আসসালামু আলাইকুম
আবারো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।
আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে নিজের একটা সুন্দর বাড়ি হোক। মানুষ যে কাজই করে না কেন দিনশেষে একটা নির্ধারিত অর্থ পুঝি হিসাবে জমা করে স্বপ্নের বাড়ি নির্মাণ করার অর্থের জন্য। আল্লাহর অশেষ রহমতে আমার বাবা সরকারের চাকরি থেকে রিটায়ারমেন্ট করার আমাদের জন্য একটা পারেন নির্মাণ করে দিয়েছেন। অবশ্যই মহান আল্লাহর গ্রহের কারণে আমরা বর্তমানে এরকম একটা অবস্থানে আসতে পেরেছি। আমাদের নতুন করে হয়তোবা আর বাড়ি তৈরি করতে হবে না আমাদের জন্য প্রচারণা অনেক সহজ হয়ে গিয়েছে। পৃথিবীতে প্রত্যেকের এই ভালো অবস্থান থাকে না এটার জন্য অসংখ্য অসংখ্য শুকরিয়া মহান আল্লাহর দরবারে। মান করার পর বাড়ির অভ্যন্তরে আমরা নিজেদের মতো সাজাতে চেষ্টা করি।
আমাদের ইচ্ছা ছিল আমরা যেহেতু কক্সবাজার শহরে বড় হয়েছি তাই কক্সবাজারের মধ্যেই বাড়ি নির্মাণ করতে। কিন্তু আমার বাবা যেহেতু ছোট্ট গ্রামের ধর্ম গ্রহণ করেছে এবং তিনি তার মাতৃভূমিতে ফিরে এসে বাড়ী নির্মাণ করতে চেয়েছিলেন। তাই আমরা সবাই শেষ মুহূর্তে এসে চট্টগ্রামে ফিরে গেলাম আমার দাদুর বাড়িতে। বাড়ির নির্মাণের পর আমরা যার যার মত করে নিজের রুমে চেষ্টা করেছি। যখন অবসর সময় কাটাই তখন চেষ্টা করে বিভিন্ন রকমের জিনিস দিয়ে ঘর সাজাতে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ক্রিয়েটিভিটি থাকে তারা চাইলে ঘরে বই পড়ে থাকা অনেক জিনিস পরিকল্পনা করে নানা রকম শোপিস তৈরি করতে পারে। আমাদের বাড়িতে কিছু করি দেখ তো আর্টিফিশিয়াল ফুল ছিল এবং এই ফুল গুলো দিয়ে আমি কিছু একটা তৈরি করতে চেষ্টা করেছি। সাথে নতুন কিছু যোগ করার জন্য বাহির থেকে কিছু আর্টিফিশিয়াল পাতা নিয়ে এসেছি।
এ ছাড়বো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার আমরা একুরিয়াম ব্যবহার করতে পারি।নানা রকমের মাছের মাধ্যমে একুরিয়ামটাকে দারুনভাবে সাজানো যায়। আমার রুমের জন্য আমি একটা ছোট এ করি আমি কিনেছি এবং সেটা কে ছোট প্রজাতির কিছু একুরিয়াম ফিস এর মাধ্যমে সাধারণ ভাবে সাজাতে চেষ্টা করেছি। আমি যখন একা আমার রুমের মধ্যে বসে থাকে তখন এই মাছগুলোর দিকে এক বৃষ্টিতে তাকিয়ে থাকি আলাদা একটা ভালো লাগা কাজ করে এই সময়। সবাই চাইলে অল্প পরিসরে বিভিন্ন রকমের সবকিছু দিয়ে আপনাদের স্বপ্নের ঘরটা সাজাতে পারেন ।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।
Hi, Greetings, Good to see you Here:)
আপনি Diarygame, Any kind of Crafts , Drawing or Art , Recipe, Photography, Travel etc কন্টেন্ট শেয়ার এর মাধ্যমে আপনি শুরু করতে পারেন। এছাড়া আমাদের কমিউনিটি কর্তৃক আয়োজিত যেকোনো কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit