পারিবারিক শান্তি...
আপনার পরিবার আপনার কাছে সবকিছু। তেমনি আপনিও পরিবারের অনেক কিছু। যেটা কোনো, একক শব্দে প্রকাশ করা কোনভাবেই সম্ভব না। সুতরাং আপনি যেভাবেই চান পরিবার সেভাবেই বেড়ে উঠবে।
বাবার উপস্থিতি
একজন বাবা সেটা পরিবারের বট বৃক্ষ। যেটা কোনভাবেই অস্বীকার করা যায় না। বাবার প্রধান লক্ষ উদ্দেশ্য হচ্ছে, তাঁর পরিবারের নিরাপত্তা আর শান্তি।
১)
নিরাপত্তা একজন বাবা সকল বিপদাপদ থেকে পরিবারকে কিভাবে নিরাপদে রাখা যায় সেটাই ভাবেন সারাক্ষণ। কারণ পরিবারটাই যে, উনার সবকিছু।
২)
শান্তির জন্য একজন বাবা তাঁর জীবনটাই বিসর্জন করে দেয়,শুধুমাত্র পরিবারকে শান্তি দিবে বলে। কখনো বাবারা নিজের সখকে প্রাধান্য দেয়না সবকিছুতে তাঁর পরিবার।
বাবারা নিজের রক্তকে ঘাম বানিয়ে,হাড় ভাঙ্গা পরিশ্রম করে শুধুমাত্র পরিবারের হাসি দেখার জন্য।
কিন্তু দিনশেষে অধিকাংশ বাবা'রাই সন্তানের হাতে নির্যাতিত হয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে চোখেরজল পেলে। আল্লাহ সকল বাবাদের কবুল করে নিও।
বড় ভাই
বাবার পর যে, মানুষটা দিকহারা পরিবারের হাল ধরেন,উনিই হচ্ছেন প্রিয় বড় ভাই। বড় ভাইয়েরা অনেক অপরিপক্ব অবস্থায় পরিবারকে আগলে রাখতে শুরু করে।তাদের যে,অভিযোগ, অভিমান,ক্ষোভ কাউকে না পারে দেখাতে,না পারে সইতে। দুঃখ লুকিয়ে ঠিকই বাবার ভূমিকা রাখতে হয়। এটাই প্রিয় বড় ভাই।
পরিবারের শান্তি শৃঙ্খলা
একটা পরিবার এতো সহজে বেড়ে উঠেনা। পরিবার বাবা,মা আর বড়দের নিরলস পরিশ্রমে এগিয়ে যায়। এঁদের অবদান অনস্বীকার্য। এদের সীমাহীন পরিশ্রম, অর্থ,বুদ্ধিমত্তার তত্ত্ববধানে পরিচালিত হয় একটি সুখী পরিবার। এতে জড়িতে সবার পরিশ্রম,অর্থ,মেধা,ধৈর্য্য। আল্লাহ সবাইকে পরিবারের স্বার্থে নিজেদের কবুল করে নিক আমিন।
অন্যান্যদের ভূমিকা
সবার উচিৎ সবকিছু ঠান্ডা মাথায়,একদম বুঝেশুঝে অন্যান্য সবাইকে প্রাধান্য দিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া। বিশেষ করে বড়দের সম্মান দেওয়া। উনাদের মতামতের উপর ভিত্তি করে কাজ করা। বড়রা ছোটরা উনাদের সাথে পরামর্শ করুক।
কারণ এই যৌবন শেষ করে আজ প্রবীণ। নিঃসন্দেহে উনাদের অভিজ্ঞতার শেষ নেই। উনাদের কোনভাবেই অবহেলা কাম্য নই। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক।
Copyright Free Image Source: Pixabay
বড়ভাই
পরিবারের আরেক শক্ত বটবৃক্ষ হচ্ছে এই বড় ভাই।
আমরা অনেকে এই বড় ভাইয়ের অবদান স্বীকার করিনা,দিনশেষে ভুলেই যায়। কিন্তু উনিও বাবার সমান একজন না হলেও কাছাকাছি। আবার অনেক সময় বাবার চেয়ে উনার অবদান বেশি হয় এমনই।
Copyright Free Image Source: Pixabay
ঐক্যবদ্ধ
পরিবারের সবাইকে, সর্বদা গ্রহণযোগ্য একমতের উপর ভিত্তি করে চলতে হয়,সবাই সুবিধার্থে। এতে করে গড়ে উঠে সুন্দর একটি পরিবার।
Copyright Free Image Source: Pixabay
একাকীত্ব
একলা কেউ, কখনো থাকতে পারে না। সর্বদা পরিবারকে সাথে নিয়েই বাঁচতে হয়। একাকী বেঁচে থাকার স্বপনে বিভোর হলে,মাঝপথে সবাইকে হারাতে হয়।
আল্লাহ সবাইকে সহীহ বুঝ দান করুক আমিন।
My Achievement1 Post Link Here.
Edit your post and Submit your achievement-1 link in the post below.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ok brother added There...
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@ripon0630 added.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit