Cover Photo Design by Canva Apps. |
---|
চলেন শুরু করা যাক...↓
আপনারা হয়তো জেনে থাকবেন আলহামদুলিল্লাহ আমি সকাল শুরু করি ফজরের নামাজের মধ্য দিয়ে।
আজো এর ব্যাতিক্রম নাহ। নামাজ পড়ে,বাসায় এসে পড়তে বসলাম।
এরপর নাস্তা করে দিলাম একটা ঘুম।
একজনে কল দিয়ে ডেকে দিলো দোকানে খেলা দেখার জন্য। আপনারা তো জানেন আজকে বাংলাদেশ জিম্বাবুয়ের বিরুদ্ধে এক কঠিন জয় ছিনিয়ে আনলো। এজন্য অভিনন্দন টাইগারদের।
পরে আর বাহির হয়নি,খুব বেশি ইমার্জেন্সি না হলে আমি বাসার বাহিরে যায় না।
এরপর খেলা দেখলাম বাসায়। খেলার ঠিক শেষের দিকে চরম উত্তেজনা কাজ করতেছে,লাস্ট ওভার কী চমৎকার একটা খেলা দেখায়লো বাঙালী।
যাক খেলা দেখে নামাজ পড়ে একটূ পড়তে বসছিলাম। আমার একটা এক্সাম আছে সামনে এটার জন্য।
পড়া শেষ করে আবার ঘুম এর পর আছরের সালাত আদায় করে বাসায় এসে আরেকটু মুবাইল টিপাটিপি করে,মাগরীবের পর আমার সামনের বাসায় কিছু পিচ্ছি পড়ায় আজকে তাদের দেখালাম এখানে।
এদের আরবি এবং জেনারেল দুই দিকের বিষয়ে আমি পড়িয়ে থাকি। আজকে এদের একজন নানাবাড়ি বেড়াতে যাওয়াতে আপনাদের দেখানো যায়নি। সাধারণত এরা খুব কম অনুপস্থিত থাকে। যা অনুপস্থিত আমিই থাকি।
এদের পড়ানোর পর এশারের পর আমার আর কতগুলা প্রিয় শিক্ষার্থী দেখেন। বাকি সময়টা এদের জন্য বরাদ্ধ। আমি এদের ১.৩০ মিনিট সময় দি। এরা আছে ১৬ জন। মাঝেমধ্যে বাড়ে আবার কমে যায়।
এদের পড়ানোর পর রাত প্রায় ৯টা ৩০এ বাসায় ফিরে আপনাদের জন্য দিনলিপি লিখতে শুরু করি। এটা লিখা একটা নিয়মিত রুটিন হয়ে গেছে। আপনাদের সাথে দিনের কার্যক্রম লিখতে,শেয়ার করতে ভালো লাগে। আপনারা তো আমার আরেকটা ভালোবাসার পরিবারের মতো।
আমি সর্বদা চেষ্টা করি উপর মহলের সকল রুলস মেনে, সবকিছু ঠিকটাক মতো দিয়ে তারপর সুন্দর একটা পোস্ট রেডি করার জন্য। এই লেখাটা শেষে খাওয়াদাওয়া করে,তারপরও ঘুমের প্রস্তুতি নেবো ইনশাআল্লাহ।
সবাই ভালো থাকবেন,সুস্থ্য থাকবেন আল্লাহ হাফেজ।
এরা আমার ফুফাতো ভাইয়ের মেয়ে। এদের পড়াচ্ছি আজ প্রায় ৪ বছর যাবত।
Location is My House Source: w3w. |
---|
আপনারা দোয়া করবেন। আল্লাহ যেনো এদের কবুল করে নেয়। আমিন।
এরা খুব ভালোবাসে আমাকে।
Location is Source: w3w Link Here. |
---|
Thank you for sharing the post, improve the quality of your post and stay original and avoid plagiarism. Please up vote and comment each other increase engagement.
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit