Better Life with Steem // Date : 15-02-2025// I Buy a Tie for me also hand Watch for my dear wife.

in hive-170554 •  4 days ago 


Assalamu Alaikum

হ্যালো স্ফটিম ফলোয়ার্স আমি @mdyousufali 🔷 বলছি বাংলাদেশ থেকে। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভাল আছেন। মহান আল্লাহতালা আমাকেও অনেক সুস্থ রেখেছেন এজন্য মহান আল্লাহতালার দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন থেকেই আমি মূলত নরসিংদী বাজারে যাব আমার একটা টাই কিনার জন্য। কিন্তু কোনভাবেই সেই সময় হয়ে উঠতেছে না। তো আজকে একরকম ভেবেছিলাম যে সকালের দিকেই নরসিংদী বাজারে যাব। কিন্তু সেই অফিস টাইম সকালবেলা উঠেই খাওয়া-দাওয়া করে অফিসে রওনা হই। যেহেতু আমার এখন এ শিফট ডিউটি চলতেছে। সেতু সকাল ছয়টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আমাকে অফিসে আমার ডিউটি পালন করতে হয়। অফিসের ডিউটি শেষে যখন আমি রুমে চলে আসি খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নেই। অতঃপর আমি প্রায় তিনটার দিকে আমার একটি টিউশনি ছিল 5 টায় সেই টিউশনিটি শেষ করে আসি। তো তারপরে মূলত আমি সন্ধ্যার দিকে নরসিংদীর উদ্দেশ্যে রওনা হই কারণ সামনের দিকে আমার ভাইবার চলে আসতেছে। যেত আমার গ্রাজুয়েশন কমপ্লিট সে তো আমার একটা নির্দিষ্ট ফরমাল ড্রেস আপের প্রয়োজন যে কারণে মূলত একটা টাই কেনার খুবই প্রয়োজন ছিল।
ছবিটি এডিট করেছিলাম আমার নিজস্ব ফোন দিয়ে।
মাগরিবের নামাজ শেষ করে গেলাম নরসিংদী রেলওয়ে স্টেশন মার্কেটে। তো মার্কেটে আশেপাশে অনেক পরিচিত দোকানদার সেখানে অনেক ফ্রেন্ড সার্কেলরাই থাকে তাদের সাথে গিয়ে কিছু সময় খুনসুটি আড্ডা। সবশেষে এক আংকেল ছিল পরিচিত সেই আঙ্কেলের দোকানে গিয়ে হাজির। আঙ্কেলকে একটা টাই দেখানোর জন্য বলি তো আঙ্কেল মোটামুটি আমাকে অনেকগুলো কালারের টাই দিয়ে দেয় সামনে। তো আমি সেখান থেকে একটা টাই পছন্দ করি কিন্তু সেইটাই টি। কালারটি পছন্দ না হওয়ার কারণে আঙ্কেলকে পুনরায় আমার নতুন কোনটাই দেখাতে বলে। তারপর উনি একটা বক্সের মধ্যে কিছু টাইপ হয়েছে সেই টাইগুলো বের করে দেয়। তারপর সেখান থেকে দেখতে দেখতে একটা নেভি ব্লু কালারের টাই পছন্দ হয়ে যায় তারপর সেটা আঙ্কেলের সাথে দামাদামি করি। এরপরে মূলত সেই টাইটি ক্রয় করেনি তারপর আঙ্কেল নিজেই সেই টাইটি নিজের গলায় পরিয়ে আমাকে দেখাচ্ছে আসলে দেখতে কেমনটা হবে। এ ফাকে আমি একটা ফ্রিতে টাই বাধা শিখে গেলাম আঙ্কেলের কাছ থেকে।
ফাইনালি এই টাই টি আমি আমার জন্য পছন্দ করি না।
মুরব্বি চাচা নিজেই টাই টি বেঁধে পরিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছেন
তো নরসিংদী রেলওয়ে স্টেশনের মধ্যে এই আঙ্কেলের দোকানটি অনেকটাই ভিআইপি স্টাইল আমার মনে হয়। কারণ এখানে এক একটা শার্টের পিস 2000 থেকে শুরু করে ৩ হাজার ৪ হাজার ৫ হাজার পর্যন্ত। এবং আঙ্কেলকে জিজ্ঞেস করি আসলে একটা স্যুট এবং একটা কোড সেলাই করতে সেখানে কত টাকা লাগে। তো উনি মোটামুটি অনেকটাই highest একটা এমাউন্ট বলে দিল যে এমাউন্টটা দিয়ে আসলে। সুদ কোট টাই পরার মত বয়স এখন আমার হয়ে ওঠেনি কারণ আমি ওই লেভেলের উপার্জন করতে এখনো পারিনা। তারপর অযথা কথা না বলি এই টাইটি ৩৫০ টাকা দিয়ে ক্রয় করে নিয়ে তারপর সেখান থেকে বিদায় হয়ে চলে আসি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আঙ্কেল অনেক মজার মানুষ তিনি কথায় কথায় অনেকটাই মজা দিয়ে থাকেন। দোকানের মধ্যে আঙ্কেলের এক ছেলে আছেন উনি বসেন তো উনার সাথে একটু কথা বলি। উনারা একটা শার্ট সেলাই করা খরচ নেন ৫০০ টাকা একটা পেনশিয়ালি করার খরচ ৬০০ টাকা যেটা অন্যান্য মার্কেটে চেয়ে অনেক বেশি। এত হাই রেঞ্জ দিয়ে শার্ট সেলাই করা যদিও ৫০০ বা ৭০০ টাকার মধ্যে সেলাই করা হয় কিন্তু ফেব্রিক ক্রয় করতে গেলে আবার দুই থেকে তিন হাজার টাকা ৪ হাজার টাকা পর্যন্ত লাগবে এমন এক একটা পিসের দাম। যাই হোক তারপর আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি একটা ঘড়ির দোকানে।
আমি তো অবাক
একটা হাত ঘড়ি কিনেছিলাম আমার প্রিয়জনকে গিফট দেওয়ার জন্য।
তো অনেকদিন দেখি একটা হাত ঘড়ি কেনার কথা চলতেছে কিন্তু সময় হলে ওঠেনি। সময় যেহেতু অমূল্য সম্পদ তাই সময় কোন দিক দিয়ে চলে যায় কেউ বলতে পারে না যে কারণে মূলত একটা ঘড়ি আমরা ব্যবহার করে থাকি। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আজকে যে ঘড়িটি কেনার জন্য গিয়েছিলাম সেটি ছিল একটা লেডিস ঘড়ি। দীর্ঘদিন থেকে একটা ঘড়ি গিফট করার প্লান ছিল আমার তো আজকে মূলত একটা ঘড়ি কিনেছিলাম সেই আমার প্রিয়া তোমাকে দেওয়ার জন্য। মূলত অন্যান্য জিনিসের তুলনায় ঘড়িটাকে অনেকটাই পছন্দ করে। তারপর একটা ঘড়ি মোটামুটি দামের মধ্যে একটা ঘড়ি কিনে নেই এরপর সেখান থেকে রওনা হই বাজারে চলে আসি। তো বড় বাজারে আসার পরে আমার একটা শার্টের পিসির প্রয়োজন ছিল কিন্তু সেখানেই কয়েকটা দোকান ঘড়ি, দু একটা দোকান করার পরেও সেখানে কোন ভাবেই কোন কালার বা কোন চিকিৎসরাই পছন্দ হয়ে উঠতেছে না। যে কারণে মূলত সেখান থেকে কাপড় না নিয়ে বের হয়ে আসি এবং। হালকা কিছু খাওয়া-দাওয়া করি নাস্তা করে এরপর সেখান থেকে রুমের দিকে রওনা হয়। আসলে এই ছিল আমার আজকের এই শপিং আমার এই দিনটি অনেক সুন্দর কেটেছে অনেক ভালো কেটেছে অনেক আনন্দের সাথে কেটেছে।
কাপড়ের দোকান,অনেক সুন্দর সুন্দর স্টাইল বাজিয়ে কি স্টাইপ সবমিলেই এই দোকানে ফেব্রিক গুলো পাওয়া যায়।


THANKS ALL

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!