পবিত্র ঈদুল আযহা উদযাপনের জন্য কুরবানীর পশু নিয়ে নিলাম

in hive-170554 •  5 months ago 

আসসালামু আলাইকুম
আরো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
আশা করি আপনারা সবাই ভাল আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।

Screenshot_20240615-192254_Gallery.jpg

Screenshot_20240615-192310_Gallery.jpg

Cox's BazarLocation Map

মুসলিমদের সবচাইতে বড় দুটি ঈদের মধ্যে অন্যতম একটি হলো ঈদুল আযহা কিংবা কোরবানির ঈদ। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম এর পুত্র ইসমাইল আল ইসলামকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে দেওয়ার যে ইতিহাস ছিল সেটার স্মরণে প্রত্যেক ধর্মপ্রাণ মুসলিম প্রতিবছর কোরবানির ঈদ উদযাপন করে থাকে। কুরবানীর ঈদকে ঘিরে সবচাইতে যে আনন্দটা কাজ করে সেটা হল একটি সুন্দর কোরবানির পশু কিনতে যাওয়া। ঘরের প্রত্যেকটা সদস্য খুবই আগ্রহ এবং আনন্দের সাথে কোরবানির গরু কিনতে যাওয়া এবং গরু কেমন হবে সেটা নিয়ে আনন্দে মেতে থাকে। কুরবানী করার মাধ্যম এ আমাদের মনের যে খারাপ ইচ্ছা আকাঙ্খা গুলো রয়েছে সেগুলোকে ত্যাগ করার মাধ্যমেই প্রকৃত কোরবানি আদায় হবে।

Screenshot_20240615-192340_Gallery.jpg

Cox's BazarLocation Map

প্রতিবছরের মতো এই বছরও কোরবানির গরু কেনার জন্য চলে গিয়েছিলাম কোরবানির গরুর হাটে। এক সময় বাবার সাথে কোরবানির গরুর হাটে যেতাম যখন বাবা একটু মজবুত ছিল আরো একটুও কম বয়স ছিল তখন বাবার সাথে কোরবানির গরুর হাটে ঘুরে বেড়াতাম। এখন যেহেতু বাবার বয়স হয়ে গিয়েছে তিনি হাটে ঘুরে ঘুরে এত পরিশ্রম করার মত শক্তি নেই তাই এখন চেষ্টা করে নিজে বন্ধুবান্ধব কিংবা চাচুদের সাথে গিয়ে কোরবানির পশুটা কিনে নিয়ে আসার। আজকে চলে গিয়েছিলাম কোরবানির গরুর হাটে গরু কেনার উদ্দেশ্যে। সকাল সকাল চলে গিয়েছিলাম কিন্তু যে বাজেট নির্ধারণ করে গিয়েছিলাম সেই বাজেটের মধ্যে গরু ম্যানেজ করা কষ্ট হয়ে গিয়েছিল। সকাল দশটা থেকে প্রায় একটা পর্যন্ত গরু বাজারে ঘোরাঘুরি করার পর ব্যর্থ হয়ে ফিরে এলাম বাড়িতে। পরিকল্পনা ছিল পুনরাই গরু কিনতে যাব বিকাল বেলা।

Screenshot_20240615-192307_Gallery.jpg

Cox's BazarLocation Map

পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পুনরায় চারটার দিকে বের হয়ে গেলাম গরু বাজারের উদ্দেশ্যে। এইবারে গরু নিয়েই ফিরব সেই চিন্তা করেই বাজারে গেলাম। বিকেলবেলা যখন বাজারে ঢুকলাম তখন প্রচুর পরিমাণে মানুষের ভিড় এবং গরু দেখতে পেলাম। অনেক বেশি মানুষ এবং অনেক বেশি গরু থাকলে একটা সুবিধা হল সহজেই গরু মেলানো যায়। তাই সকালবেলার মতো বিকালে আর বেশি কষ্ট করতে এখনো না ১০ থেকে ১৫ মিনিট হাটাহাটি করেই আমরা গরু নিয়ে নিলাম। যেহেতু সকালবেলা বেশ কয়েক তাই করুন কয়েকটা গরু যাচাই করেছিলাম তাই বিকেল বেলা গিয়ে আর দাম নিয়ে চিন্তা করতে হয়নি। অবশেষে সন্ধ্যার আগেই গরু নিয়ে বাড়িতে ফিরে এলাম। কোরবানির ঈদের এই একটা আনন্দ যেটা ভাষায় প্রকাশ করা যায় না।

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi, Greetings, Good to see you Here:)

আমাদের সাথে আপনার সুন্দর নিবন্ধটি ভাগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ. আশা করি আপনি সক্রিয় থাকবেন এবং সবার সাথে যোগাযোগ বজায় রাখবেন কমেন্ট করার মাধ্যমে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে যা আপনি জানতে চান বা কোনো সমস্যার সম্মুখীন হন, সাহায্যের জন্য আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিন। আমরা সবসময় এখানে ব্যবহারকারীদের সেবা প্রদানের জন্য সক্রিয় থাকি। এবং আপনাকে আমাদের সাপ্তাহিক অনলাইন হ্যাঙ্গআউটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিতে নীচের লিঙ্কে ক্লিক করুন... https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25x
Community beneficiariesx
Voting CSI00
Club Status100
Period2024-06-15