পরিকল্পনার মাধ্যমে সহজ জীবন যাপন করি

in hive-170554 •  2 years ago 

এ পৃথিবী সৃষ্টি হয়েছে হাজার হাজার বছর পূর্বে। পৃথিবীতে প্রচুর মানুষ জন্মগ্রহণ করেছে এবং মৃত্যুবরণ করেছে। পৃথিবীতে মানুষ ছাড়াও আরো অনেক প্রাণী রয়েছে ।কিন্তু মানুষই একমাত্র প্রাণী যারা জীবন অতিক্রম করে বিভিন্ন চাহিদার মাধ্যমে। পৃথিবীর অন্যান্য প্রাণী জীবন যাপনের জন্য হাজার রকমের চাহিদার উপর নির্ভরশীল নয়। তারা তাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সেইটুকু দিয়েই তাদের অতিবাহিত করে।

20210722_125206-01.jpeg

Cox's BazarLocation Map

পৃথিবীতে মানুষই একমাত্র বুদ্ধিমান প্রাণী এবং মানুষই প্রচুর চাহিদার উপর নির্ভর করে জীবন অতিবাহিত করতে চেষ্টা করে। মানুষের চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। একটি চাহিদা শেষ হলে আরো একটি নতুন চাহিদা তৈরি হয়। পুরো পৃথিবী প্রত্যেকটা প্রযুক্তি মানুষের চাহিদার উপর নির্ভর করে তৈরি করা হয়েছে ।আমাদের ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস চাহিদার অন্তর্ভুক্ত । এক একজন মানুষের চাহিদা একেক রকম তাই পৃথিবীতে প্রতিনিয়ত নিত্যনতুন জিনিসের আবিষ্কার হয়। পৃথিবীতে যতগুলো নতুন নতুন আবিষ্কার হয়েছে সবকিছুই মানুষের চাহিদার উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে। মানুষ একটি জিনিসের উপর নিজের মন স্থির করতে পারে না। মানুষের ব্যবহৃত বর্তমান সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ ডিভাইস মোবাইল ফোন। একটি মোবাইল ফোন সঠিক ভাবে ব্যবহার করলে মানুষ অনেক দিন ব্যবহার করতে পারে। কিন্তু মানুষ একটি ফোনের উপর নির্ভরশীল নয়। একটি মোবাইল ফোন দীর্ঘদিন ব্যবহার করে না। যখনি নতুন কোন মোবাইল ফোন মার্কেটে আসে তখনই মানুষ সেই মোবাইলটির দিকে ঝুকে পড়ে। এই বিষয়টা শুধু মোবাইলের ক্ষেত্রে নয় ।পৃথিবীর প্রায় প্রত্যেকটি পণ্যের ক্ষেত্রে মানুষের একটি আকর্ষণ কাজ করে।

20220828_124825-01.jpeg

Cox's BazarLocation Map

পৃথিবীতে যারা বিত্তশালী ও সম্পদশালী মানুষ সব সময় নতুন নতুন পণ্য দ্বারা নিজের জীবন পরিচালনা করতে চায়। একজন মানুষের জীবন যাপনের পদ্ধতি দেখে অন্য একজন মানুষ প্রভাবিত হয় এবং তার মত করে জীবন অতিক্রম করার চেষ্টা করে ।প্রত্যেক মানুষের যোগ্যতা একই রকম নয় মানুষের কর্ম দক্ষতার উপর তার আয় নির্ভর করে। কিন্তু যখন কোন মানুষ তার উপার্জনের চেয়ে বেশি চাহিদা পোষণ করে তখন সে তার উপার্জন বৃদ্ধি করার চেষ্টা করে। উপার্জন বৃদ্ধি করতে গিয়ে মানুষজন বেশিরভাগ সময়ে অসৎ এবং ভুল কাজে নিজেকে নিয়োজিত করে ফেলে। যার ফলে মানুষের জীবন কষ্টসাধ্য হয়ে যায় ।অসৎ কাজের মাধ্যমে সহজে অর্থ সম্পদ উপার্জন করা সম্ভব হয়ে গেলেও এর মধ্যে প্রকৃত শান্তি বা সুখ খুঁজে পাওয়া যায় না। অসৎ কাজের মধ্যে যেমন অশান্তি রয়েছে ঠিক তেমনি বিপদে রয়েছে।

IMG_20220901_181546-01.jpeg

Cox's BazarLocation Map

কিন্তু তবুও মানুষ অল্প সময়ের মধ্যে সম্পদশালী ও প্রাচুর্যতা অর্জন করার লক্ষ্যে বেশিরভাগ সময় অসৎ কাজ করে বসে । ঘুষ দুর্নীতি অন্যায় অনিয়ম বর্তমান পৃথিবীতে চারিদিকে ছড়িয়ে গিয়েছে শুধুমাত্র মানুষের অতিরিক্ত চাহিদা পূরণের ইচ্ছার কারণে। চেয়ে নিজেকে বড় করে তৈরি করতে গিয়ে মানুষ নিজেকে অন্যায়ের দিকে ঝুকিয়ে ফেলছে। যার ফলে সে মানসিক শান্তি হারিয়ে ফেলে এবং মানুষের অন্তরে একজন অসৎ ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়ে যায়। একজন অসৎ ব্যক্তি কিংবা সম্পদশালী ব্যক্তিকে সামনাসামনি মানুষ সম্মান প্রদর্শন করলেও পেছন থেকে কিন্তু মানুষ তাকে সম্মান প্রদর্শন করে না। কিন্তু একজন সৎ ব্যক্তি যেমন সামনাসামনি-সম্মানিত ঠিক তেমনি পেছন থেকেও মানুষ থাকে সমপরিমাণ সম্মান করে। সুতরাং অতিরিক্ত অর্জন করার পেছনে না ছুটে নিজের চাহিদাকে সংকুচিত করার মাধ্যমে আমরা যদি একটি সহজ সুন্দর জীবন অতিক্রম করি তাহলে আমাদের সকলের জীবন সুন্দর ও শান্তিময় হবে ।চাহিদাকে সংকুচিত করতে শিখুন এবং নিজের অল্প আয়ের মাধ্যমে জীবনকে পরিকল্পিতভাবে পরিচালনা করতে শিখুন। আমরা আমাদের জীবনকে যতটা নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করতে পারব আমাদের জীবনটা ততই সুন্দর ও সহজ হবে। সেই সাথে আমাদের সমাজ ও রাষ্ট্র ও শৃঙ্খলিতভাবে পরিচালিত হবে।

20210621_182912-01.jpeg

Cox's BazarLocation Map

আমরা সবাই যদি সম্মিলিতভাবে একত্রিত হয়ে সৎ পথে নিজেদের জীবন অতিক্রম করি এই সমাজ জাতি ও রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ব্লগটি করার জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে।

ইনশাআল্লাহ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.

  • Please vote and comment each other increase engagement.
DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25NO
Voting CSI10.0 ( 0.00 % self, 104 upvotes, 34 accounts, last 7d )
Period11/10/22
Transfer to VestingPowerUp : 1.58 STEEM
Cash Out
0
ResultNO Club

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application