The dairy game||08-05-2023||my garden

in hive-170554 •  2 years ago  (edited)
আসসালামুয়ালাইকুম

আপনাদের সবাইকে আজকে আমার ছাদ বাগানের কিছু গাছ দেখাবো

যারা সবসময় আমার বাগান শোভা বর্ধন করে
দিনের কিছু সময় আমি আমার বাগানে কাটাই
আমার গাছ গুলো থেকে নতুন বাগানিদের আমি আমার বাগান থেকে কিছু কিছু গাছ উপহার দেই তাদের
কয়েক দিন আগে এক নতুন বাগানি আমার কাছে কিছু গাছ চেয়েছিল ,তাই আজ তার জন্য কিছু গাছের কাটিং করে পটে বসিয়েছি
নতুন বাগানি আমার কাছে ইনডোর প্লান্ট চেয়েছে বেশি
আমি চেষ্টা করেছি ইনডোর প্লান্ট গুলো থেকে কিছু ইনডোর প্লান্ট তার জন্য কাটিং করার
চলেন দেখাই নতুন বাগানি কে আমি কি কি প্ল্যান্ট দিতে যাচ্ছি
দেখেন আমি আপনাদের গাছ গুলোর সাথে পরিচয় করিয়ে দেই

IMG_20230508_184445.jpg

         *ক্রিসমাস ক্যালাঞ্চু
         *চায়না ভায়োলেট
         *সাকুলেনট
         *স্নেক প্ল্যান্ট
         *স্পাইডার প্ল্যান্ট
         *অক্সিলারি
         *আইস প্ল্যান্ট
         *কয়েন প্ল্যান্ট

নতুন বাগানি আপাতত এই গুলা দেবো উনি এগুলোকে সঠিক যত্ন নিতে পারলে আরো দেবো
চলেন এবার দেখাই আমার বাগান কাদের সৌন্দর্য তে ভোরে থাকে
IMG_20230508_184414.jpg

কিছু কিছু গাছ আছে ওরা সারা বছর ফুল দিয়ে যায়
তাদের মধ্যে অন্য তম কাটামুকুট
আমার কাটা মুকুট ছিল আট টা জাতের তার মধ্যে একটা চুরি হয়ে গেছে
আজ জাতের টা উপহার দিয়ে দিয়েছি পুরা গাছ ই
চলেন দেখাই একটা একটা করে আমার কাটা মুকুট

এটাতে ছোট ছোট ফুল ফোটে,যখন ফোটার জন্য বের হয় তখন তখন এর কালার থাকে হালকা সবুজ মানে টিয়া টিয়া কালার তারপর ধীরে ধীরে হলুদ বর্ণের হয় ভিতরে হালকা লাল লাল ফোঁটা দেখা যায়

আরেকটা দেখেন মিষ্টি কালার এটা দেখলেই আমার মনটা মুহূর্তে ভালো হয়ে যায়
IMG_20230508_183744.jpg

আরেকটা ছোট ছোট ফুলের
IMG_20230508_184347.jpg

আরেকটা গাঢ় মিষ্টি লালচে ধরনের মাঝারি সাইজের ফুল

IMG_20230410_180259.jpg

চলেন এবার দেখাই আমার আম্মুর মরিচ গাছ এর মরিচ আর গাছ
IMG_20230508_183707.jpg

আম্মু গত বছর দশ টাকা দিয়ে একটা মরিচ গাছ কিনেছিল সেটা আমি যত্ন করে আমার ছাদে রেখেছিলাম যত্ন করেছিলাম তারপর সে অনেক মরিচ দিলো মরিচ আমরা খেলাম একটা পাকা মরিচ আমি রেখেছিলাম গাছেই বীজ বানানোর জন্য তারপর ওই মরিচ পেকে বীজ গুলো চারার উপযুক্ত হওয়ার পর মরিচ টা তুলে এক জায়গায় চারা দিয়েছিলাম সেই বীজ থেকে অনেক গুলা গাছ হয়েছে এবং মরিচ ও ধরতেছে

এবার দেখাই আমার খুব পছন্দের একটা গাছ গ্রিনলিপ
IMG_20230508_183910.jpg

আর এই হচ্ছে আমার কাঁচা টাকার গাছ
এটার নাম কয়েন প্ল্যান্ট

IMG_20230508_184057.jpg

তার দেখেন এটা হচ্ছে আমার কাঠ গোলাপ গাছ
এখনো সে ফুল দেয়নি
IMG_20230508_184038.jpg

আমি কাঠ গোলাপ দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে বসে আছি
ফুল ফুটলে আপনাদের ও দেখাবো নি
তাহলে আজকে যাই
আল্লাহ হাফেজ

DeviceName
AndroidRealme c11
Camera13MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@rabeya1
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...