আসসালামুয়ালাইকুম
আজ আমি গিয়েছিলাম আমার এক মামার বাড়ি
অনেক দিন পর খালা আসছে ,খালা বললো চল ঘুরে আসি তোর মামার বাড়ি থেকে গেলাম আমাদের বাসা থেকে বেশ ফাঁকে রিক্সা ভাড়া ৪০ টাকা তারপর রিক্সা থেকে নেমে একটু হেটে যেতে হয় বাড়িটা হচ্ছে ধানি জমির মাঠের মধ্যে
তো আমরা ক্ষেতের মধ্যে নামার আগে দোকান থেকে কিছু খাবার কিনে নিলাম আর আমার জন্য একটা চিপস কিনে নিলাম ক্ষেতের ভেতর দিয়ে যাবো আর খাবো
তারপর আমি, আম্মু ,খালা তিন জন ক্ষেতের ভেতর দিয়া হাটা শুরু করলাম খুললাম চিপস এর প্যাকেট
আমি খেতে খেতে আসতে আস্তে আস্তে হাঁটছি আম্মু আর খালা আপন গতিতে যাচ্ছে
হটাৎ করেই আমার খুব ছোট বেলার কথা মনে পড়ে গেলো নানা বাড়ি গেলে নানা অনেক কিছু কিনে দিতো দোকান থেকে সেগুলো খেতে খেতে বাড়ি আসতাম , নানা আর নেই , আর ছোট বেলা টাও নেই
কিন্তু অনেক বছর পর আবার আমি চিপস খেতে খেতে মামা বাড়ি যাচ্ছি ,নিজেকে ছোট বাচ্চা মানুষ মনে হচ্ছে।
তারপর বাড়ি পেয়ে গেলাম,আম্মু আর খালা অবশ্য একটু আগে পেয়েছে তারা ঢুকেছে বসেছে
আমি গেলাম দেরিতে ,বাড়ির সামনে গিয়ে দেখি একটা গাছ ভর্তি মরিচ ধরে আছে গাছে ,আর একটা গাধা ফুল গাছ ফুল ফুটে আছে, আমি বাড়িতে ঢোকার আগে গাছ গুলোর ছবি তুলে
তারপর বাসার মধ্যে ঢুকলাম সবার সাথে কথা বললাম
দেখলাম মামাতো বোন সিঙ্গাপুরি ডেইজি ফুল এনে ঘরে রেখেছে কিন্তু ফুল গুলো নষ্ট হয়ে গেছে তাই ওকে জিজ্ঞেস করলাম কোথায় এই গাছ মামাতো বোন বললো পাশেই গেলাম সেখানে গিয়ে দুইটা ফুল তুললাম ,তুলে এটা দিয়ে আংটি বানিয়ে আঙ্গুলে
পড়লাম
তারপর মাগরিবের আযান দিলো বাড়ির মধ্যে গিয়ে নামাজ পড়লাম
তারপর রাতে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম
Device | Name |
---|---|
Android | Realme c11 |
Camera | 13MP camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @rabeya1 |
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit