আসসালামুয়ালাইকুম
আমি রাবেয়া
বাংলাদেশ থেকে লিখছি
আমি খুব ছোট একজন পেইন্টার , আমার খুব ইচ্ছে পেইন্টিং নিয়ে অনেক দূরে যাওয়ার
যদিও আমি কখনো পেইন্টিং শিখিনি কিন্তু ছোট বেলা থেকেই আমি কাঠ পেনসিলে একটু একটু করে আকতাম
এখন আর অনেক দিন হলো কাঠপেন্সিল এ ছবি আকি না এখন আকি রং তুলি তে
আমি সবসময় তো ছবি আকি সেসব কথা
এখন আসি আমার আজকের পেইন্টিং এর বিষয়ে
আমার এই পেইন্টিং টা করার পিছনে আছে আমাদের বাংলাদেশের একটি বিভাগীয় শহর রাজশাহী
শুনেছি রাজশাহী শহরটা নাকি অনেক সুন্দর গোছালো
শহরের কিছু ছবি দেখছি রাস্তার ছবি দেখে আমি মুগ্ধ হয়েছি
আমার কল্পনা
খুব ইচ্ছে করেছে ওই সুন্দর রাস্তায় গভীর রাতে প্রিয় মানুষের সাথে হাঁটতে
নিস্তব্ধ রাতে কোথাও কেউ নেই
মাঝে মাঝে দুই একটা রিক্সা দেখা যাবে রিক্সায় ওয়ালা আমাদের ডাকবে মামা মামী যে কষ্ট কইরা হাটতাছেন রিক্সা পান নাই মনে হয়
আসেন আমি লইয়া যাই একদম রকেট এর গতিতে যামু ওঠেন মামা
তখন আমি রিক্সা ওয়ালা মামা কে বলবো না মামা আমরা যাবো না আমরা হাঁটবো ফাঁকা শহরে
রিক্সা ওয়ালা মামা বলবে আল্লাহ আপনাদের মাঝে আরো ভালোবাসা দিক বলে একটা হাসি দিয়ে চলে যাবে
শহরের রাস্তা গুলার মাঝখানে সুন্দর সুন্দর গাছ
লাগানো আর সুন্দর সুন্দর হলুদ ল্যাম্প পোস্ট
আজ ছবি আঁকতে মনে হলো রাজশাহী শহরটার
কথা তাই ভাবলাম আজকে রাজশাহী শহরটার
একটু ছবি আঁকানো চেষ্টা করবো, ভেবেই একে
ফেললাম মনের মাধুরী মিশিয়ে
কেমন হয়েছে বলবেন আপনারা
চলেন বলি কিভাবে আমি আকালাম
ছবি আকাতে আমার যেসব উপকরণ লাগলো
সেগুলো বলি
উপকরণ:-
- বিভিন্ন কালার রং
- বিভিন্ন সাইজের ব্রাশ
- একগ্লাস পানি
- একটা ক্যানভাস প্যাড
- শুকনা কাপড়
- একটা রং এর প্লেট
নিয়ে নিলাম উপকরণ এখন এখন প্লেটে আমার প্রয়োজনীয় রং বের করে নিলাম
ধাপ -১
প্রথমে আকাশ আকার জন্য আকাশী রং নিয়ে সুন্দর করে ব্রাশ করে নিলাম তারপর আকাশী রং এর নিচে সাদা রং ব্রাশ করে নিলাম
ধাপ -২
তারপর চলে আসলাম নিচে নিচে মিষ্টি রং নিলাম মিষ্টি রং এর একটু জাস্ট ওপরে সাদা মিশিয়ে নিলাম
মিষ্টি রং দেয়ার সুন্দর একটা বিকেল হয়ে গেল
গাঢ় নীল একটু নিয়ে নীল মেঘ দিলাম
ধাপ -৩
তারপর একপাশে সবুজ কিছু গাছ একে নিলাম
আরেকপাশে ও সবুজ গাছ একে নিলাম
তারপর নিচ দিয়ে দেবদারু গাছ একে নিলাম কিছু
ধাপ -৪
তারপর গাছ গুলোর মাঝে মাঝে বসিয়ে দিলাম কয়েকটা সুন্দর সুন্দর হলুদ ল্যাম্পপোস্ট
ধাপ -৫
তারপর রাস্তা একে নিলাম
রাস্তা দিয়ে শেষ হলো পেইন্টিং
শেষে এক পাশে দিলাম আমার সিগনেচার আর তারিখ
এটা আমার সব পেইন্টিং এই দেই
আল্লাহ হাফেজ
Device | Name |
---|---|
Android | Realme c11 |
Camera | 13MP camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @rabeya1 |
Hi, Greetings, Good to see you Here:)
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit