আসসালামু আলাইকুম
আরো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
আশা করি আপনারা সবাই ভাল আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।
কক্সবাজারে যখনই ভ্রমণ করতে আসি আমি চেষ্টা করি কক্সবাজারের যত রকমের সৌন্দর্য স্থান আছে সেগুলো সম্পর্কে আপনাদের বর্ণনা দেওয়ার। এখন কক্সবাজারের কোন সৌন্দর্যমন্ডিত স্থানে যখন আমি ভমন করতে যাই তখন আপনারা সেখানে কিভাবে যাবেন কিভাবে গেলে আপনাদের জন্য সহজ হবে এবং সেখানে আপনার কি কি দেখতে পারবেন সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে থাকি।কক্সবাজার সব চাইতে সৌন্দর্য স্থান হচ্ছে সমুদ্র সৈকত আর এখানে আরো একটা চমৎকার দৃশ্য আপনারা দেখতে পারবেন সেটা হল পাহাড়। সাগর এবং পাহাড়ের চমৎকার এই দৃশ্য শুধু মাত্র কক্সবাজারেই দেখতে পাওয়া যায়। কক্সবাজারের পাহাড়ি এলাকার যে সৌন্দর্যমন্ডিত পর্যটন স্থানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি হল দরিয়া নগর।
কক্সবাজারে যারাই আসে তারা সর্বপ্রথম ভ্রমণ করার জন্য লাবনীর পয়েন্ট সুগন্ধা পয়েন্ট কিংবা কক্সবাজারের কলাতলের আশেপাশে ভ্রমণ করা যাওয়ার চেষ্টা করে। কিন্তু যারা কয়েক দিনের পরিকল্পনা নিয়ে আছে তারা চেষ্টা করে কক্সবাজারের দূরের যে স্থানগুলো রয়েছে সেগুলো একটু পরিদর্শন করার। তবে যারা বারবার সুগন্ধা কিংবা কলাতলী পয়েন্টে এসে ঘোরাঘুরি করে বিরক্ত হয়ে গিয়েছেন কিংবা নতুন কোনো স্থানে যাওয়ার ব্যাপারে আপনাদের কাছে কোন ছুটি ইনফরমেশন নেই তারা চাইলেই একদিনের তোরে দরিয়া নগরে ভ্রমন করে আসতে পারেন। কলা তুলি মোড় থেকেই মাত্র দশ টাকা খরচ করে আপনারা পৌঁছে যেতে পারবেন দরিয়া নগর এলাকায়। এখানে আপনারা সমুদ্রের সুন্দর ঢেউ ঝাও বাগান এবং পাহাড়ের সৌন্দর্য তিনটাই উপভোগ করতে পারবেন।
টার্মিনাল থেকে নেমে কলাতলী পয়েন্টে আসার পর আপনারা মেরিন ড্রাইভ রোডের দিকে যে গাড়িগুলো যায় সেগুলোতে উঠে গেলেই লোকাল দশ টাকা খরচ করে চলে যেতে পারবেন। যদি আপনারা পাঁচ-ছয় জনের একটা বড় টিম হয়ে থাকেন তাহলে সর্বোচ্চ ১০০ টাকা খরচ করেই আপনারা কলাতলী মোড় থেকে ধরে পৌঁছে যেতে পারবেন। যদি সকাল 11 টা বা বারোটার মধ্যে আপনারা যান তাহলে বিকাল পর্যন্ত দরিয়া নগরের আশেপাশের যে সৌন্দর্য স্থানগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই আপনারা পরিদর্শন করতে পারবেন এবং রিল্যাক্স এ সন্ধ্যার মধ্যে সেখান থেকে ফিরে আসতে পারবেন। দরিয়া নগরে গেলে আপনারা কি কি দেখতে পারবেন এবং এখানে কোন কোন জায়গায় গেলে আপনাদের ভালো হবে সেই বিষয়টা নিয়ে পরবর্তী আরো একটি ব্লকের মধ্যে আপনাদেরকে জানাবো।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।