বন্ধুর সাথে ঢাকার অন্যতম সৌন্দর্যমন্ডিত স্থান চন্দ্রিমা উদ্যান ঘুরে এলাম

in hive-170554 •  7 months ago 

আসসালামু আলাইকুম
আরো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
আশা করি আপনারা সবাই ভাল আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।

20240513_171531.jpg

20240513_171409.jpg

DhakaLocation Map

বাংলাদেশের চারিদিকে সৌন্দর্যমন্ডিত স্থানে ঘেরা। বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যেও সুন্দর সুন্দর সব স্থান রয়েছে যেখানে আপনারা সুন্দর একটা সময় কাটাতে পারবেন। ঢাকা শহরের রাজধানী হওয়ার কারণে এখানে অনেক বসতি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি হয়ে গিয়েছে। যদি ঢাকা রাজধানী না হতো তাহলে এটা কিন্তু সবুজ ঘেরা সুন্দর একটা শহর হতো। থাকার আশেপাশে সবুজের সমারো সার্থক বর্তমানে এর চারপাশে কিন্তু অনেক ঐতিহাসিক স্থান রয়েছে।
ঢাকা শহরে ভ্রমণ করার মত আরও একটি দর্শনীয় স্থান হল জাতীয় সংসদ। এবং জাতীয় সংসদের পাশেই রয়েছে জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান।

১৯৮১ সালে এই স্থানে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাধিস্থ করা হয় এবং এলাকাটিকে পরিষ্কার করে দর্শণার্থীদের জন্য মনোরম স্থান হিসেবে গড়ে তোলা হয়। পরবর্তী সময়ে মরহুম জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে একে জিয়া উদ্যান নামকরণ করেন। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার জিয়া উদ্যানের নাম পরিবর্তন করে আবার চন্দ্রিমা উদ্যান করেছিল।

20240513_170043.jpg

DhakaLocation Map

জাতীয় সংসদ ভবন এলাকার পাশেই জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান অবস্থিত। যেহেতু জাতীয় সংসদ ভবন একটি নিরাপত্তা বেষ্টিত এলাকা তাই এখানে সাধারণ জনগণ যে কোন সময় ভ্রমণ করার সুযোগ পায় না। এবং এটা ভ্রমণের স্থান নয়। তবে যে কোন কেউ চাইলে দুর থেকে জাতীয় সংসদের আসে পাশে হাটাহাটি করতে পারবে। নিরাপত্তা রক্ষার জন্য জাতীয় সংসদ ভবন এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষেধ তবে জাতীয় সংসদের পাশের রাস্তায় একটা নির্ধারিত সময়ে গাড়ি চলাচল এবং মানুষকে হাটাহাটি করার অনুমতি দেওয়া হয়। জাতীয় সংসদের পাশে জিয়া উদ্যানের যে এলাকাটা রয়েছে সেখানকার পরিবেশটা খুব সুন্দর এবং এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া আছে। ঢাকা শহরের জ্যাম জট এবং জঞ্জালের মাঝে চমৎকার সবুজ ঘেরা এই স্থানটা দেখার জন্য প্রচুর পরিমাণে মানুষ প্রতিদিন এখানে এসে ভিড় জমায়।

20240513_160650.jpg

DhakaLocation Map

আমি এবং আমার বন্ধু মিলেও চলে গিয়েছিলাম বিকেলের সুন্দর কিছু সময় কাটাতে জিয়া উদ্যান। বিশেষ করে বেশিরভাগ মানুষ চারটার পর থেকে এই স্থানে এসে জড়ো হতে শুরু করে। চারিদিকে প্রচুর পরিমাণে গাছ থাকার কারণে এখানে রোদ এবং গরমের অনুভূতি খুব একটা হয় না। আমি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শ্রেণীর পেশার মানুষ বন্ধের দিনে কিংবা অবসর সময়ে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য চলে আসে বর্তমানে নামকরণ করা চন্দ্রিমা উদ্যানে।অবশ্যই ঢাকা শহরে যারা রয়েছে তারা এটা সম্পর্কে জানে আর আপনারা যারা ঢাকা শহর ভ্রমণ করার সুযোগ পাবেন তা অবশ্যই দেখে আসবেন চন্দ্রিমা উদ্যান।

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

TEAM 5

Congratulations! Your post has been upvoted through steemcurator08.

Curated by : @sduttaskitchen

thanks