আজ একটু আগে একটা রোগী আসছে আমিও আজকেই ভর্তি হয়েছি , আমার এপেন্ডিসাইড আর ওনার ব্রেইন টিউমার ,
আমি আসছি আগে উনি পরে
,উনি যখন আসছে তখন আমি ঘুমাচ্ছিলাম হটাৎ ঘুম ভেঙে গেলো কারো কথার আওয়াজে
ঘুম থেকে উঠে ঘার ঘুরিয়ে দেখলাম আমার মাথার ওই পাশের বেডে এক মহিলা কথা বলছে আর পুরা রুমের সব রুগী রুগীর অভিবাবকরা তার কথা শুনছে
আমার মনে হচ্ছিলো যেনো কোনো জন সেবায় এসেছি কিন্তু এই ভাষণ আমার ভালো লাগছে না
ইচ্ছে করলো সভা থেকে বের হয়ে যাই আমি বের হতে পারলাম না কারণ আমার স্যালাইন চলছে
আরেকটা বাচ্চা ছেলে ছিল ও এসেছে গলায় ফাঁস দিয়ে,বাচ্চার বয়স ৭-৮ বছর , ডক্টর ছেলেটাকে বললো কি বাবু ফাঁস কেন নিয়েছিলে ?কিছু বলে না ছেলেটা , ডক্টর এর সাথে অনেকগুলা ইন্টার্ন ডক্টর ছিল ওদের মধ্যে একটা ছেলে বললো কিরে তুই প্রেমে ছেকা খেয়েছিস??বলেই সবাই মিলে হো হো করে হেসে উঠলো
তারপর ডক্টর বললো তুমি বিয়ে করতে চাচ্ছো বাবা মা বিয়ে দিচ্ছে না? তাই এমন করেছো?
ছেলেটা এখনো কিছু বলে না তারপর ওর মা বা বাবা কেউ একজন বললো বাচ্চার মা নাকি খেতে দিয়েছিল না হয়তো কোনো কারণে তাই রাগ করে ফাঁস নিয়েছে , ছেলেটা চলে গেলো কিছুক্ষন পর
আমার রুমে আমার টা সহ ৮ টা বেড
সবাই আসছে বিভিন্ন সমস্যা নিয়ে , তারা সবাই কথা বলছে তাদের মধ্যে নিজেদের সমস্যা নিয়ে এক জন বলছে তার সংসার এর কথা ,কেউ বলছে কিভাবে তার সমস্যা হলো কথা বলতে বলতে তাদের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেল পুরা রুমের সবাই কথা বলছে শুধু আমি বাদে
এমনি তে আমি অনেক কথা বলি কিন্তু এখন আমার কথা বলতে ইচ্ছে করছে না
শুধু তাদের কথা শুনে যাচ্ছি, আমি কথা বলছি না বলে আমার সাথেও কেউ কথা বলছে না ,
মাঝে মাঝে আসে ইন্টার্ন ডক্টর আমাদের দেখতে আসে দেখে চলে যায়
আমার কাজ চুপ চাপ শুয়ে থাকা আর রুমের ফ্যান লাইট আর রুমে গ্যাস পাস করার অনেক গুলো পাইপ আছে ওগুলো নিয়ে গবেষণা করা
রুমে ৬ টা লাইট দেয়া তার মধ্যে দুইটা লাইট বন্ধ ওটা নিয়ে কিছুক্ষণ ভাবলাম লাইট টা কেন বন্ধ ??? লাইট টা কি নষ্ট? নাকি দেয় নি? নাকি ওই টা জ্বালানো বন্ধ ? হসপিটাল এর টয়লেট এ গিয়ে দেখলাম আরেক জিনিস ওটা নিয়ে কিছুক্ষণ ভাবলাম টয়লেট এর ছাদ অর্ধেক দেয়া অর্ধেক খোলা
বলতে পারেন কেন ছাদ অর্ধেক দেয়া??
আমি প্রথমে ভাবলাম আলো বাতাস বেশি আসার জন্য এমন রাখছে
মনে হলো বাহ সরকারি ইঞ্জিনিয়ার গুলা ভালো বুদ্ধি করছে আলো বাতাস এর পরক্ষনেই মনে হলো এখানে এতো আলো বাতাস দিয়ে কি হবে আলো বাতাস এর জন্য হয়তো দেয়নি
তাহলে কেন দিলো এমন
পরে বুঝলাম এটা দিয়েছে রুগীর জন্য,হটাৎ করে ভিতরে কোনো রুগী পরে গেলে এবং জ্ঞান হারালে কিভাবে বের করবে তাই হয়তো ওরকম করেছে
এটা একান্তই আমার ব্যাক্তিগত মতামত
Device | Name |
---|---|
Android | Realme c11 |
Camera | 13MP camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @rabeya1 |
আশা করি এখন আপনি সুস্থ আছেন আপি। সবসময়ই সুস্থ থাকেন, এটাই দোয়া করি আপি। ফি-আমানিল্লাহ 😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted through Steemcurator09.
Team Newcomer- Curation Guidelines for June 2023
Curated by - @msharif
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit