The dairy game।একটি ঘূর্ণিঝড়ের ক্ষুদ্র পরিসরে অতিবাহিত হয়ে গেল 17 November 2023

in hive-170554 •  last year 

আসসালামু আলাইকুম
আবারো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।

একটা সময় বাংলাদেশকে আমরা ছয় ঋতুর দেশ হিসেবে জানতাম। কিন্তু আস্তে আস্তে প্রাকৃতিক বিপর্যয়ের সাথে সাথে আমাদের দেশের ভিতরে পরিবর্তন হয়েছে। এখন বাংলাদেশে আর ছয় ঋতুর দেশ বলা যায়না মূলত তিনটা দেখা যায়। গীষ্ম বর্ষা এবং শীত খাবারের এতগুলোর মধ্যে কোন ধারাবাহিকতা নেই। শীত এবং গরম কাল একটা নির্ধারিত সময় অনুভব করা গেলেও বর্ষাকালটা এখন বোঝা যাচ্ছে না কোন সময়ের মধ্যে আসবে। নভেম্বর মাসটা বাংলাদেশের জন্য শীতের শুরুর মাস হলেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় শীত শুরু হয়েছে কিন্তু কিছু যায় কিছু জায়গায় আবার প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। যেমন আমাদের এলাকা চট্টগ্রাম বিভাগের মধ্যে বিশেষ করে চট্টগ্রাম জেলা এবং কক্সবাজার জেলায় গত ৪/৫ দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাই এখনো পর্যন্ত আমাদের এখানে শীতকালে এসেছে নাকি বর্ষা কাল থেকে বোঝা যাচ্ছে। গত পরশুদিন এখানে একটা ঘূর্ণিঝড়ের জন্য সতর্ক সংকেত দেয়া হয়েছিল।

20231117_163141.jpg

20231117_161519.jpg

AnowaraLocation Map

সারাদিন মোটামুটি মেঘলা আকাশ ছিল এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সন্ধ্যার পর থেকেই হালকা ঝড় বাতাস শুরু হয়েছে। এই সময়টাতে আমরা সবাই ঘরের ভিতরেই ছিলাম শীতকালে বৃষ্টির সময় এই ধরনের বাতাস হবে সেটা আমরা চিন্তা করেনি। গত মাসেও একটা মোটামুটি ভয়াবহ গরু নিয়ে যাওয়া কক্সবাজার এলাকায় আঘাত এনেছে এবং বেশ ক্ষতি করেছে। যার ফলে এখন আমাদের এলাকায় সতর্ক দিলে টেনশনের মধ্যে থাকে যে কখন কি হয়ে যায়। সকালের মধ্যে আমরা যখন ঘুম থেকে উঠলাম তখন পরিবেশ পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল এবং বোঝা যাচ্ছে যে বাতাস হলেও ততটা ক্ষয়ক্ষতি আসলে করে। অবশ্যই আলহামদুলিল্লাহ একটা ভালো দিক।এই বাতাসের ফলে কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা পর্যবেক্ষণ করার জন্য আমাদের গ্রামের চারপাশে একটু হাটাহাটি করলাম।

20231117_163408.jpg

AnowaraLocation Map

এইরকম একটা বড় ঘূর্ণিঝড় যখন কোন এলাকায় আসে এবং সেটা যখন বড় ভাবে আঘাত আনে তখন প্রচুর পরিমাণে ক্ষয় হতে হয় এমন জনজীবন বিপর্যয় পড়ে। তাই অবশ্যই ঘূর্ণিঝড় এটার সাথে মোকাবেলা করার মত কোন সামর্থ্য আমাদের নেই তাই সতর্কতামূলক যে প্রস্তুতিগুলো রাখা দরকার সে প্রস্তুতি গুলো আমাদের রাখতে হবে। আমার দেড় ঘূর্ণিঝড়ের আগে মোটামুটি একটা প্রস্তুতি থাকলে বিরাট এবং জান মালের ক্ষয় থেকে আমরা সামান্য হলেও রক্ষা করতে পারবো। এবং ঘূর্ণিঝড় থেকে মহান আল্লাহ আমাদের কে রক্ষা করুক এবং আমরা সবাই সবসময় সচেতন থাকবো এই আহ্বান জানাচ্ছি।

20231117_161926.jpg

AnowaraLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। আমরা দেশের একটু ভিতরের দিকে থাকায় ঘূর্নিঝড়ের প্রকোপ অতটা বুঝতে পারিনা।আল্লাহ সবাইকে প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে রক্ষা করুন।

ইনশাআল্লাহ