[Copyright free image source: pixabay]
(https://pixabay.com/photos/inani-beach-bangladesh-sea-mood-2496530/)
কক্সবাজার সমুদ্র সৈকতের দীর্ঘ এলাকাজুড়ে
ইনানী সমুদ্র সৈকত বিস্তৃত হয়েছে ।কক্সবাজারে যারা ভ্রমন করতে আসেন তাদের জন্য ইনানীতে যাওয়ার সহজ উপায় আমি জানানোর চেষ্টা করছি। আপনারা কক্সবাজারে টার্মিনালে নামার পর অটো কিংবা সিএনজিতে করে কলাতুলি মোরে আসবেন। যেটা ডলফিন মোড় নামেও পরিচিত। ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ রোডে আলাদাভাবে কিছু অটো এবং সিএনজি পাওয়া যায় ।যেগুলোতো করে আপনি সরাসরি ইনানী যেতে পারবেন ।আপনারা যদি পাঁচজন হন তাহলে একটি সিএনজিতে করে আপনারা ৩০০ টাকা থেকে সাড়ে তিনশ টাকা খরচ করে ইনানী সমুদ্র সৈকতে পৌঁছে যেতে পারবেন। আর যদি আপনাদের গ্রুপ পাঁচজনের অধিক হয় তাহলে আপনারা একটি অটো ভাড়া করতে পারেন। যেখানে সর্বোচ্চ 8 জন যাত্রী যাতায়াত করতে পারবেন। একটি অটোতে করেও ৩০০ থেকে ৩৫০ টাকা দিয়ে যাওয়া সম্ভব ।
[Copyright free image source: pixabay]
(https://pixabay.com/photos/beach-ship-sea-coast-coastline-6306438/)
যদি আপনার রিজার্ভ সিএনজি অথবা অটোতে করে যেতে চান তাহলে 700 থেকে 800 টাকার মধ্যে আপনারা ইনানী সমুদ্র ভ্রমণ করে আসতে পারবেন । সিজন এবং আন সিজন ভাড়ার তালিকা কম বেশি হতে পারে। তবে সেটা ১ হাজার টাকার বেশি নয় । সুতরাং আপনাদের যদি দাম সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনারা অটো কিংবা সিএনজি ড্রাইভার এর সাথে আলোচনা করে আপনাদের সুবিধামতো ভাড়া কম বেশি করে যেতে পারবেন ।এই হলো ইনানি সমুদ্র সৈকতে যাওয়ার সহজ উপায়। একটি এলাকায় যখন আপনারা ভ্রমণ করতে যান তখন সে জেলা সম্পর্কে কিছু তথ্য যদি আপনাদের জানা থাকে তাহলে সে জেলার বিভিন্ন স্থানে ভ্রমণ করার ক্ষেত্রে আপনাদের জন্য সহজ হয় ।অনেক সময় আসলে তত্ত্ব না জানার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই ।তাই যাতায়াতের ক্ষেত্রে কত টাকা আপনাদের খরচ হতে পারে সেটার একটা সংক্ষিপ্ত তথ্য দিয়ে আমি আপনাদের উপকার করতে চেষ্টা করলাম ।
আগামীতে ইনানী সমুদ্র সৈকতের সৌন্দর্য সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব ।নিজের দেশ ভ্রমণ করুন এবং দেশ সম্পর্কে জানুন।
https://steemit.com/hive-172186/@nijam468/gy8kw-introducing-myself
We all know that the price of Steem has dropped a lot compared to before. Due to the decrease of Bit Coin. Steem Company has taken this initiative #burnsteem25 to increase the price of Steem. Please join burnsteem. And add 25% reward to @null account in advanced settings. Remember that the reward you give to the null account is burned. Which will help raise the price of Steem.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit