আশা করি, আপনারা সকলে আল্লাহ্র রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহ্র রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজ আপনাদের জন্য একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগে আমি আজকের সারাদিনের ভালো মুহুর্তগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনারা আমার ব্লগটি পছন্দ করবেন। তাহলে দেরি না করে শুরু করি, সর্বপ্রথম সকালের কথা বলি। আমার যেহেতু এখন ইউনিভার্সিটি বন্ধ তাই সকালের ঘুম থেকে একটু দেরি করে উঠি।তবে এই সুখ বেশি দিন আর থাকবে না। কারণ আগামী রবিবার হতে আমার ইউনিভার্সিটির ক্লাস শুরু হতে যাচ্ছে। তবে এবার একটি জিনিস ভালো হয়েছে আমার ক্লাসগুলো প্রতিদিন সকাল ১১ টা হতে শুরু হবে।
যাইহোক, আমি আজ সকালে ঘুম থেকে উঠি তখন প্রায় সকাল ১০ টা ৫০ বেজে গেছে। যথারীতি ঘুম থেকে উঠে কিছুসময় মোবাইল নিয়ে ফেসবুকে যাই। ফেসবুকে খবরা-খবর দেখে কিছু সময় অতিবাহিত করে উঠে পড়ি। এরপর ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখি আম্মু নাস্তা দিয়েছে। নাস্তাতে ছিলো দোকানের নানরুটি এবং গরুর নলার ঝোল। গরুর নলার নিহারিটা আমাদের ঘরেই তৈরি করা হয়েছে। সকালের নাস্তা খাওয়া শেষ করে কম্পিউটারটা নিয়ে বসি।
কম্পিউটারটা কিছু কাজ ছিলো সেগুলো শেষ করতে করতে দুপুর হয়ে যায়। এরপর দুপুরে গোসল করলাম এবং দুপুরের খাবার খেলাম। দুপুরের খাবারে ছিলো গরুর গোশ এবং সেই নিহারি। দুপুরে খাবার খেয়ে হালকা একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে আমার এক বন্ধুর সাথে নদীর পাড়ে ঘুরতে যাই। বিকালে নদীর পড়ের দৃশ্য অপূর্ব। তাছাড়া নদীর পাড়ের বাতাস মন ভালো করে দেয় এবং মনকে সতেজ করে তুলে। আমরা নদীর পড়ে কয়েকটা ছবি তুলি। এরপর আমরা নদীর পাড়ে বসে আডডা দিলাম। এরপর যখন মাগরিবের আযান দিচ্ছে আমরা বাসায় ফিরে এলাম।
বাসায় ফিরে বিকালের নাস্তা করলাম। এরপর আবার কম্পিউটারটার নিয়ে বসে পড়লাম। কম্পিউটারটা কিছু কাজ করলাম সাথে ইউটিউবে গান শুনলাম। এরপর কাজ শেষে Netflix এর একটি ওয়েব সিরিজ দেখলাম। ওয়েব সিরিজের নাম ছিলো Sins of our Mother। ওয়েব সিরিজটি দেখা শেষ করে রাতের খাবার খেলাম। এরপর এই ব্লগটি লিখতে বসলাম এবং লেখা শেষ হলে Netflix এর আরো একটি ওয়েব সিরিজ দেখবো। ওয়েব সিরিজটির নাম Heart break high। ওয়েব সিরিজটি দেখা শেষ করে কিছু সময় ফেসবুক চালিয়ে তারপর ঘুমিয়ে যাবো।
এই ছিলো আমার আজকের দিনের ব্যস্ততা। ব্যস্ততা বললে ভুল হবে ভার্সিটি অফ থাকার কারণে অলস সময় কাটাচ্ছি।
Device Name | Hawai Nova 3i |
---|
Location | Mohora, Chittagong |
---|
Credit | @mijan4509 |
---|
Date | 14 September 2022 |
---|
@carepoint70 Is that your another account?
Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much,
No sir, I have only one account.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছবি গুলোতে স্থানের নাম দাও।আর লোকেশন লিংক দাও। আর আএচিভমেন্ট১ এর লিংক পোস্টে নিচে যুক্ত কর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Photos Information e location dawa hyse & location link skip krsi
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit