আসসালামু আলাইকুম।
বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি।
আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে সকালের গ্রামের রাস্তার দৃশ্য।
সকালের রাস্তা।
সকালে কুয়াশায় রাস্তার পরিবেশটা অনেক সুন্দর ফজরের নামাজ পড়ে প্রতিদিন বাহির হই একটু হাঁটাহাঁটি করতে,
অনেকেই ফজর নামাজ পড়ে হাঁটতে বাহির হয়।
শীতকাল বাংলাদেশের ঋতুচক্রের একটি মনোমুগ্ধকর ঋতু। শীতের আগমনের সাথে সাথে প্রকৃতিতে আসে এক অন্যরকম পরিবর্তন। গাছের পাতাগুলো ঝরতে শুরু করে, বাতাসের তাপমাত্রা কমে যায়, আর চারপাশে এক ধরনের হিমেল অনুভূতি বিরাজ করে।
শীত মানেই সকালে কুয়াশা ঢাকা রাস্তা, সূর্য ওঠার অপেক্ষা আর গরম চা-কফির সঙ্গ। গ্রামের দিকে শীতকালে পিঠাপুলি তৈরির ধুম পড়ে যায়, যা শহুরে জীবনেও অনেকটা ছড়িয়ে পড়েছে। পৌষ পার্বণ এবং নবীন ধানের উৎসবগুলোও শীতকালের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
তবে শীতের এই সময়টাতে স্বাস্থ্য সচেতনতাও খুব জরুরি। ত্বক, ঠাণ্ডা লাগা, সর্দি-কাশি ইত্যাদি নানা সমস্যা দেখা দিতে পারে, তাই পোশাক-আশাকে সঠিক যত্ন নেয়া এবং নিয়মিত সুষম খাবার খাওয়া দরকার।
শীতের সকালে সূর্যের প্রথম কিরণ ও সন্ধ্যায় ঠাণ্ডা হাওয়ার অনুভূতিতে জীবনের এক অন্যরকম রূপ ফুটে ওঠে, যা আমাদের মনকে প্রশান্তি দেয়।
গ্রামের সলিং রাস্তা।
সকালের রাস্তা
সকালবেলার পথ ধরে হাঁটে রোদ্দুরের ছায়া,
হালকা কুয়াশার চাদর গায়ে মেলে তার মায়া।
রাস্তার ধারে গাছগুলো ঢুলে পড়ে মৃদু হাওয়ায়,
সবুজ পাতার ফাঁকে ফাঁকে সোনার আলো ঝলকায়।
পাখিরা গায়ে হালকা ডানার নাচ তুলে নেয়,
তাদের গানে ভরে ওঠে প্রকৃতির মৃদু প্রেম।
গাছের ডালে বসে সুরে সুরে সুরের ইশারা,
সকালের শান্তির আভাস আসে মোহন সাগর পাড়ে।
এক পায়ে দাঁড়িয়ে তালের বীণায় বাজে মাটির গান,
সকালবেলা রঙের আভা হয়ে ওঠে স্বপ্নেরই প্রাণ।
রাস্তার ধারে ঘাসের উপর শিশির বিন্দু ঝরে,
প্রকৃতির মায়াবী সুর এসে আছড়ে পড়ে প্রাণের ঘরে।
হেঁটে চলা পথিকেরা আনে যেন অন্য রঙের ঢেউ,
সকালের রাস্তা হয়ে ওঠে যেন নীরবতার বুকে ভিউ।
আলো আর ছায়ার মিতালীতে ভরে ওঠে সকাল,
সবুজে মোড়া এ পথ যেন জীবন নিয়ে দেয় সুরের তাল।
সকালের পাখি।
"সকালের পাখি" বলতে সাধারণত সেই সব পাখিদের বোঝানো হয় যারা খুব ভোরে ঘুম থেকে উঠে গান গাইতে শুরু করে। এদের মধ্যে কাক, চড়ুই, শালিক, ও বুলবুলির মতো পাখি রয়েছে, যারা খুব সক্রিয় এবং দিনের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই চিৎকার বা গান গাইতে শুরু করে। প্রাকৃতিক পরিবেশে এদের কাকলি সকালকে আরও সুন্দর করে তোলে। এছাড়া অনেক সময় "সকালের পাখি" শব্দটি এমন মানুষদেরও বোঝায়, যারা খুব ভোরে ঘুম থেকে উঠে কাজ করতে ভালোবাসে।
"আমি হব সকাল বেলার পাখি,
সবার আগে কুজন ডাকিব,
উঠবো আমি ঘুম ত্যাগ করি,
সোনার আলোয় গাইব গানে গান।"
বাংলা কবিতার একটি অংশ যা শিশু-কিশোরদের সকালে জেগে ওঠার প্রেরণা দেয়। এই লাইনগুলোতে সকালের পাখির মতো সতেজভাবে দিন শুরু করার উৎসাহ রয়েছে।
For work I use:
মোবাইল |
radmi note 13 |
ফটোগ্রাফার |
@romzan15 |
লোকেশন |
ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
মাঠে |
বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ।
হ্যালো বন্ধু @romzan15, আমাদের কমিউনিটিতে আপনার মূল্যবান পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের কমিউনিটিতে Crypto রিলেটেড পোস্ট, thediarygame, art/drawing, Papercraft, Photography, Travel, Recipe & কমিউনিটির কনটেস্ট পোস্টগুলোকে বেশি গুরুত্ব সহকারে দেখি। কাজেই আমি আপনাকে অনুরোধ করবো এসকল পোস্টের যেগুলো আপনি পারের সেই পোস্টগুলো আপনি আমাদের মাঝে শেয়ার করেন।
বিস্তারিত জানতে আমাদের কমিউনিটি ডিসকর্ড সার্ভারের সাথে যুক্ত হন : https://discord.gg/Yr3HKtD9S8
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit