বাহ্ আপনার ছাঁদ বাগানে দেখছি খুব সুন্দর সু্ন্দর ফুলের গাছ রয়েছে।খুব ভালো লাগলো আপনার ড্রাগন ফলের গাছে কলি দেখে।ইনশাআল্লাহ পরেরবার থেকে গাছটি ফল দেওয়া শুরু করবে।
রেইন লিলি আর কাটা মুকুট ফুলকে পেছনে ফেলে আমার নজর পড়েছে মস রোজের দিকে।এই ফুলটার সাথে আমি অনেক ছোটবেলা থেকে পরিচিত।আমার বাড়ির আঙিনাতেও এই ফুল গাছটি লাগিয়েছি।তবে গ্রামে আমরা এই ফুলকে ঘাস ফুল বলে চিনি।
সাকুলেন্ট গাছটি আমার কাছে একেবারে নতুন একটি উদ্ভিদ। এই প্রথমবারের মতো সাকুলেন্ট গাছ দেখতে পেলাম আপনার পোস্টের মাধ্যমে।আর ফুলটির বিশেষত্ব শুনে মনে পড়ে গেলো পাথরকুচি গাছের কথা।কারণ পাথরকুচি গাছেরও তো জন্ম হয় পাতার কিনারা থেকেই।
স্পাইডার প্লান্ট আমি এর আগেও দেখেছি তবে গাছটির এই দারুণ গুণ সম্পর্কে আমি ইতিপূর্বে অবগত ছিলাম না।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলগুলোকে আমাদের সামনে তুলে ধরার পাশাপাশি এদের গুণ ও বিশেষত্বগুলো জানিয়ে দেবার জন্য।
ভালো থাকবেন।
আপনাকেও ধন্যবাদ কষ্ট করে আমার পোস্ট টা পড়ার জন্য আর এতো সুন্দর করে সাজিয়ে মন্তব্য করার জন্য
অসংখ্য ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
My pleasure.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit