আজ আপনাদেরকে আমার একটা কষ্টের দিনলিপি বর্ণনা করবো। এটা পড়লে, আপনি কিছুটা হলেও এই দেশের আমলাতান্ত্রিক জন দুর্ভোগ নিয়ে, কিছুটা হলেও ধারণা নিতে পারবেন।
চলেন,শুরু করা যাক...
আমার আজকের দিনটা শুরু হয় যথারীতি সকালে নামাজের মাধ্যমে এরপর একটু ঘুমায়। ৮টায় উঠে তাড়াহুড়া করে চলে যায়,বাস স্টেশন। গন্তব্য কক্সবাজার শহর। সাধারণত আজকে যেহেতু শেষ কর্ম দিবস তাই তাড়াহুড়া করে গেলেও কাজের কাজ কিছুই হলো না।
বাংলাদেশের যে,আমলাতান্ত্রিক দুর্ভোগ তা অসহ্যের বাহিরে চলে গেছে। আমি আজকে কক্সবাজার গেলাম অনেক দিন আগে একটা আমার জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য আবেদন করেছিলাম। সেটা আবেদন অনেক দিন পেন্ডিং থাকার পর সাধারণত কাট-খড় ফুড়িয়ে (বাকিটা বুঝে নিয়েন) সেটাকে ঢাকা থেকে কক্সবাজার নিয়ে আসলাম।
জেলা নির্বাচন অফিসে আজ সহ দুইবার গেলেও একবারও কাজের কাজ কিছুই হলো না। সারাটা দিন তো লস, সেই সাথে টাকা,সময়,সব লস। নির্বাচন অফিসার থাকলে আমার মাত্র দুই মিনিটের কাজ। অথচ আজ অনেকদিন যাবত, কোন সুরাহা হচ্ছে না।
আমার জন্ম সালের একটা সংখ্যা পরিবর্তন করতে না পারায় আমি অনেক দিন অনেক, সমস্যায় আছি। এরকম বাংলাদেশে লাখ লাখ মানুষ বিপদে আছে। সাধারণত এসব কাজ একটু মনযোগী হলে ১ মাসে সব সমাধান করা সম্ভব। অথচ এই অবহেলার কারণে মানুষ কি পরিমাণ কষ্টে আছে,সেটা যদি উপর মহল বুঝতো।
গেলাম নির্বাচন অফিসে দেখি,কোন সিনিয়র অফিসার বসেনাই। যথারীতি আজকেও ফিরে আসতে হলো।
এরপর আমি আর মাইনুল ভাই বের হয়ে,পাশে একটা ভালো মানের নাস্তার দোকানে ঢুকে নাস্তা করে,আমি ঈদগাহ আর মাইনুল ভাই, আমার বড় ভাই তাকে রামুতে বিদায় দিয়ে,বিষণ্ণতা নিয়ে চলে এলাম বাসায়।
এসে যোহর আদায় করে,খেয়ে একটা ঘুম দিলাম, পরে মাগরীবের পর আমার একটা টিউশন থেকে কল দিচ্ছে যাওয়ার জন্য। এদিকে বাসায় আপুরা নাস্তা বানাচ্ছে। এগুলা খেয়ে চলে গেলাম টিউশনিতে।
এরপর এশারের নামাজ শেষে,বাসায় ফিরে,,এই কমিউনিটির জন্য লিখতে বসলাম।আমার প্রিয় কমিউনিটি। এইভাবে খুব সহসায়,আমার আজকের দিনের সমাপ্তি।
সবাই ভালো থাকবেন,দোয়া করবেন,পাশে থাকবেন আল্লাহ হাফেজ।
Design By Canva and Picsart. |
---|
আজকে কাজ ছিলো নির্বাচন অফিসে,উপরের মূল অংশে বিস্তারিত জানাচ্ছি।
Location Source is w3w, Link Here...↑ |
---|
আমার প্রিয় ভাইয়ের ব্যাপারে উপরের অংশে জানাচ্ছি।
Location Source is w3w, Link Here...↑ |
---|
Location Source is w3w, Link Here...↑ |
---|
সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।
Location Source is w3w, Link Here...↑ |
---|
Your post is very well presented. The moment spent with all the family was very nice. Good luck to you. Thank you for sharing your beautiful post with us.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing the post, improve the quality of your post and stay original and avoid plagiarism.
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thanks a lot for report.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit