আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই??
আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমার টপিক হলো আল্লাহর প্রতি সন্তুষ্টি। আমরা কি আদো আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করি?
খুব কাছের বলতে কি আদৌ কেউ আছে? কত কাছের মানুষের কথায় ক্ষতবিক্ষত হয়ে যায় অন্তর! কত গভীর সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যায় মুহুর্তেই! পাহাড়সম বিশ্বাস ছিল যার প্রতি, অবিশ্বাসের দেয়াল উভয়ের মাঝে দাঁড়িয়ে যায় সহসাই!
মানসিক কষ্ট যাই আপনি পেয়ে থাকেন এই দুনিয়ার জীবনে, তার সিংহভাগই তো আসে এই কাছের মানুষদের থেকে। প্রচন্ড বিপদে দিক বিদিক শুন্য আপনি, অবাক হয়ে তাকিয়ে দেখবেন, আপনার ভালবাসার মানুষগুলোর মধ্যেই অনেকে সেদিন চিনেও করবে না চেনার ভান।
এ পৃথিবীর সবচেয়ে বড় বিষ্ফোরন হয় মানুষের এই ছোট্ট অন্তরে। আর তা হয় মানুষের কারনেই।
এরই নাম দুনিয়া। গেঁথে নিন অন্তরে, এ দুনিয়া আপনার বাড়ি নয়। এখানকার কষ্টগুলোও চিরস্থায়ী নয়। দেখবেন, কষ্টগুলো তখন আর অসহ্য মনে হবে না। পারবেন শত বিপদেও বলতে সহজেই “আলহামদুলিল্লাহ”।
বিশ্বাস করুন গভীরভাবে, আপনার একমাত্র বন্ধু আপনার রব। যিনি আপনাকে মায়ের পেটে পেলেছেন, যখন আপনার কোনই বন্ধু ছিল না। কবরের একাকিত্বে যদি কেউ সাথী হয়, তাহলে হবে একমাত্র তারই রহমত ও দয়া। তাকে সন্তুষ্ট রাখাই যদি হয় আপনার একমাত্র চাওয়া পাওয়া, কে দুরে সরে গেলো, কেই বা কাছে আসলো, খুব একটা ভাবান্তর আর হবে না কখনই।
Plagiarism found in your post.
orignal source: https://www.facebook.com/1045940035417597/posts/pfbid0xhU3gGmZU4vGUrvXJgkPM3o2ZtXvJghw7PSyMrVkdYcqa6DWRHagZEzimNbHkXQ3l/?app=fbl
Please do not post plagiarism content in this platform. As a newbie, you are given a warning for the first time. We will monitor your profile from now on. In future ,if you doing this any more, you will be muted from the community without warning.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Okk
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit