আসসালামু আলাইকুম
আরো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
আশা করি আপনারা সবাই ভাল আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।
মুসলিমদের সবচাইতে বড় দুটি ঈদের মধ্যে অন্যতম একটি হলো ঈদুল আযহা কিংবা কোরবানির ঈদ। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম এর পুত্র ইসমাইল আল ইসলামকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে দেওয়ার যে ইতিহাস ছিল সেটার স্মরণে প্রত্যেক ধর্মপ্রাণ মুসলিম প্রতিবছর কোরবানির ঈদ উদযাপন করে থাকে। কুরবানীর ঈদকে ঘিরে সবচাইতে যে আনন্দটা কাজ করে সেটা হল একটি সুন্দর কোরবানির পশু কিনতে যাওয়া। ঘরের প্রত্যেকটা সদস্য খুবই আগ্রহ এবং আনন্দের সাথে কোরবানির গরু কিনতে যাওয়া এবং গরু কেমন হবে সেটা নিয়ে আনন্দে মেতে থাকে। কুরবানী করার মাধ্যম এ আমাদের মনের যে খারাপ ইচ্ছা আকাঙ্খা গুলো রয়েছে সেগুলোকে ত্যাগ করার মাধ্যমেই প্রকৃত কোরবানি আদায় হবে।
প্রতিবছরের মতো এই বছরও কোরবানির গরু কেনার জন্য চলে গিয়েছিলাম কোরবানির গরুর হাটে। এক সময় বাবার সাথে কোরবানির গরুর হাটে যেতাম যখন বাবা একটু মজবুত ছিল আরো একটুও কম বয়স ছিল তখন বাবার সাথে কোরবানির গরুর হাটে ঘুরে বেড়াতাম। এখন যেহেতু বাবার বয়স হয়ে গিয়েছে তিনি হাটে ঘুরে ঘুরে এত পরিশ্রম করার মত শক্তি নেই তাই এখন চেষ্টা করে নিজে বন্ধুবান্ধব কিংবা চাচুদের সাথে গিয়ে কোরবানির পশুটা কিনে নিয়ে আসার। আজকে চলে গিয়েছিলাম কোরবানির গরুর হাটে গরু কেনার উদ্দেশ্যে। সকাল সকাল চলে গিয়েছিলাম কিন্তু যে বাজেট নির্ধারণ করে গিয়েছিলাম সেই বাজেটের মধ্যে গরু ম্যানেজ করা কষ্ট হয়ে গিয়েছিল। সকাল দশটা থেকে প্রায় একটা পর্যন্ত গরু বাজারে ঘোরাঘুরি করার পর ব্যর্থ হয়ে ফিরে এলাম বাড়িতে। পরিকল্পনা ছিল পুনরাই গরু কিনতে যাব বিকাল বেলা।
পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পুনরায় চারটার দিকে বের হয়ে গেলাম গরু বাজারের উদ্দেশ্যে। এইবারে গরু নিয়েই ফিরব সেই চিন্তা করেই বাজারে গেলাম। বিকেলবেলা যখন বাজারে ঢুকলাম তখন প্রচুর পরিমাণে মানুষের ভিড় এবং গরু দেখতে পেলাম। অনেক বেশি মানুষ এবং অনেক বেশি গরু থাকলে একটা সুবিধা হল সহজেই গরু মেলানো যায়। তাই সকালবেলার মতো বিকালে আর বেশি কষ্ট করতে এখনো না ১০ থেকে ১৫ মিনিট হাটাহাটি করেই আমরা গরু নিয়ে নিলাম। যেহেতু সকালবেলা বেশ কয়েক তাই করুন কয়েকটা গরু যাচাই করেছিলাম তাই বিকেল বেলা গিয়ে আর দাম নিয়ে চিন্তা করতে হয়নি। অবশেষে সন্ধ্যার আগেই গরু নিয়ে বাড়িতে ফিরে এলাম। কোরবানির ঈদের এই একটা আনন্দ যেটা ভাষায় প্রকাশ করা যায় না।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit