বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এটাই কামনা করি। আমিও আল্লাহর রহমত ও আপনাদের সকলের ভালোবাসায় ভালো আছি। আমরা অনেকে বাগান করতে পছন্দ করি কিন্তু জায়গা না থাকার জন্য বাগান করতে পারি না এখন বর্তমানে বাড়ির ছাদে খুবই সহজে বাগান করা যায় তাই আমিও বাড়ির ছাদে কিছু সবজি গাছ রোপন করেছি।এমনিতে আমার বাগান করতে বেশ ভালো লাগে। আজকে আপনাদের মাঝে আমি সবজি বাগানের কিছু ফটোগ্রাফি নিয়ে এসেছি।
আমি আমার সবজি বাগানের বিভিন্ন রকমের গাছ লাগিয়েছি তার মধ্যে একটি সবজি হচ্ছে লাল শাক। লাল শাক গাছ বড় হতে বেশিদিন লাগে না এটি খেতে হবে বেশ ভালো হয়। আমি কিছুদিন আগে এই লালশাক গুলোর রোপন করেছি এর মধ্যে কিছু গাছ ওঠেনি আবার অনেকগুলো গাছ উঠেছে। লাল শাক গাছের পাতা গুলোকে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল।
ছবির এই ছোট্ট ছোট্ট গাছগুলো হলো মূলার শাকের গাছ। লাল শাক আর মুলার শাকগুলো আমি কিছুদিন আগে পরে করে ফেলেছিলাম কিন্তু লাল শাকগুলো অনেক বড় হয়ে গেছে আর মুলার শাকগুলো এখনো অনেক ছোট। মুলাস শাকগুলো দেখতে বেশ চমৎকার দেখাচ্ছিলো কারণ ফোড়া জায়গাটা সবুজ হয়ে রয়েছে। সবুজ এই মূলার শাক গুলো কিছুদিন পরে আমরা খেতে পারব।
আমাদের ছাদ বাগানে আমরা একটি মরিচ গাছ লাগিয়েছিলাম এর মরিচ গাছটি অন্যমলের কাছ থেকে ভিন্ন। এই মরিচ গাছে একটু বেগুনি রংয়ের মরিচ ঝরে তবে মরিচগুলোতে প্রচুর ঝাল থাকে। ছোট একটি গাছের ভিতর অনেকগুলো মরিচ ঝরেছে এর মধ্যে কিছু মরিচ আমি উঠিয়ে নিয়েছি এখন গাছে অল্প কিছু মরিচ আছে।
আমি ছাদ বাগানের শীতে খাওয়ার জন্য ছোট ছোট অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছি।এই মরিচ গাছগুলোতে আস্তে আস্তে মরিচ দরবে ও গাছগুলো বড় হবে। এগুলোকে কি মরিচ বলে আমি জানিনা তবে অনেক ছোট থেকে এই গাছগুলোতে মরিচ ধরে। আকারে ছোট হলেও আমার গাছগুলোতে ফুল ধরা শুরু করে দিয়েছে।
আমি বিভিন্ন রকমের কিছু বেগুন গাছও লাগিয়েছি কারণ বেগুন গাছের ভিতরে প্রচুর বেগুন ধরে তাই আমি ভিন্ন ভিন্ন রকমের বেগুন গাছ লাগিয়েছি। বেগুন গাছগুলো অনেক ছোট তবে কিছুদিনের মধ্যেই গাছগুলো বড় হয়ে যাবে। একটি বেগুন গাছের মধ্যে অনেকগুলো বেগুন ধরে। এখন শীতের সময় বেগুন রান্না খেতেও বেশ ভালো লাগে। শীতের সবজি গুলোর মধ্যে বেগুনো একটি।
তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি ছাদবাগানে কি কি গাছ লাগিয়েছি তার কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
You have planted some very beautiful plants in your roof garden. It is very good to have vegetable plants on the roof. The feeling of eating vegetables by hand is different.Nice to see your photography.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit