আসসালামু আলাইকুম
আরো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
আশা করি আপনারা সবাই ভাল আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।
অনেকদিন পরে একটি ব্লগ লিখতে বসলাম। প্রতিদিন লিখব লিখব চিন্তা করি কিন্তু ব্যস্ততার কারণে আর লিখা হয়ে ওঠে না। এভাবে অনেক দিন অতিক্রম হয়ে গিয়েছে। তাই আজকের লিখতে বসলাম। কক্সবাজার সম্পদ সম্পর্কে বিভিন্ন তথ্য আমি আপনাদেরকে সবসময় দিতে চেষ্টা করেছি যেহেতু আমি কক্সবাজারের বাসিন্দা। আমি চেষ্টা করেছি সব সময় কক্সবাজার রে একটা ভালো মানের ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে। কারণ চাকরির প্রতি ওভাবে কখনোই মনোযোগ ছিল না তাই চাকরির জন্য কখনো চেষ্টা ও করা হয়নি এতটা মনোযোগ দিয়ে। ব্যবসার টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পরিকল্পনা করেছি এবং এটা মোটামুটি ধীরে ধীরে এগিয়েও যাচ্ছে। কক্সবাজারের ব্যবসার নির্ধারিত কিছু সময় রয়েছে যে সময় গুলোতে ব্যবসা খুবই ভালো হয় আবার কিছু কিছু সময় রয়েছে যে সময় ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ যায়। যেহেতু এই বছরে বেশ কয়েক মাস খারাপ একটা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে তাই কক্সবাজারের ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ ছিল। তবে বর্তমানে আলহামদুলিল্লাহ কক্সবাজারে প্রচুর পরিমাণে পর্যটকের আনাগোনা বেড়েছে এবং কক্সবাজারের ব্যবসার উন্নয়নের দিকেই যাচ্ছে। কক্সবাজার এমন একটি জায়গা যেখানে পরিকল্পনা করে আপনি যদি সঠিক ব্যবসা দাঁড় করাতে পারেন তাহলে আপনি অবশ্যই উন্নতির দিকে যাবেন কোন রকমের হারামি উপার্জন ছাড়া।
সাধারণত অক্টোবর মাসের একদম প্রথম থেকেই কক্সবাজারের সিজনটা হিসাব করা হয় কারণ এই সময়ে শারদীয় দুর্গোৎসব শুরু হয়। শারদীয় দুর্গোৎসবের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে যেমন অনেক পর্যটক আছে ঠিক তেমনি আবার কক্সবাজার জেলার আশেপাশে যতগুলো থানা রয়েছে প্রত্যেক থানা থেকে প্রচুর প্রতি মানে সনাতনী ধর্মের লোকেরা কক্সবাজারের উদ্দেশ্যে আসে। বিশেষ করে কক্সবাজারে লাবনীর পয়েন্টে প্রত্যেকটা প্রতিমা বিসর্জন দেয়া হয় তাই লাবনীর পয়েন্টে প্রচুর পরিমাণে মানুষের ভিড় জমা হয় যেই দিন প্রতিমা বিসর্জন দেওয়া হয় সেইদিন। এই বছর রে ১৩ তারিখে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছিল। ১৩ তারিখে চট্টগ্রাম থেকে কক্সবাজারে চলে আসার পর বিকেলবেলা যখন সমুদ্র সৈকত এলাকায় ভ্রমণ করার জন্য এসেছিলাম তখন এতটাই মানুষ ছিল যে ঠিকমতো হারাই যাচ্ছিল না রাস্তায়। যদিও আমি সন্ধ্যার সময় এসেছিলাম। অনেক মানুষ ভ্রমণ করতে আসলে যেমন ব্যবসায়ীদের লাভ হয় তেমনি আবার স্থানীয় মানুষের জন্য একটা ভোগান্তীয় হয়ে থাকে।
সব মিলিয়ে বলতে গেলে যেহেতু কক্সবাজার একটি পর্যটন স্থান তাই এখানে সব সময় মানুষের আনাগোনা থাকে এবং মানুষের একটি আলাদা আকর্ষণ রয়েছে কক্সবাজারের প্রতি। এবং যেহেতু বর্তমান নিয়ে পাহাড়ি এলাকাগুলোতে দ্বন্দ্ব চলছে তাই প্রচুর পরিমাণ পর্যন্ত কক্সবাজার মুখী হয়েছে কারণ এখানে পাহাড় এবং সমুদ্র সৌন্দর্য দুইটাই উপভোগ করা যায়। সব মিলিয়ে কক্সবাজার একটি গ্রহণযোগ্য এবং নিরাপদ পর্যটন স্থান যেখানে আমরা চাইলে নিশ্চিন্তে সুন্দর একটি ভ্রমণ করতে পারব। আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসবো এবং দেশের পর্যটনের স্থানগুলোকে নিরাপদ রাখার চেষ্টা করব।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।
If you try to write blog every day then you can be successful in this platform, there was a lot of tourists in cox's bazar due to puja holiday for a few days, at that time the businessmen of cox's bazar had to spend a busy time, if there are more tourists in cox's bazar, everyone likes it, thank you very much for sharing this beautiful post with us. for
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit