মানুষের জীবনের পরিস্থিতি সবসময় একরকম থাকে না। মানুষ বিভিন্ন রকমের ঝামেলায় জড়িত থাকে। মানুষের মানসিক একটু পরিবর্তন করার জন্য মানুষ কে মাঝেমধ্যে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া উচিত। আমিও মাঝে মধ্যে আমার বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে চলে যেতাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খাগড়াছড়ির একটি এলাকা সম্পর্কে। খাগড়াছড়ি চট্টগ্রাম বিভাগের একটি সুন্দর জেলা এখানে অনেকগুলো ভ্রমণ করার মত স্থান রয়েছে।
খাগড়াছড়ি জেলায় প্রবেশ করার সাথে সাথে যে বাস স্টেশন হয়েছে সেখান থেকে আপনারা অল্প পরিসরে অটো কিংবা সিএনজি নিয়ে চলে যেতে পারবেন মায়াবিনি লেকে। এই জায়গাটি খুবই সুন্দর এখানে আপনারা পাহাড় এবং পানির সৌন্দর্য দুইটাই উপভোগ করতে পারবেন। অনেকগুলো আম গাছ ও বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে লেকের চারপাশ সাজানো হয়েছে। অল্প সময়ের মধ্যে ভালো একটা জায়গায় ভ্রমণ করতে চাইলে এটা আপনাদের জন্য উপযুক্ত। চাওয়া মূলত একদিনের পরিকল্পনা নিয়ে খাগড়াছড়িতে বেড়াতে যাচ্ছেন তারা চাইলে খুব সহজে এটা ভ্রমন করতে পারবেন।
এই জায়গায় আপনারা ছোট ছোট নৌকা গুলো নিয়ে পানিতে ভ্রমন করতে পারবেন। বন্ধুদের কে নিয়ে গ্রুপ গেলে এমন একটা জায়গায় আপনারা এক না মানসিক প্রশান্তি খুঁজে পাবেন।
আর অনেক জন মিলে ভ্রমন করতে গেলে সুবিধাও রয়েছে অনেক। অর্থনৈতিকভাবে সহযোগিতা পাওয়া যায় এবং সেই সাথে আনন্দ করা যায় অনেক। যখনই আমি কোথাও ভ্রমণ করতে যাই চেষ্টা করি কাছের বন্ধু গুলোদেরকে নিয়ে একসাথে ঘুরতে যাওয়ার ।
একটি আদর্শ পর্যটন স্থান হিসেবে খাগড়াছড়ি অন্যতম। খাগড়াছড়ির বিখ্যাত বিখ্যাত সব জায়গা তো রয়েছেই চারিদিকে। আলুটিলা গুহা ঝর্ণা আর সাজেক এর কথা তো না বললেই নয়। মূলত খাগড়াছড়িতে বেশিরভাগ মানুষের মূল আকর্ষণ তাকে সাজেক। ছাদেক অপমান করার সুযোগ হয়েছে অন্য একদিন সাজেকের বিভিন্ন সৌন্দর্যময় স্থানগুলো সম্পর্কে আপনাদের জানাবো।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য ।
আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ।
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit