আমার নিজের ফটোগ্রাফি || আমার স্বপ্নের ফটোগ্রাফি || নং:০২

in hive-170554 •  3 months ago 

হ্যালো.......
আসসালামু আলাইকুম
আমার প্রিয় @steem4bangladesh কমিউনিটির বন্ধু গণ.

1000012785.png
Made by Canva

আসসালামু আলাইকুম,

প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। আমি ও আল্লাহ্ তায়ালার রহমতে ভালো আছি। আজ আমার নিজের কিছু স্বপ্নের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন।


অনেক দিন ঘুরাঘুরি হয় না তাই আজ একটু ঘুরতে বের হলাম। চারপাশে অসংখ্য ফুলের বাগান একটা মনোরম পরিবেশ। মন জুড়িয়ে যাবার মতো একটা জায়গা। হঠাৎ চোখে পরলো চোখ ধাঁধানো এক ফুলের। আমি সুযোগটি মিস করতে চাইলাম না। তুলে ফেললাম ছবি। একটি লাল ও একটি গোলাপী ফুল। আমি ফুলটির নাম জানি না, জানি না বললে ভুল হবে, এই মুহূর্তে মনে পড়ছে না। কেউ জানলে কমেন্টে জানিয়েন।

এই ফটোগ্রাফিটি একটু ভিন্ন। নিশ্চয় ছবিটি দেখে বুঝেছেন এটিকে কেনো ভিন্ন বললাম। ভিন্ন হলেও এই পোকা/মাছিটি আমাদের ও পরিবেশের জন্য বেশ উপকারী একটি মাছি। এটিকে আমরা মৌমাছি বা অনেকে মধু মাছি বলে থাকি। এটি ফুলের পরাগায়নে সাহায্য করে ফলে ফুল ফলে পরিণত করে। এটি আমাদের বাসার আম গাছে বাসা বা মৌচাক বেঁধেছিল।

1000012621.jpg


এখন যে ফটোগ্রাফিটি দেখছেন এটি আমাদের বাসার বড়ই গাছ। প্রকৃতির মাঝে কত সুন্দর ভাবে মিশে আছে গাছটি। নীল আকাশের সাথে বড়ই গাছটি আমার কাছে বেশ ভালো লাগায় একটি ছবি তুলে রেখেছিলাম। আসলে ছবি তুলতে বা ফটোগ্রাফি করতে কার না ভালো লাগে? পৃথিবীর প্রায় সকল মানুষই ছবি তুলতে ভালোবাসে।

1000012610.jpg


এঁকে বেঁকে চলা নদী কার না ভালো লাগে। এটি আমাদের কপাতক্ষ নদ। সূর্যাস্তের কিছু সময় আগে ও নদী খননের সময় তুলেছিলাম ছবিগুলো। মন জুড়ানোর মতো প্রকৃতির অপরূপ দৃশ্য।

পুরোনো সব কিছুই আমাদের ঐতিহ্য ও ইতিহাস বহন করে। তবে পুরাতন বাড়ি আমাদের একটা আলাদা ঐতিহ্য ও ইতিহাস বহন করে। নিচে যে বাড়িটি দেখছেন এটি মিয়া বাড়ি বা জমিদার বাড়ি। এটি ঝিনাইদহ জেলা, মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামে অবস্থিত। গ্রামের নাম যেমন সুন্দরপুর, গ্রামটি ও ঠিক মন জুড়ানো ছবির মতো সুন্দর।

1000012613.jpg
[ছবিগুলো ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন জায়গা থেকে তোলা।]


For Work I use:-

ডিভাইসRedmi 13c ও Vivo Y20
ফটোগ্রাফার@nirob1613
লোকেশনঢাকা ও ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলাবাহিরে

আমার পরিচয়


Canon EOS 1300D
আমি নাহিদ মোহাম্মদ নীরব। আমার ইউজার আইডি @nirob1613। আমি @steem4bangladesh-এ কাজ করছি বাংলাদেশের ঢাকা থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আশা করি সবাই পাশে থাকবেন।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...
  ·  3 months ago (edited)

অসাধারণ হয়েছে আপনার প্রতিটি ছবি,আপনি যদি এভাবেই ছবি উঠানোর কাজ চালিয়ে যেতে থাকেন, একদিন ইনশাআল্লাহ আপনি অনেক ভালো ফটোগ্রাফার হয়ে যাবেন,আর ভাইজান বাংলাতে লিখতে আমি নিজেও বাংলায় লিখতে স্বাচ্ছন্দবোধ করি।

ধন্যবাদ আপনাকে। আমার পোস্টটি পড়ে গঠনমূলক মন্তব্য করার জন্য।