আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে জীবনের বিভিন্ন বিষয় উপলব্ধির মধ্যে থেকে আরও একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। মানুষের সারা জীবনই শিক্ষার উপর নির্ভর করে ।প্রতিদিন আপনি নতুন নতুন বিষয় শিখতে পারবেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে সামাজিক এবং পারিবারিক শিক্ষা সবচেয়ে বড়। প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে আপনি যা অর্জন করতে পারবেন বাস্তবতায় এসে সেটা পুরোপুরি বিপরীত। তাই নিজেকে সামাজিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।
বর্তমান সমাজে আমরা আমাদের চারপাশে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই অনেক শিক্ষিত মানুষ যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত।
সে মানুষগুলো যখন সামাজিকতার সাথে মিশে যায় তখন তাদের নৈতিকতা খুবই খারাপ ।একজন ব্যক্তি শিক্ষিত হয়ে সার্টিফিকেট অর্জন করতে পেরেছে কিন্তু সমাজ পরিবর্তন করার ক্ষেত্রে তারা কোন উল্লেখযোগ্য ভূমিকা রাখেনা।
বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা যেটা দেখছি সেটা হচ্ছে শিক্ষিত শ্রেণীরা যখন উচ্চ কোন পদে যাচ্ছে তখন তারাই বড় বড় দুর্নীতিতে অংশগ্রহণ করছে ।
এক শ্রেণীর চোর আছে যারা আমাদের কাছ থেকে যখন ছোটখাটো কোন জিনিস চুরি করে তখন তাদেরকে ধরে আমরা গনধুলাই দি এবং বেঁধে রাখি।
কিন্তু এখন বর্তমান প্রজন্মের শিক্ষিত শ্রেণীর মানুষ রয়েছে যারা উচ্চ পদে বসে টেবিলের নিচ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। আমরাই হলাম তারা যারা নিজেদের অবৈধ কাজকে বৈধভাবে করে নেওয়ার জন্য এই শ্রেণীর মানুষগুলোকে অর্থ দিয়ে যাচ্ছি ।
সেই শিক্ষিত মানুষগুলোই বা কতটুকু শিক্ষা অর্জন করল যে একটা অনৈতিক কাজের জন্য যাচাই বাছাই না করেই সে পারমিশন দিয়ে দিল। এবং নিজের অবস্থার উন্নতির জন্য সে গোপনে কিছু অর্থ নিয়ে নিল। একটি বারের জন্যই আমরা চিন্তা করছি না এই যে একটি অবৈধ কাজ কিংবা অনৈতিক কাজে সহযোগিতা করার জন্য যে আমি একটি ভূমিকা পালন করছি এটার জন্য আমার অবস্থান কি হতে পারে।
আপনার সেই শিক্ষার কোন মূল্য নেই যে শিক্ষা এই সমাজে উন্নতি কিংবা শান্তি অথবা অরাজকতা দূর করার পেছনে যদি কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করে ।
আপনি শুধু পুস্তকের শিক্ষায় শিক্ষিত আপনি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারেননি ।আপনি এখনো মূর্খই রয়ে গিয়েছেন ।
আপনাকে যে শিক্ষিত বলবে সে ব্যক্তিটাও মূর্খ বলে মনে করি।
সমস্যা হচ্ছে বর্তমান সমাজে আমরা প্রকৃত মানুষকে মূল্যায়ন করি কম এবং সেইসব মুখোশধারী ব্যক্তিগুলোকে মূল্যায়ন করে বেশি। যাদের অর্থ সম্পদ প্রাচুর্যতা রয়েছে কিংবা ক্ষমতার দাপট রয়েছে সেই ব্যক্তি অসৎ হলেও আজ সমাজে সেই ব্যক্তিগুলোই সম্মানিত ।
বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে প্রধান অতিথির চেয়ার তাদের জন্য খালি রাখা হয়।
আচ্ছা মানুষ মানুষকে মূল্যায়ন করা ভুলে গিয়েছে সৎ মানুষের মূল্যায়ন না থাকার কারণে এই সমাজে অসৎ মানুষ চারিদিকে ছড়িয়ে পড়ছে। অসৎ কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে অসৎ ব্যক্তি গুলো ক্ষমতার চেয়ারে বসার কারণে এবং আমাদের মত কিছু মানুষ তাদের পেছনে সাপোর্টার হিসেবে থাকার কারণে তারা তাদের অসৎ কাজগুলো নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছে । আমরাও চুপচাপ দাঁড়িয়ে দেখছি ।
অন্যায় আজ আমাদের চোখের সামনে ঘটে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এর কোন প্রতিবাদ আমরা করি না।
প্রতিবাদ না করার পেছনেও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে
যেমন আপনি যদি প্রতিবাদ করার জন্য দাঁড়ান তবে আপনার সঙ্গে প্রতিবাদী হয়ে অন্য একজন দাঁড়াবে সেই ভরসা আজকে আমাদের মধ্যে নেই। তাই একজন সৎ ও প্রতিবাদী ব্যক্তি যখন কোন অন্যায় দেখে তখন সে অন্যায়ের প্রতিবাদ করার জন্য দাঁড়ানোর সাহস পাচ্ছে না ।
কারণ আমাদের সমাজে বেশিরভাগ মানুষ অন্যায় দেখলে চুপ থাকে এবং তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে ।
আজ আমরা যদি আমাদের মন মানসিকতা একটু পরিবর্তন করি এবং অন্যায়ের প্রতিবাদে নিজেদেরকে সোচ্চার হিসেবে গড়ে তুলি
।তবে অবশ্যই সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করা সম্ভব ।
আমাদের উচিত সেইসব ব্যক্তিগুলোকে সাপোর্ট করা যারা এই সমাজের সৎ চিন্তা নিয়ে বসবাস করে । সমাজের জন্য ভালো কিছু করার আশা রাখে ।
সেইসব মানুষের পেছনে দৌড়ানোর কোন প্রয়োজন নেই যারা অর্থ সম্পদ গড়ার পেছনে দৌড়াচ্ছে এবং সমাজে বিশৃঙ্খলা দমনে তাদের কোন হাত নেই।
তাই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমাদেরকে এক হতে হবে এবং আমাদের অধিকার সচেতন হতে হবে।
একটা কথা আমাদের মনে রাখতে হবে অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে দুইজনই সামান অপরাধী।জালিমের জুলুমের চেয়ে নিরব সহ্য করা জনগণ অপরাধী বেশি।
কারণ জুলুম সহ্য করতে থাকার কারণে জালিম জুলুম করার সাহস পায় ।
অপরাধ আপনার চোখের সামনে ঘটলে আর সে অপরাধ যখন আপনি নিশ্চিন্তে চুপচাপ সহ্য করতে থাকবেন তখনই অপরাধী অপরাধ করার সাহস আরো বেশি পায় ।অপরাধ করার মন-মানসিকতা তৈরি হওয়ার আগেই যদি অপরাধীকে আটকে রাখা যায় তবে অপরাধ করার প্রবণতা সমাজ থেকে ধীরে ধীরে কমে যাবে।
সুতরাং আসুন আমরা নিজেদের অবস্থান থেকে এই সমাজে সুন্দর করার জন্য কাজ করি ।এবং যখন কোন অপরাধ দেখব সেই অপরাধের বন্ধের জন্য মানুষকে উদ্বুদ্ধ করি।
আমরা সকলে সমন্বয় করে যদি এই সমাজ পরিবর্তন করার জন্য চেষ্টা করি তবে অবশ্যই এ সমাজে শান্তি-শৃঙ্খলা বিরাজ করবে। এবং একদিন একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজে আমরা বসবাস করতে পারবো।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত ব্লগটি পড়ার জন্য আশা করি আরো একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।
ইনশাল্লাহ
Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.
Determination of Club5050 Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit