আসসালামু আলাইকুম
আরো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
আশা করি আপনারা সবাই ভাল আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।
আমরা নেট কানেকশন থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমাদের দেশের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি কখন স্বাভাবিক হবে সেটা আমরা এখনো পর্যন্ত বলতে পারছিনা। গ্রামের বাড়িতে এসে সময় কাটাচ্ছি প্রায় অনেকদিন হয়ে গেল। এখনো পর্যন্ত দেহের পরিস্থিতি খারাপ থাকার কারণে ব্যবসার পরিস্থিতিও খুব একটা ভালো না তাই পুনরায় ব্যবসা প্রতিষ্ঠানেও যাওয়া সাহস পাচ্ছি না। এরমধ্যে দিনগুলো কাটছে অবসরে এবং দুশ্চিন্তায়। গত তিন চার দিন ধরে প্রচুর পরিমানে বৃষ্টি হচ্ছে এবং বলতে গেলে প্রায় চারিদিকেই বন্যায় প্রবাহিত। যেসব এলাকায় পানি পরিপূর্ণ হওয়ার কথা সেই সব এলাকা প্রবাহিত হয়েছে সেটার পাশাপাশি এমন সব এলাকায় পানি বদ্ধ দা হয়েছে যেখানে কখনো পানি জমে নি। দেশের পরিস্থিতি এবং সেই সাথে বৃষ্টির পরিস্থিতি সবগুলো মিলিয়ে যে জীবন যাত্রার মান অনেকটা জটিল হয়ে পড়েছে। তিন দিন ধরে এরকম একটি কঠিন পরিস্থিতিতে পার করছি।বর্ষাকাল অবশ্যই প্রাকৃতিকভাবে সাম্যের জন্য প্রয়োজন কিন্তু বর্ষার মাত্রা যখন অতিরিক্ত হয়ে যায় তখন প্রত্যেকটা মানুষের সাধারণ জীবন যাপনের উপর একটা কঠিন প্রভাব পড়ে। এই জীবন যাত্রার মান যখন ব্যাহত হয় তখন প্রত্যেকের জীবনের পরিস্থিতি বদলে যায়।
অনেকদিন পর্যন্ত বাড়িতে বেকার বসে থেকে সময়টা অতিক্রম হতে চাচ্ছেনা। আবার পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারনে ব্যবসা প্রতিষ্ঠান চালু করব সেই সুযোগটা নেই। অনলাইন প্লাটফর্মে যে উদ্যোগের জীবনটা পরিচালনা করতাম দীর্ঘদিন পর্যন্ত ফেসবুক বন্ধ থাকায় সেই প্ল্যাটফর্মে অনলাইনের কোন কার্যক্রম চালু রাখতে পারেনি। চার কারণে অনলাইনে নিজের যে একটা ভালো পরিচিতি ছিল সেটার সার্ভার ডাউন হওয়ার কারণে রিচ অনেকটা কমে গেছে। এই 15 দিনে একজন উদ্যোক্তা যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আপনার করতে সময় লেগে যাবে অনেক। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি সবচাইতে বেশি ক্ষতি হয়েছে পরিচিতির। কারণ ফেসবুকে নিজের অবস্থান তৈরি করা যতটা কঠিন তার চেয়ে সহজ যে পরিচিতি হারিয়ে যায়। নিয়মিত কোন ফেসবুক গ্রুপে কিংবা পেইজে যদি যথাসময়ে আপডেট দেওয়া না হয় তাহলে সেই পেইজের সার্ভার ডাউন হয়ে যায়। এবং সেই সাথে ফলোয়ারদের পরিমাণও কমে যায় কারণে যারা অনলাইন ভিত্তিক কিংবা ফেসবুক কেন্দ্রিক ব্যবসা পরিচালিত করে তাদের ওপর কঠিন প্রভাব আছে। আমিও এর ব্যতিক্রম নয় যেহেতু আমার অনলাইনে একটা উদ্যোগ রয়েছে।
সব মিলিয়ে কঠিন একটা জীবন পাঠ করছি গত দুই-তিন দিনের বৃষ্টিতে পানি এতটা পরিমাণ হয়েছে যে আর একটু বেশি যদি বৃষ্টি পড়তো হয়তোবা আমাদের ঘরের মধ্যে পানি প্রবেশ করত। রাস্তা থেকে প্রায় দুই থেকে তিন ফুট উচ্চতায় তৈরি করা বাড়ির মধ্যেও পানি চলে আসার সম্ভাবনা রয়েছে এমনিতেও আমাদের এলাকা উঁচু এলাকা। সব মিলিয়ে সমগ্র বাংলাদেশের মানুষ একটা কঠিন সময় পার করছে সবার জন্য দোয়া রইল।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit