বাংলাদেশের বর্তমান যে কয়েকটি ঋতু রয়েছে তার মধ্যে শীতকাল অন্যতম। দেশে এখন তিন মাসেরও বেশি সময় ধরে শীত পড়ে। শীতকাল কিছু কিছু মানুষের জন্য কখনো যোগ্যত হলেও কিছু অধিকাংশ মানুষের জন্য এটি একটি কষ্টদায়কৃত। শীতকালে আবার বাংলাদেশে প্রচুর পরিমাণে সবজির ফলন হয়। শীতকালে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। ফুলকপি বাঁধাকপি গাজর সবশা থেকে শুরু করে বিভিন্ন সবজি একমাত্র শীতকালে ভালোভাবে পাওয়া যায়। তাই শীতকালে যদি পরিপূর্ণভাবে সবজি চাষের দিকে মনোযোগ দেওয়া যায় তাহলে ভালো ফল পাওয়া সম্ভব। গ্রামের বাড়িতে অধিকাংশ জায়গাতে মানুষ তাই শীতকালে সবজি চাষের দিকে মনোযোগ দেয়।
সবজি চাষের মাধ্যমে ভালো একটি ব্যবসা করা সম্ভব। আপনি যদি পরিকল্পিতভাবে সুন্দর পরিচর্যার মাধ্যমে সবজি চাষ করতে পারেন তাহলে শীতকালে আপনি ভালো ফলন পেতে পারেন। একজন উদ্যোক্তারের জন্য এটি একটি ভালো সময়। সকালের লাভজনক সবজি এগুলোর মধ্যে ফুলকপি বাঁধাকপি লাউ মিষ্টি কুমড়া মরিচ ইত্যাদি। তবে কম সেচের মধ্যে উত্তম ফলন পেতে চাইলে মরিচ উৎপাদন করা যেতে পারে। অল্প সময়ের মাধ্যমে মরিচ উদপাদনে একটি ভালো ফসল পাওয়া সম্ভব। তাই শীতকালে গ্রামের জমিগুলোতে বেশিরভাগ সময় দেখা যায় মরিচ চাষ করতে।
বর্তমানে আমাদের গ্রামের চারপাশে অনেক রকমের সবজির ফলন করা হয়েছে। এরমধ্যে সিম অন্যতম। অল্প সময়ের মধ্যে ভালো ফলন পাওয়ার জন্য সীমও একটি গুরুত্বপূর্ণ ফসল। উপযুক্ত পরিচর্চা করে সিম ফসল পলাতে পারলে ভালো ফলন পাওয়া যায়। আমাদের বাড়ির আঙ্গিনায় অল্প উপরে সরে আমরাও সিমের চাষ করেছি।
৪-৫টি সিমের চারা রোপন করতে পারলেই পুরো শীত সিজনে আপনারা নিজেদের গাছ থেকে খেতে পারবে।
সার্বিকভাবে বিবেচনা করলে বোঝা যায় যে শীতকাল আসলে খারাপ দিক থাকলেও এর ভালো দিক রয়েছে। প্রত্যেকটা হৃদয় আমাদের জন্য উপকারী। পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্যই মহান আল্লাহ প্রত্যেকটা ঋতু সুন্দরভাবে তৈরি করেছেন। আমরা একটু যত্ন সহকারে থাকতে পারলেই পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখারই পড়ার জন্য ।
পুনরায় নতুন কোন লেখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।
বাসা বাড়ির আঙিনাতে সবজি চাষ করা খুবই সুন্দর একটি উপযুক্ত জায়গা। তবে এখন আমার বাসায় এরকম আঙিনাতে কোন জায়গা নেই সে কারণে বাসার ছাদে সবজি চাষ করি এবং সেখান থেকে খাওয়ার মতো সবজি ব্যবস্থা করা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Right brother
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাড়ির আশে পাশে সবজি চাষ করে অনেক চাহিদা পূরন করা সম্ভব। সবজি চাষ করলে বাজারের ফরমালিন মুক্ত সবজিও খেতে হয় না তাই সবার উচিত বাড়ির আঙ্গিনায় সবজি চাষ করা,সিম আমার খুব প্রিয় একটি সবজি। অনেক সুন্দর লিখছেন ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks brother
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.
Review |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit