আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আরও একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।
চট্টগ্রাম বিভাগ ভ্রমণ করার জন্য একটি আদর্শ জায়গা। এখানে চমৎকার চমৎকার সব দর্শনীয় স্থান রয়েছে তাই প্রতি বছর প্রচুর পরিমাণে পর্যটক চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভ্রমণ করার জন্য আসে। তোমাগো ক্রমে আমি যেহেতু চট্টগ্রাম জেলার বাসিন্দা তাই এখানকার চমৎকার সব সৌন্দর্যমন্ডিত স্থান দেখার সুযোগ হয়েছে। কিছুদিন আগে চট্টগ্রাম শহরে গিয়েছিলাম একটা বিশেষ কাজে। বিশেষ কাজটা ছিল মূলত আমার একটা চাচু ওকে নিয়ে ঢাকাতে যাবো। কিন্তু ঢাকা যাওয়ার জন্য যে গাড়িটা টিকেট করা হয়েছিল সেই গাড়িটা ছিল একদম সর্বশেষ গাড়ি। তা আমার হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল আমি বিকাল থেকে চট্টগ্রাম শহরে চলে গিয়েছিলাম। এর মধ্যে গিয়ে আমার বন্ধুকে কল করলাম এবং তাকে আমার সাথে সময় দেওয়ার জন্য ডেকে নিলাম। আমি ঘর থেকে বের হওয়ার সময় তাকে বলে দিয়েছিলাম যে আমি আরো অনেক ৪:৩০ এর মধ্যেই দুই নাম্বার গেট উপস্থিত থাকবো ও যেন এর মধ্যে এর আশেপাশেই থাকে।
আমি দুই নম্বর গেটে উপস্থিত হয়ে যখন দেখলাম সে আগের থেকেই সেখানে উপস্থিত ছিল। যেহেতু সে চট্টগ্রাম শহরের মধ্যেই থাকে তাই তারা আসতে বেশি সময় লাগে না। দু বন্ধু মিলে অনেকক্ষণ পর্যন্ত দুই নাম্বার গেটের বিপ্লবী উদ্যানে বসে আড্ডা দিলাম এটা আমাদের জন্য একটি আদর্শ জায়গাতে রূপান্তরিত হয়ে গিয়েছে। আমরা প্রায়ই সময়ে এই জায়গায় গেলে দুই নাম্বার গেইটের বিপ্লবী উদ্যানে বসেই আড্ডা দেই। সন্ধ্যা পর্যন্ত দুই বন্ধু মিলে বিপ্লবী উদ্যানে অপেক্ষ করলাম এবং সন্ধ্যার পরে আমরা জিসি মোড়ের দিকে চলে গেলাম। সালমার শপিং সেন্টারে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম কেনাকাটা করার কোন ইচ্ছা ছিল না কিন্তু এই শপিং হাটাহাটি করতে ভালো লাগে। কিছুক্ষণ এই শপিং সেন্টারের উপর থেকে নিচ পর্যন্ত হাটাহাটি করার পর আমরা চলে গেলাম দামপাড়া দিকে।
দামপাড়া তে যাওয়ার পর আমাদের মূল উদ্দেশ্য ছিল ঢাকার জন্য টিকেট কাটা তাই আমি সেঁজুতি পরিবহনের একটা স্লিপার টিকেট কেটে নিলাম। এরপর আমরা চলে গেলাম চট্টগ্রামের শিল্পকলা একাডেমী।শিল্পকলা একাডেমিতে ঢোকার পরে দেখলাম অনেক লম্বা একটা ভিড় দাঁড়িয়ে আছে। হয়তোবা কোন একটা মঞ্চ নাটক পরিবেশিত হচ্ছে। প্রথমে চিন্তা করলাম টিকেট কেটে ভিতরে ঢুকে মঞ্চ নাটক উপভোগ করব কিন্তু আবার পরবর্তীতে চিন্তা করলাম অনেক দিন পর যেহেতু দুই ঘন্টা একসাথে হয়েছি তাই বসে বসে নিজেদের মধ্যে সময় কাটায়। তাই নাটক আর দেখা হলো না একে অপরের সঙ্গে পুরনো স্মৃতি স্মরণে করে কিছুক্ষণ আড্ডা দিলাম। রাত দশটার কাছাকাছি বন্ধুকে বিদায় দিয়ে গাড়ির অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।
👍👍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit