অনেক বছর আমার বাবা কষ্ট সহকারে চাকরি করার পর তার পেনশনের সকল অর্থ খরচ করে একটা গ্রামের বাড়িতে পাকা দালান তৈরি করেছেন। মহান আল্লাহ তাকে এই সামর্থ্য দিয়েছে বলেই আমরা আজকে একটা সুন্দর বাড়িতে থাকতে পারছি। এই বাড়িতে আমার জন্য একটি রুম বরাদ্দ আছে আমি চেষ্টা করেছি আমার মত করে রুমটাকে সাজিয়ে নেওয়ার। যদিও আমার রুমে এখন পর্যন্ত তেমন উল্লেখযোগ্য কোন আসবাবপত্র আমি নিয়ে আসেনি।কিন্তু চেষ্টা করেছি আমার রুমের দেওয়াল গুলোকে বিভিন্ন রকমের ফ্রেম দিয়ে সাজিয়ে নেওয়ার। আমি সবসময় আমার বাড়িতে অবহারে তো এমন কোন জিনিস যেটা পড়ে আছে সেটা কি দিয়ে কিছু একটা বানাতে চেষ্টা করি। একটা বিশেষ অনুষ্ঠান থেকে বেশ কিছু আর্টিফিশিয়াল ফুল নিয়ে এসেছিল আমার বড় ভাইয়া। দীর্ঘদিন ধরে এই ফুলগুলো আমাদের বাসার এক জায়গায় পড়েছিল। অনেকদিন পর্যন্ত চিন্তা করলাম এই ফুলগুলোকে কিভাবে সুন্দর করে রূপান্তরিত করা যায়। সেই চিন্তা ভাবনা বাস্তবায়ন করে ধীরে ধীরে বিভিন্ন রকমের কারোকাজ তৈরি করতে চেষ্টা করলাম।
প্রথমে ফুল গুলো আলাদা করে কালার অনুযায়ী ধারাবাহিকভাবে সাজিয়ে রাখলাম। এরপর ফুল গুলোর সাথে কালার কম্বিনেশন যাতে মিলে সেটার জন্য একটা সাথে আরেকটা সাজিয়ে গেথে নিলাম। এভাবে কয়েকটি রাউন্ড শেপ তৈরী করে কিছু একটা তৈরি হয়ে গেল যেটা দেখতে মোটামুটি সুন্দর লাগছিল। এইবার চিন্তা করে দেখলাম এ রাউন্ড শেপের জিনিসগুলোকে কোথায় লাগালে ভালো হয়। পরবর্তীতে আমাদের যেটা গেস্ট রুম করা হয়েছে সে গেস্ট রুমের মধ্যে এই রাউন্ড শেপ ডিজাইনের আর্টিফিসিয়াল ফুল দিয়ে তৈরি করা মালা গুলোকে সাজিয়ে দিলাম। ঈদের আগে আগে সবাই তাদের ঘর বিভিন্ন রকম সৌন্দর্যে সাজিয়ে রাখতে চেষ্টা করে। এই কাজটা ছাড়ার মতো মেয়েরা একটু বেশিই করে ছেলেদের এটার প্রতি খুব একটা আগ্রহ দেখা যায় না । আমার বাসায় আমার পরে যেহেতু আর কোন ছোট কেউ নেই কিংবা বোন আপাতত আমাদের বাসায় থাকে না তাই আমি এই অকেজো জিনিসগুলোকে কাজে লাগিয়ে নিলাম।
পরবর্তীতে বাজার থেকে আরো কিছু আর্টিফিশিয়াল কিছু লতা এবং পাতা কিনে নিয়ে আসলাম যেগুলোকে চিন্তা-ভাবনা করে আরো একটু ডেকোরেশন করে কিছু একটা তৈরি হয়ে গেল। এবং এই লতার সাথে আমার আর্টিফিশিয়াল ফুল গ্রুপে যোগ করে আমার রুমের বিভিন্ন ফটো ফ্রেমের উপরে লাগিয়ে দিলাম। পর্যবেক্ষণ করেন দেখলাম যে বিষয়টা মন্দ লাগছে না। খালি দেওয়ালের চেয়ে ফটো ফ্রেম কিংবা আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো দেওয়ালটা খুবই সুন্দর লাগছে। আমরা চাইলে এভাবে আমাদের ঘরে পড়ে থাকা বিভিন্ন আকার যে জিনিসগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে বিভিন্ন রকমের ডিজাইনের জিনিস তৈরি করে ফেলতে পারি। আপনারা আপনাদের বিভিন্ন আইডিয়া আমাদের সাথে শেয়ার করুন যাতে আমরা সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারি।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য। আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ
আরে বাহ আপনার তো দেখছি দারুণ দক্ষতা এই বিষয়ে। দক্ষতার প্রশংসা না করে থাকতে পারলাম না। অসম্ভব সুন্দর হয়েছে। আসলেই অনেক পরিত্যক্ত জিনিস থাকে যা অদক্ষতার কারনে সেগুলো পড়েই রয়ে যায়। কিন্তু আপনার দক্ষতা দেখিয়ে পরিত্যক্ত জিনিসগুলোকে দিয়ে সুন্দর একটা দামি জিনিস বানালেন। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit