Cover Photo Design By: Canva Apps. |
---|
আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ব্যস্ততম দিনের তিক্ত অভিজ্ঞতার দিনলিপি।
শুরু করা যাক...↓
ইদানীং অসুস্থতার মধ্যেও খুব ব্যস্ততম দিন পার করতেছি। মন দিল ভালো নেই। তাও সব কিছু চালিয়ে নিতে হচ্ছে। কী পরিমাণ প্রেশারে আছি আমি আর আল্লাহ জানে।
তাও চেষ্টা করি সবকিছু ঠিকটাক মতো করতে। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো আছি।
পুরা দিনটা খুবই তিক্ত এবং বিরক্তিকর অবস্থায় কেটেছে। বলা যায় একপ্রকার অসহ্য লেগেছে। কিন্তু সহ্য না করেও উপায় নেই।
আমি আর মা সম্প্রতি উমরাহ্ করার সিদ্ধান্ত নিয়েছি। সেজন্য এই কয়েক দিন ধরে কাগজপত্র জোগাড় করতে যে, একটা বিরক্তিকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। তা বলে বুঝানো যাবে না।
সকালে মাহফিলের জন্য দাওয়াত দেওয়া আর কালেকশন করা এটা নিয়ে প্রায় দিনের অর্ধেক চলে যায় ব্যস্ততায়। এরপর অন্যান্য কাজে মন দিতে যে, পরিমাণ ক্লান্তি সেটা আরেকটা প্যারা। সকালে দ্রুত কাজ শেষ করি।
এরপর ইউনিয়ন পরিষদে গিয়ে একটা প্রত্যায়ন পত্র আর চেয়ারম্যান সার্টিফিকেট নিতে যে,পরিমাণ প্যারা নিতে হয় তা গ্রামের মানুষ হারে হারে বুঝে।
বিশেষ করে আমাদের কক্সবাজার এর মানুষ খুব প্যারায় আছে,বিভিন্ন সরকারী সেবা নিয়ে। যেহেতু এগুলা সরকারী সেবার আওতাধীন জনগণের অধিকার হলেও এটা নিয়ে কথা বলা সমীচিন নই তাই বলছি না।
এরপর বাকিটা দিন সেখানেই কাটায় দিলাম তারপর বাসায় আসি। আমি আগেই বন্ধুর পরিবারকে দাওয়াত দিছিলাম,যেহেতু এরা পারিবারিক উমরাহ্ করতে যাচ্ছে,তাই আমি একান্ত তাঁদের দাওয়াত দিলাম। আমি বাসায় না থাকলেও আম্মুকে সবকিছু জানিয়ে দেওয়া হয়ছে।
সে মতে উনি সবকিছু রেডি করতেছে। আমি মাকে দায়ীত্ব দিয়ে নিরাপদে ছিলাম। আমি বাসায় আসি সন্ধায়। এরপর উনারাও চলে আসে। সবাই মিলে আড্ডা আর নাস্তা। এরপর সবাই মিলে রান্নাটা সেরে পেলে।
যেহেতু ব্যস্ত আর ক্লান্ত তাই কোন টিউশন করা হয়নি। সব মিলিয়ে কোনরকম ভালোই চলে যাচ্ছে দিনগুলি।
এরপর সবাই মিলে খুব মজা করে,খাওয়া দাওয়া করে উনাদের বিদায় দিলাম, তারপর মোবাইল চালিয়ে ঘুমায় পড়ি।
সবাই ভালো থাকবেন,আমার জন্য দোয়া করবেন।
কী পরিমাণ প্যারা উপরে বলছি।
Location is Source: w3w Link Here. |
---|
বিস্তারিত মূল অংশে জানাবো।
গতকালকের আপনার কাটানো দিনটি বেশ ব্যাস্ততম দিন ছিল তা আপনার ফটোগ্রাফি এবং উপস্থাপনের মধ্যে বুঝা যাচ্ছে। যাইহোক কাজের মধ্যে ব্যস্ত থাকার মধ্যেও আলাদা আনন্দ আছে। আপনার জন্য শুভকামনা রইল😊।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thank you so much... for nice comment.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing the post, improve the quality of your post and stay original and avoid plagiarism. Please up vote and comment each other increase engagement.
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thanks a lot for reall reviwe report .
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You have been very busy all day.Thank you so much for sharing the post with us.Good luck.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সাপোর্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit