THE DIARY GAME, 30 October 2022 | The story of a Busy day.

in hive-170554 •  2 years ago 
আমার ব্যস্ততম দিনলিপি...↓
20221030_184308_0000.pngCover Photo Design by Canva Apps.
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্। প্রিয় স্টিমবাসী আশাকরি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আপনাদের আরেকটি ব্যস্ততম দিনের দিনলিপি বলতে চাই। জানি কেউ দেখবেন ও না আবার কেউ সাপোর্ট দিবেন না। তাও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

চলেন শুরু করা যাক...↓
আপনারা হয়তো জেনে থাকবেন আলহামদুলিল্লাহ আমি সকাল শুরু করি ফজরের নামাজের মধ্য দিয়ে।
আজো এর ব্যাতিক্রম নাহ। নামাজ পড়ে,বাসায় এসে পড়তে বসলাম।

এরপর নাস্তা করে দিলাম একটা ঘুম।
একজনে কল দিয়ে ডেকে দিলো দোকানে খেলা দেখার জন্য। আপনারা তো জানেন আজকে বাংলাদেশ জিম্বাবুয়ের বিরুদ্ধে এক কঠিন জয় ছিনিয়ে আনলো। এজন্য অভিনন্দন টাইগারদের।

পরে আর বাহির হয়নি,খুব বেশি ইমার্জেন্সি না হলে আমি বাসার বাহিরে যায় না।
এরপর খেলা দেখলাম বাসায়। খেলার ঠিক শেষের দিকে চরম উত্তেজনা কাজ করতেছে,লাস্ট ওভার কী চমৎকার একটা খেলা দেখায়লো বাঙালী।

যাক খেলা দেখে নামাজ পড়ে একটূ পড়তে বসছিলাম। আমার একটা এক্সাম আছে সামনে এটার জন্য।
পড়া শেষ করে আবার ঘুম এর পর আছরের সালাত আদায় করে বাসায় এসে আরেকটু মুবাইল টিপাটিপি করে,মাগরীবের পর আমার সামনের বাসায় কিছু পিচ্ছি পড়ায় আজকে তাদের দেখালাম এখানে।

এদের আরবি এবং জেনারেল দুই দিকের বিষয়ে আমি পড়িয়ে থাকি। আজকে এদের একজন নানাবাড়ি বেড়াতে যাওয়াতে আপনাদের দেখানো যায়নি। সাধারণত এরা খুব কম অনুপস্থিত থাকে। যা অনুপস্থিত আমিই থাকি।

এদের পড়ানোর পর এশারের পর আমার আর কতগুলা প্রিয় শিক্ষার্থী দেখেন। বাকি সময়টা এদের জন্য বরাদ্ধ। আমি এদের ১.৩০ মিনিট সময় দি। এরা আছে ১৬ জন। মাঝেমধ্যে বাড়ে আবার কমে যায়।

এদের পড়ানোর পর রাত প্রায় ৯টা ৩০এ বাসায় ফিরে আপনাদের জন্য দিনলিপি লিখতে শুরু করি। এটা লিখা একটা নিয়মিত রুটিন হয়ে গেছে। আপনাদের সাথে দিনের কার্যক্রম লিখতে,শেয়ার করতে ভালো লাগে। আপনারা তো আমার আরেকটা ভালোবাসার পরিবারের মতো।

আমি সর্বদা চেষ্টা করি উপর মহলের সকল রুলস মেনে, সবকিছু ঠিকটাক মতো দিয়ে তারপর সুন্দর একটা পোস্ট রেডি করার জন্য। এই লেখাটা শেষে খাওয়াদাওয়া করে,তারপরও ঘুমের প্রস্তুতি নেবো ইনশাআল্লাহ।

সবাই ভালো থাকবেন,সুস্থ্য থাকবেন আল্লাহ হাফেজ।

20221030_182825.jpg

এরা আমার ফুফাতো ভাইয়ের মেয়ে। এদের পড়াচ্ছি আজ প্রায় ৪ বছর যাবত।

20221030_183218.jpg20221030_182644.jpg
Location is My House Source: w3w.
আমার প্রিয় শিক্ষার্থী...↓
আমার যখন মন খারাপ হয় তখন এদের পড়াতে গেলে সত্যি মনটা ভালো হয়ে যায়। এই যে, কোমলমতি ফুলের মতো শিক্ষার্থী গুলা আমি এদের আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করে,একটা সুন্দর পরিবেশ তাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমি চাই দিনের পথে,ইসলামের জন্য কাজ করুক। দেশের জন্য কাজ করুক। সমাজের জন্য কাজ করুক।

আপনারা দোয়া করবেন। আল্লাহ যেনো এদের কবুল করে নেয়। আমিন।

20220823_211258.jpg20220820_215914.jpg
20220719_214702.jpg20220719_214514.jpg

এরা খুব ভালোবাসে আমাকে।

20220719_214509.jpg20220719_214502.jpg
Location is Source: w3w Link Here.
ধন্যবাদ সবাইকে
PicsArt_10-18-03.55.53.jpg
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing the post, improve the quality of your post and stay original and avoid plagiarism. Please up vote and comment each other increase engagement.

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25NO
Support Community 10 %
Voting CSI7.4 ( 0.00 % self, 113 upvotes, 32 accounts, last 7d )
Period31/10/22
Transfer to VestingPowerUp : 28.242 STEEM
Cash Out
0
ResultClub75

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application