Newcomers' Community তে আগে নিজেকে ভেরিফাই করুন। তারপর আমাদের কমিউনিটিতে নিয়মিত কাজ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি।
এছাড়াও একজন নতুন সদস্য এই প্লাটফর্ম ও আমাদের কমিউনিটির, তাই আপনার পোস্ট করার বিষয়ে কিছু দিকনির্দেশনা প্রদান করতে চাই যা আপনার এই প্লাটফর্ম এ চলার পথকে আরও সুগম করবে। 👇👇
প্রথমত আমি আপনাকে সকল এচিভমেন্ট টাস্ক গুলো সম্পর্কে ধারণা অর্জন করার জন্য পরামর্শ প্রদান করব কারণ এটা আপনাকে এই প্লাটফর্ম এর সকল বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা গ্রহণ করতে সাহায্য করবে।
আপনার প্রথম এচিভমেন্ট এর পর আপনি আপনার ব্লগিং চালিয়ে যেতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন যে একটা মানসম্মত পোস্ট এর জন্য আপনাকে আপনার পোস্টে ৩০০ শব্দের বেশি শব্দ ব্যবহার করতে হবে।
আমাদের কমিউনিটিতে সকল প্রকার প্লাগিরিজম বা AI ফ্রি কন্টেন্ট শেয়ার করতে পারবেন তবে আপনি Diarygame, Any kind of Crafts , Drawing or Art , Recipe, Photography, Travel etc কন্টেন্ট শেয়ার এর মাধ্যমে আপনি শুরু করতে পারেন। এছাড়া আমাদের কমিউনিটি কর্তৃক আয়োজিত যেকোনো কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবেন।
আপনার পোস্ট অনুযায়ী পোস্টের যথাযথ টাইটেল ও ট্যাগ ব্যবহার করবেন যা খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করবেন না যা বিভ্রান্তকর এবং নিন্দানীয়।
আর এটা মনে রাখবেন যে যেকোনো প্রকার চুরির বিরুদ্ধে আমাদের কমিউনিটি টীম ব্যবস্থা গ্রহণে তৎপর। তাই অনলাইন থেকে কপি করা পোস্ট, পোস্ট Plagiarism করা & AI দ্বারা তৈরি কনটেন্ট এড়িয়ে চলতে হবে। আর অনলাইন থেকে কপিরাইট যুক্ত ছবি শেয়ার থেকে বিরত থাকুন অর্থাৎ যে ছবির মালিক আপনি নন। এর পরিবর্তে আপনি কপিরাইট ফ্রি ছবির সাইট যেমন pixbay, pexels, freepik etc ব্যবহার করতে পারেন।
উপরোক্ত বিষয় এর বাইরে Steemit সম্পর্কিত যেকোনো বিষয়ে জানতে আমাদের কমিউনিটি ডিস্কর্ড সার্ভারের সাথে সংযুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। । ডিসকর্ড লিংটি : https://discord.gg/Yr3HKtD9S8