কঠিন একটি পরিস্থিতির মধ্যে দিন অতিক্রম হচ্ছে বাংলা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের।

in hive-170554 •  3 months ago 

আসসালামু আলাইকুম
আরো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
আশা করি আপনারা সবাই ভাল আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।

20240825_100813.jpg

20240825_222611.jpg

Cox's BazarLocation Map

বাংলাদেশে এই বছর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সে পরিমাণে বৃষ্টি এর আগে কখনো দেখা যায়নি। কক্সবাজারের গত বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল এই বছরে সেই বৃষ্টির মাত্রা আরও বেশি অতিক্রম করেছে। কক্সবাজারের মত উঁচু জায়গায় যেখানে কখনো পানি জমতে দেখা যায়নি সেখানে এই বছর হাঁটুর উপরে পানি জমেছে। অনেকদিন পর্যন্ত বিরতির পর আজ থেকে চলে এসেছে লাবনী পয়েন্টে আমার ব্যবসা প্রতিষ্ঠানে। একদম সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যেটা থেমেছে প্রায় সাড়ে নয়টার দিকে। বৃষ্টির পরিস্থিতি যখন একটু থেমে এসেছে তখন বাসা থেকে বের হয়েছি দোকানে যাবার উদ্দেশ্যে। লাবনী পয়েন্টে যখন চলে এসেছিলাম তখন দেখি অধিকাংশ দোকান খোলা হয়নি। এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ঘনবৃষ্টি। যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই সময় টুরিস্ট এর সংখ্যা একটু কম থাকে তাই অধিকাংশ দোকান খোলা হয় একটু দেরি করেই। আমি দেরি না করে দশটার মধ্যেই দোকানে চলে আসলাম। এমন কিছুক্ষণ দোকানের আশেপাশে হাটাহাটি করলাম এবং পরিবেশ পরিস্থিতি টা একটু বুঝলাম।

20240825_101059.jpg

Cox's BazarLocation Map

দশটার পর থেকে যখন দোকানে বসে ছিলাম আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না। আমি দোকানে বসার এক ঘণ্টার মধ্যেই পুনরায় প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বাতাস শুরু হয়ে গেল। একদিকে দেশের বন্যার যে পরিস্থিতি সেটা ভেবে কষ্ট হচ্ছে অন্যদিকে এই বন্যা এবং বৃষ্টির কারণে ব্যবসার অবস্থাও খুব একটা ভালো যাচ্ছে না সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি অতিক্রম করছে সমগ্র দেশের মানুষ। কক্সবাজারে অনেক মানুষ বেড়াতে এসেছিল যারা বন্যার কারণে কক্সবাজার জেলার মধ্যেই আটকা পড়ে আছে। তাদের মধ্যে কেউ কেউ বিকালের দিকে দোকানে এসে হাঁটাহাঁটি করল কিন্তু অধিকাংশ মানুষই পণ্য কিনছে না। কারণ প্রত্যেকটা মানুষই একটা নির্ধারিত বাজেট নিয়ে ভ্রমণ করার উদ্দেশ্যে আসে। জেতুপর্ণার কারণে তারা আটকে গিয়েছে তাই শুধুমাত্র সময়টা অতিক্রম করার জন্যই সমুদ্র সৈকতে তারা ঘুরে বেড়াচ্ছে। দুপুরের পর থেকে রাতের ৯ঃ০০ টা পর্যন্ত বৃষ্টির পরিবেশটা মোটামুটি স্বাভাবিক ছিল। এই সময় এটাতে কোন বৃষ্টি হয়নি এবং পরিবেশ পরিস্থিতি একেবারে শান্ত শীতল ছিল। কিন্তু নটার পর থেকে আবারো বৃষ্টির সূত্রপাত হয়েছে।

17246037708697309405514409028992.jpg

Cox's BazarLocation Map

সব মিলিয়ে বলা যায় এই বর্ষার পরিস্থিতিতে কঠিন একটা সময় পার করছে প্রত্যেকটা মানুষ। মহান আল্লাহ আমাদের সবাইকে কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে সুন্দর একটা জীবনে অতিক্রম করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

😊 "Just enjoyed a wonderful walk along Cox's Bazar beach as the rain clouds passed by! The peaceful atmosphere and calm sea were truly refreshing. It's been a challenging year for many, but moments like these remind us to appreciate the beauty in our world. Wishing everyone a happy and prosperous day ahead 🌞🌴✨

|

Cox's BazarLocation Map
|