদ।

  ·  last year (edited)

আমাদের এডমিন @ripon0630 ভাই আপনার "Achievement 1" পোস্টটি পর্যালোচনা করে দেখবে । সব ঠিক থাকলে সে আপনাকে ভেরিভাই করে দিবে। প্রয়োজনে আমাদের ডিসকর্ড সার্ভারের সাথে সংযুক্ত হন।

আমাদের ডিসকর্ড লিংক : https://discord.gg/Yr3HKtD9S8