হ্যালো, কেমন আছেন সবাই? আশাকরি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তবে আজকের ব্লগটি অন্য রকমের হবে আজ স্টিম নিয়ে আলোচনা করবো।
স্টিম হল একটি পাবলিক ডেলিগেটেড প্রুফ-অফ-স্টেক ব্লকচেইন অবকাঠামো। স্টিমের প্রতীক হলো STEEM। স্টিম সর্বপ্রথম ২৪/০৩/২০১৬ তারিখে প্রকাশিত হয়। স্টিম ব্লকচেইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকে। স্টিম হলো বহুল জনপ্রিয় ইউজার-ইন্টারফেস Steemit-এর অন্তর্নিহিত ব্লকচেইন।
যে সকল মানুষ ক্রিপ্টোকারেন্সি বা তাদের দৈনিক কাজ কর্ম বা বিভিন্ন প্রতিযোগিতা অংশ নিয়ে নিজের মতো করে তাদের কন্টেন্ট তৈরি করে তাদের স্টিম কয়েন পুরস্কৃত করে উৎসাহিত করা হয়। Steemit প্ল্যাটফর্মের অতি উচ্চ পর্যায়ের ব্যবহারকারীদের আপভোটের মাধ্যমে যেসব পোস্ট জনপ্রিয়তা পায় তারাই স্টিম পেয়ে থাকে। এতে উন্নত মানের কন্টেন্ট তৈরিতে ব্যবহারকারীররা উৎসাহিত হয়।
সাধারণত স্টিম-চালিত প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা তাদের বিষয়বস্তু নির্মাতা এবং কিউরেটররা তাদের পোস্টে বিষয়বস্তুর মানের উপর তাদের রাজস্ব পেয়ে থাকেন। কন্টেন্ট ক্রিয়েটররা সাধারণত স্টিমের সাথে সাথে STEEM ব্লকচেইন ডলার SBD উপার্জন করে থাকেন। তবে যাদের আপভোটের কারণর কন্টেন্ট ক্রিয়েটররা উপার্জন করে থাকেন তারাও মোট আয়ের একটি অংশ পেয়ে থাকেন।
Steemit প্ল্যাটফর্মের রাজস্ব প্রদানের নীতিটি হলো কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতিটি বিষয়বস্তুতে উৎপন্ন মোট আয়ের পরিমাণের উপর নির্ভর করে তাদের স্টিম পাওয়ার ও টোকেন প্রদান করা হয়। তবে একজন ব্যবহারকারীরর যত বেশি স্টিম পাওয়ার সংগ্রহে থাকবে বা তার একাউন্টে থাকবে তার আপভোটের মান ততো বেশি হবে। স্টিম ব্লকচেইনের মধ্যে তিনটি টোকেন রয়েছে সেগুলো হলো স্টিম টোকেন, স্টিম পাওয়ার এবং স্টিম ব্লকচেইন ডলার।
স্টিম একাউন্ট একক একাউন্ট হিসেবে কাজ করে থাকে। স্টিমের পণ্য এবং পরিসেবা সাধারণত পিয়ার-টু-পিয়ার লেনদেন হয়ে থাকে। স্টিম পাওয়ারের মাধ্যমে স্টিম একাউন্টের লেভেল বৃদ্ধি পায়। স্টিম ব্লকচেইন ডলার যা সহজে বিনিময় করা যায়। স্টিম ব্লকচেইন ডলার টোকেনের পরিমাণ ১ ডলার সমপরিমাণ প্রতিনিধিত্ব করে। এছাড়া ট্রোন টোকেনও প্রদান করে। যা অন্য ব্লকচেইন দিয়ে নিয়ন্ত্রিত হয়। প্রতিটি টোকেনের পরিমাণ প্রায় স্টিমের ৫ শতাংশ সমপরিমাণ প্রতিনিধিত্ব করে।
Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.Very nicely presented and your photography was awesome vote and comment each other best of luck.
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit