কাপ্তাইয়ার সৌন্দর্য উপভোগ এবং দারুন সব প্রাকৃতিক ফল আহার করলাম

in hive-170554 •  9 months ago 

আসসালামু আলাইকুম
আরো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
আশা করি আপনারা সবাই ভাল আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।

IMG_20240121_121520.jpg

IMG_20240121_121524.jpg

KaptaiLocation Map

চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের সবচাইতে সুন্দর এবং ভ্রমণ করার উপযুক্ত একটি বিভাগ। যার কারনে প্রচুর পরিমাণে পর্যটক প্রতি বছর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ভ্রমন করার জন্য আসে। চট্টগ্রামের মধ্যে পাহাড় নদী এবং সাগর প্রত্যেকটা সৌন্দর্য একসঙ্গে উপভোগ করা যায়। শুধু মাত্র চট্টগ্রাম জেলার আশেপাশে যে কয়েকটি জেলার রয়েছে সেগুলো এতটাই দৃষ্টিনন্দন এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা যে এখানে আসলে মন মুগ্ধ হবেই। এর মধ্যে অন্যতম একটি হলো কাপ্তাই। কাপ্তাই যখন আপনারা যাবেন তখন এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনারা অবশ্যই মুগ্ধ হবেন। কাপাইতে ভ্রমণ করতে গেলে এখানকার পাহাড়ের এবং সুন্দর লেকের সৌন্দর্য উপভোগ করা যাবে। চট্টগ্রাম শহর থেকে চাইলে মাত্র ৫০০ টাকার মত খরচ করে আপনারা একদিন কাপ্তাই এলাকার বিভিন্ন পর্যটন স্থান ভ্রমণ করে আসতে পারবেন। আমি যখনই কোন নতুন স্থানে ভ্রমণ করতে যাই তখনই চেষ্টা করি সেই এলাকার সৌন্দর্য সম্পর্কে কিছু লেখার। আজকে আপনাদের কাপ্তাই সম্পর্কে কিছু জানাতে চেষ্টা করব এবং এখানে গেলে কোন জায়গাটাতে আপনারা ভালো কিছু পাবেন সেটা জানাবো।

IMG_20240121_113711.jpg

KaptaiLocation Map

কাপটাইতে কিন্তু যাওয়ার আগে লেবু বাগান নামে একটি স্থানে যেতে হবে চট্টগ্রাম শহর থেকে। চট্টগ্রাম শহর থেকে লেবু বাগানে যাওয়ার পর সকাল বেলা আপনারা খুব অল্প টাকা দিয়ে কিন্তু ভালো মানুষের খাবার খেতে পারবেন। কারণ এখানে বেশ কয়েকটি হোটেল রয়েছে যেখানে সকালবেলা খিচুড়ি পরোটাসহ বিভিন্ন রকমের মানসম্মত খাবার পাওয়া যায়। কাপ্তাইয়ে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো সম্পর্কে আজকে টুকটা আপনাদের জানাতে চেষ্টা করব। লেবু বাগানে একদম সকাল সকাল যদি আপনারা চলে যান তাহলেই কাপ্তাই ভ্রমণের জন্য উপযোগী হবে। চেষ্টা করতে হবে একদম সকাল বেলা সাতটার মধ্যে রওনা দেওয়ার জন্য তাহলেই নয়টার আগেই আপনারা লেবু বাগানে পৌঁছে যেতে পারবেন। লেবু বাগান থেকে চল্লিশ টাকা খরচ করার মাধ্যমে কাপ্তাই এর মূল স্টেশনে পৌঁছে যাওয়া যায়। মূল স্টেশন থেকে কাপ্তাই ভ্রমণ করার জন্য বেশ কয়েকটি জায়গা আছে তার মধ্যে নৌবাহিনী এবং সেনাবাহিনীর দুইটি সুন্দর লেক রয়েছে সেখানে মূলত সবচাইতে বেশি ভ্রমণ করার জন্য পর্যটক যায়। এজন্য এখানে সর্বপ্রথম আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সেনাবাহিনীর যে লেকটা রয়েছে ওটাতে সবার আগে চলে যাওয়া। একটা রিজার্ভ সিএনজিতে করে যদি যাওয়া যায় তাহলে এক দুই ঘন্টা সেখানে সময় কাটালে 300 থেকে 400 টাকা ভাড়া নিতে পারে। সেনাবাহিনীর যে লেক রয়েছে সেটা একটু আকারে নৌবাহিনী লেক তুলনায় বড়। লেকের পাশেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার পেয়ে যাব। পাহাড়ি এলাকায় গেলে অবশ্যই যে জিনিসটা আমাদের মিস করা উচিত না সেটা হলো পাহাড়ের বিভিন্ন রকমের ফল। কারণ এখানে একদম প্রাকৃতিক কোনো রকমের কেমিক্যাল ছাড়া ফল পাওয়া যায়। পাহাড়ের নিকটে বিভিন্ন রকমের পাহাড়িদের চাষ করা বাগান থাকার কারণে সেখান থেকে সহজেই আনারস পেঁপে পেয়ার আমলকি বেল সহ বিভিন্ন রকমের ফল এখানে বাজারে ওঠে। বাজার ছাড়াও আমরা যখন লেকের ভিতরে থাকবো তখন ছোট ছোট কিছু পাহাড়ীদের দোকান রয়েছে যেখানে একদম অল্প দামে এই ফলগুলো পাওয়া যায়।

IMG_20240121_113318.jpg

KaptaiLocation Map

আমরা চাইলে এই মাত্র ১০ টাকার বিনিময়ে একটু ছোট সাইজের এবং ২০ টাকা দিয়ে একটু বড় মাপের আনারস খেতে পারি যে আনারস টার যদি আমরা শহর থেকে কিনি তাহলে কম করে হলেও ৪০ টাকা দাম পড়বে। পাহাড় এই চাষ করার কারণ নেই একদম নিকটে এই ফলগুলো বিক্রি করে যার কারণে টাটকা এবং মিষ্টি হয় এই ফলগুলো। এবং এখানের আরও ফল পাওয়া যায় সেটা হচ্ছে বড় আকৃতির পাহাড়ি পেঁপে। আমরা সাধারণত আমাদের এলাকায় যে পেপে গুলো খাই ওগুলোর তুলনায় পাহাড়ি এলাকায় যে প্রেমগুলো পাওয়া যায় সেগুলোর তুলনামূলকভাবে অনেক বেশি মিষ্টি হয়। এবং সেইসাথে এই এলাকায় প্রাপ্ত ফলগুলোর দামও কিন্তু আমাদের শহরের এলাকার ফলের তুলনায় অনেক কম। ভ্রমণ করতে গেলে অবশ্যই সেই নির্ধারিত এলাকার যে ঐতিহ্যবাহী খাবার গুলো পাওয়া যায় সেগুলো আমাদের টেস্ট করে দেখা উচিত। আপনাদের সবাইকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ভ্রমণ করার জন্য আহ্বান করছি এবং অবশ্যই চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারগুলোও টেস্ট করে দেখবেন।

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Mountain fruits are really delicious to eat, they are more beneficial for health than other fruits because when we eat mountain fruits, our body gets excited and enters the body like the price commission of these fruits. I wish that the mountain fruits that I ate in Sajek are still stuck in my mouth.